Ajker Patrika

ঘূর্ণিঝড় মোখার সংবাদের জন্য মিয়ানমারে ফটোসাংবাদিকের ২০ বছরের কারাদণ্ড

ঘূর্ণিঝড় মোখার সংবাদের জন্য মিয়ানমারে ফটোসাংবাদিকের ২০ বছরের কারাদণ্ড

ঘূর্ণিঝড় মোখার ধ্বংসাত্মক প্রভাব নিয়ে সংবাদ প্রকাশ করায় মিয়ানমারের সামরিক আদালতে রুদ্ধদ্বার বিচারে এক ফটোসাংবাদিককে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর কোনো গণমাধ্যমকর্মীকে এত লম্বা কারাদণ্ড দেওয়া হয়নি।

আল জাজিরার খবরে বলা হয়, রাখাইনে সাইক্লোন মোখার ধ্বংসাত্মক প্রভাব নিয়ে প্রতিবেদন করার সময় গ্রেপ্তার হন দ্য মিয়ানমার নাও নামে সংবাদমাধ্যমের ফটোসাংবাদিক সাই জাউ থাইকে। বুধবার মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে রুদ্ধদ্বার বিচারের প্রথম দিনেই সাই জাউকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

গত মে মাসে সাইক্লোন মোখায় মিয়ানমারে নিহত হন কয়েক ডজন মানুষ। দুর্যোগটি সম্পর্কে প্রতিবেদন করায় সাই জাউয়ের বিরুদ্ধে আনা হয় চারটি অভিযোগ। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ আইন এবং টেলিযোগাযোগ আইন ভঙ্গের অভিযোগ।

মিয়ানমার নাও এর সম্পাদক সোয়ে উইন বলেছেন, এই বিচারের মাধ্যমে প্রমাণ হয়েছে যে, সামরিক সরকারের অধীনে দেশে সংবাদপত্রের স্বাধীনতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। মিয়ানমারে স্বাধীন সাংবাদিকদের তাদের পেশাগত কাজের জন্য কতটা চড়া মূল্য দিতে হয়, তারও প্রমাণ এই বিচার। 

মিয়ানমার নাও জানিয়েছে, সাই জাউয়ের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে সম্পর্কে পরিষ্কারভাবে অবগত নয় তারা। বিচারের আগে পরিবার এবং কোনো আইনজীবীর সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি তাকে। 

রিপোর্টার্স উইদাউট বর্ডারসের প্রকাশিত সর্বশেষ বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা বিষয় সূচকে ১৮০ দেশের মধ্যে ১৭৩ নম্বরে আছে মিয়ানমার। 

ওয়াচডগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মিয়ানমারের কারাগারে বর্তমানে বন্দী আছেন ৬৯ জন সাংবাদিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত