Ajker Patrika

ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি হঠাৎ বন্ধ

আপডেট : ২১ জুন ২০২১, ১৪: ৩২
ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি হঠাৎ বন্ধ

ঢাকা: ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি হঠাৎ বন্ধ হয়ে গেছে। একটি ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে এই বিদ্যুৎকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে ইরান পারমাণবিক শক্তি সংস্থা। এতে জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে বিদ্যুৎকেন্দ্রটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইরান পাওয়ার ট্রান্সমিশন, জেনারেশন এবং ডিস্ট্রিবিউশন কোম্পানির (তাভানির) এক উপ-সমন্বয়কারীর বরাত দিয়ে ইরান ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, প্রযুক্তিগত মেরামতের জন্য এই প্রকল্পটি অস্থায়ীভাবে বন্ধ, যা প্রায় তিন থেকে চার দিন অব্যাহত থাকবে। আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ গ্রিডের সঙ্গে এই প্ল্যান্টটি পুনরায় সংযুক্ত হবে।

গত মাসে বুশেহরে ইসলামিক প্রজাতন্ত্রের একমাত্র কার্যকরী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত জুলাইয়েও বুশেহর শহরের দেলোয়ার শিপইয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে। বার্তা সংস্থা আইএসএনএ এর এক প্রতিবেদনে বলা হয়, মার্চ মাসে ইরান বলেছিল যে আমেরিকার নিষেধাজ্ঞার ফলে আর্থিক ঝামেলার পড়ায় দেশটি এই বছর এ কেন্দ্রটির পরিচালনা পুরোপুরি বন্ধের কথা বলেছিল।

প্রসঙ্গত, সাধারণ নির্বাচনে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দিনে ইরানে হঠাৎ করেই এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে গেল। দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ইরান সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত