ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি প্রাথমিক স্কুলের বাইরে ভয়াবহ বোমা হামলায় নিহত শিক্ষার্থীদের দাফন সম্পন্ন হয়েছে। গত শনিবারের ওই হামলায় ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগই ছিল স্কুলছাত্রী । যারা স্কুল থেকে বের হওয়ার পরই বিস্ফোরণে নিহত হয়।
এই বিস্ফোরণের জন্য তালেবানকে দায়ী করেছে আফগানিস্তান সরকার। তবে জঙ্গিগোষ্ঠী তালেবান এই হামলার দায় অস্বীকার করেছে।
কী কারণে এই হামলা চালানো হলো, তা এখনো জানা যায়নি। শনিবার পশ্চিম কাবুলের সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধুষ্যিত এলাকায় হামলা চালানো হয়। এটি শিয়া মুসলিমদের একটি সম্প্রদায় ।
এই হামলাকে ভয়ংকর হামলা বলে আখ্যায়িত করে টুইট করেছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। টুইট বার্তায় তিনি বলেন, কাবুলের স্কুলে যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
বিবিসির প্রতিবেদনে বলা হয় , প্রথম মরদেহটি কাবুলের 'মারটায়ার্স সিমেট্রি'তে দাফন হয়। এই কবরস্থানটিতে হাজারা সম্প্রদায়ের মানুষেরাই তাঁদের দাফন সম্পন্ন করে থাকেন।
একজন বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘হামলার পর আমি দ্রুত ঘটনাস্থলে যাই। মরদেহগুলো স্কুলছাত্রীদের ছিল। একটির ওপর আরেকটি মরদেহ পড়ে ছিল।’
এই ভয়াবহ বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়ার জাহরা নামের এক বালিকা সাংবাদিকদের বলে, ‘আমার বান্ধবীর মৃত্যু হয়েছে। সেখানে একটির পর একটি বিস্ফোরণ হচ্ছিল।’ অনেকে চিৎকার করছিল তখন।
আফগান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কাবুলে শনিবারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১৫০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, হামলাটি এমন সময় চালানো হলো যখন ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা নিয়ে ব্যস্ত ছিলেন স্থানীয়রা।
এদিকে গতকাল রোববার তালেবানের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের অস্ত্রবিরতি ঘোষণা করা হয়েছে।
ঠিক এক বছর আগে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্থানীয় হাসপাতালের প্রসূতি বিভাগে বোমা হামলা চালানো হয়েছিল। ওই হামলার নারী এবং শিশুসহ ২৪ জন নিহত হয়েছিলেন।
ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি প্রাথমিক স্কুলের বাইরে ভয়াবহ বোমা হামলায় নিহত শিক্ষার্থীদের দাফন সম্পন্ন হয়েছে। গত শনিবারের ওই হামলায় ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগই ছিল স্কুলছাত্রী । যারা স্কুল থেকে বের হওয়ার পরই বিস্ফোরণে নিহত হয়।
এই বিস্ফোরণের জন্য তালেবানকে দায়ী করেছে আফগানিস্তান সরকার। তবে জঙ্গিগোষ্ঠী তালেবান এই হামলার দায় অস্বীকার করেছে।
কী কারণে এই হামলা চালানো হলো, তা এখনো জানা যায়নি। শনিবার পশ্চিম কাবুলের সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধুষ্যিত এলাকায় হামলা চালানো হয়। এটি শিয়া মুসলিমদের একটি সম্প্রদায় ।
এই হামলাকে ভয়ংকর হামলা বলে আখ্যায়িত করে টুইট করেছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। টুইট বার্তায় তিনি বলেন, কাবুলের স্কুলে যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
বিবিসির প্রতিবেদনে বলা হয় , প্রথম মরদেহটি কাবুলের 'মারটায়ার্স সিমেট্রি'তে দাফন হয়। এই কবরস্থানটিতে হাজারা সম্প্রদায়ের মানুষেরাই তাঁদের দাফন সম্পন্ন করে থাকেন।
একজন বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘হামলার পর আমি দ্রুত ঘটনাস্থলে যাই। মরদেহগুলো স্কুলছাত্রীদের ছিল। একটির ওপর আরেকটি মরদেহ পড়ে ছিল।’
এই ভয়াবহ বিস্ফোরণ থেকে বেঁচে যাওয়ার জাহরা নামের এক বালিকা সাংবাদিকদের বলে, ‘আমার বান্ধবীর মৃত্যু হয়েছে। সেখানে একটির পর একটি বিস্ফোরণ হচ্ছিল।’ অনেকে চিৎকার করছিল তখন।
আফগান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কাবুলে শনিবারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১৫০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, হামলাটি এমন সময় চালানো হলো যখন ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা নিয়ে ব্যস্ত ছিলেন স্থানীয়রা।
এদিকে গতকাল রোববার তালেবানের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের অস্ত্রবিরতি ঘোষণা করা হয়েছে।
ঠিক এক বছর আগে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্থানীয় হাসপাতালের প্রসূতি বিভাগে বোমা হামলা চালানো হয়েছিল। ওই হামলার নারী এবং শিশুসহ ২৪ জন নিহত হয়েছিলেন।
চিকিৎসকদের অবহেলায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি রক্তক্ষরণে মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠেছে।
৭ মিনিট আগেভারতের ঝাড়খণ্ডের দেওঘরে এলপিজি সিলিন্ডার বহনকারী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। বাসটিতে শ্রাবণ মাসের পবিত্র কাঁওয়ার যাত্রায় রওনা হওয়া পূণ্যার্থীরা ছিলেন। আজ মঙ্গলবার ভোরে মোহনপুর থানার জামুনিয়া মোড়ে গোড্ডা–দেওঘর প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনেদারল্যান্ডস ইসরায়েলের দুই কট্টর ডানপন্থী মন্ত্রীকে তাদের দেশে ঢুকতে দেবে না। এই দুই ইসরায়েলি মন্ত্রী হলেন অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন–গভির। গাজায় জাতিগত নির্মূলের ডাক দেওয়ায় নেদারল্যান্ডস তাঁদের ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করেছে।
২ ঘণ্টা আগেএবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনল ইসরায়েলেরই দুই মানবাধিকার সংস্থা। বেতসেলেম ও ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস ইসরায়েল নামের ওই দুই সংগঠন সরাসরি বলছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। নিজেদের অভিযোগের স্বপক্ষে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও প্রমাণসহ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থা দুটি
২ ঘণ্টা আগে