Ajker Patrika

ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র

অনলাইন ডেস্ক
আপডেট : ৩০ জুন ২০২২, ১৪: ০৮
ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র

ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হিসেবে আজ বৃহস্পতিবার শপথ নিয়েছেন ফার্দিনান্দ বংবং মার্কোস জুনিয়র। তিনি ফিলিপাইনের সাবেক এক নায়ক ফার্দিনান্দ মার্কোস ও তাঁর স্ত্রী সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের ছেলে। মার্কোসের ক্ষমতাচ্যুতির ৩৬ বছর পর আবার রাষ্ট্রক্ষমতায় এল মার্কোস পরিবার। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

৬৪ বছর বয়সী মার্কোস জুনিয়র নিজ দেশে ‘বংবং’ নামে পরিচিত। তিনি গত মাসে প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হোন। তিনি আজ থেকে রদ্রিগো দুতার্তের স্থলাভিষিক্ত হবেন। 

নতুন প্রেসিডেন্ট এক বক্তৃতায় বলেছেন, সকলের উপকার হয় এমন নীতির মাধ্যমে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন। তাঁকে নির্বাচিত করায় ফিলিপাইনের জনগণকে তিনি ধন্যবাদ জানান। এ ছাড়া তিনি তাঁর বাবার শাসনামলেরও প্রশংসা করেন। 

শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর স্ত্রী লুইস আরানেতা মার্কোস, বোন ইমি, ৯২ বছর বয়সী মা ইমেলদা ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

প্রয়াত মার্কোস ১৯৬৫ সাল থেকে দুই দশক ফিলিপাইনের ক্ষমতায় ছিলেন। ১৯৮৬ সালে গণ-অভ্যুত্থানের মাধ্যমে তাঁর পতন হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি হাজার হাজার বিরোধীকে কারাগারে বন্দী করেছিলেন। তাঁর শাসনামলে অনেক মানুষ হত্যার শিকার হয়েছে এবং নিখোঁজ হয়েছে। তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে। 

তবে মার্কোসের পরিবার এসব অভিযোগ অস্বীকার করেছে। 

গত ৯ মে ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬ কোটি ৭০ লাখ ভোটার তাদের পছন্দের প্রেসিডেন্টকে বেছে নিতে ভোট দিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত