ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হিসেবে আজ বৃহস্পতিবার শপথ নিয়েছেন ফার্দিনান্দ বংবং মার্কোস জুনিয়র। তিনি ফিলিপাইনের সাবেক এক নায়ক ফার্দিনান্দ মার্কোস ও তাঁর স্ত্রী সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের ছেলে। মার্কোসের ক্ষমতাচ্যুতির ৩৬ বছর পর আবার রাষ্ট্রক্ষমতায় এল মার্কোস পরিবার। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৬৪ বছর বয়সী মার্কোস জুনিয়র নিজ দেশে ‘বংবং’ নামে পরিচিত। তিনি গত মাসে প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হোন। তিনি আজ থেকে রদ্রিগো দুতার্তের স্থলাভিষিক্ত হবেন।
নতুন প্রেসিডেন্ট এক বক্তৃতায় বলেছেন, সকলের উপকার হয় এমন নীতির মাধ্যমে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন। তাঁকে নির্বাচিত করায় ফিলিপাইনের জনগণকে তিনি ধন্যবাদ জানান। এ ছাড়া তিনি তাঁর বাবার শাসনামলেরও প্রশংসা করেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর স্ত্রী লুইস আরানেতা মার্কোস, বোন ইমি, ৯২ বছর বয়সী মা ইমেলদা ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
প্রয়াত মার্কোস ১৯৬৫ সাল থেকে দুই দশক ফিলিপাইনের ক্ষমতায় ছিলেন। ১৯৮৬ সালে গণ-অভ্যুত্থানের মাধ্যমে তাঁর পতন হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি হাজার হাজার বিরোধীকে কারাগারে বন্দী করেছিলেন। তাঁর শাসনামলে অনেক মানুষ হত্যার শিকার হয়েছে এবং নিখোঁজ হয়েছে। তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে।
তবে মার্কোসের পরিবার এসব অভিযোগ অস্বীকার করেছে।
গত ৯ মে ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬ কোটি ৭০ লাখ ভোটার তাদের পছন্দের প্রেসিডেন্টকে বেছে নিতে ভোট দিয়েছেন।
ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হিসেবে আজ বৃহস্পতিবার শপথ নিয়েছেন ফার্দিনান্দ বংবং মার্কোস জুনিয়র। তিনি ফিলিপাইনের সাবেক এক নায়ক ফার্দিনান্দ মার্কোস ও তাঁর স্ত্রী সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের ছেলে। মার্কোসের ক্ষমতাচ্যুতির ৩৬ বছর পর আবার রাষ্ট্রক্ষমতায় এল মার্কোস পরিবার। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
৬৪ বছর বয়সী মার্কোস জুনিয়র নিজ দেশে ‘বংবং’ নামে পরিচিত। তিনি গত মাসে প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হোন। তিনি আজ থেকে রদ্রিগো দুতার্তের স্থলাভিষিক্ত হবেন।
নতুন প্রেসিডেন্ট এক বক্তৃতায় বলেছেন, সকলের উপকার হয় এমন নীতির মাধ্যমে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন। তাঁকে নির্বাচিত করায় ফিলিপাইনের জনগণকে তিনি ধন্যবাদ জানান। এ ছাড়া তিনি তাঁর বাবার শাসনামলেরও প্রশংসা করেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর স্ত্রী লুইস আরানেতা মার্কোস, বোন ইমি, ৯২ বছর বয়সী মা ইমেলদা ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
প্রয়াত মার্কোস ১৯৬৫ সাল থেকে দুই দশক ফিলিপাইনের ক্ষমতায় ছিলেন। ১৯৮৬ সালে গণ-অভ্যুত্থানের মাধ্যমে তাঁর পতন হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি হাজার হাজার বিরোধীকে কারাগারে বন্দী করেছিলেন। তাঁর শাসনামলে অনেক মানুষ হত্যার শিকার হয়েছে এবং নিখোঁজ হয়েছে। তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে।
তবে মার্কোসের পরিবার এসব অভিযোগ অস্বীকার করেছে।
গত ৯ মে ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬ কোটি ৭০ লাখ ভোটার তাদের পছন্দের প্রেসিডেন্টকে বেছে নিতে ভোট দিয়েছেন।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১২ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৬ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৯ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
২০ ঘণ্টা আগে