আফগানিস্তানের তালেবান সরকারের একটি প্রতিনিধিদল জাপান সফরে গিয়েছে। ২০২১ সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো এমন সফর বলে জানিয়েছে জাপানের বিভিন্ন গণমাধ্যম। তালেবান প্রতিনিধিরা মানবিক সহায়তা এবং সম্ভাব্য কূটনৈতিক সম্পর্ক নিয়ে জাপানি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
জাপানি সংবাদমাধ্যম আসাহি শিমবুন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, পররাষ্ট্র, শিক্ষা, অর্থনীতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল গতকাল রোববার জাপানে পৌঁছেছে। তারা আগামী এক সপ্তাহ ধরে বিভিন্ন আলোচনা ও বৈঠকে অংশ নেবে।
এই সফরকে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে নিজেদের চেষ্টার অংশ বলে উল্লেখ করেছেন তালেবান সরকারের অর্থ উপমন্ত্রী লতিফ নাজারি।
লতিফ নাজারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আমরা বিশ্বের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই, যাতে আফগানিস্তান শক্তিশালী, ঐক্যবদ্ধ, উন্নত এবং সমৃদ্ধশালী হতে পারে। আমরা আফগানিস্তানকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত করতে চাই।’
সাধারণত প্রতিবেশী দেশ বা আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গেই বেশি কূটনৈতিক যোগাযোগ রাখে তালেবান। এর অংশ হিসেবে তারা নিয়মিত মধ্য এশিয়া, রাশিয়া ও চীন সফর করে আফগানিস্তানের প্রতিনিধিদল। তবে ইউরোপের বাইরে অন্যান্য দেশে তালেবানের সফর খুবই বিরল। সবশেষ ২০২২ ও ২০২৩ সালে নরওয়েতে একটি কূটনৈতিক সম্মেলনে অংশ নিয়েছিল তারা।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর কাবুল থেকে কাতারে দূতাবাস স্থানান্তর করেছিল জাপান। তবে এর কিছুদিন পর তারা পুনরায় কাবুলে কার্যক্রম শুরু করে এবং কূটনৈতিক ও মানবিক সহায়তা সরবরাহ অব্যাহত রাখে।
এদিকে এই সফর এমন সময়ে হচ্ছে, যখন কাবুলে নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রণালয়ের সামনে এক আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আইএসআইএল। জাপানের দূতাবাস এই হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে লিখেছে, এই ধরনের সন্ত্রাসী হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
আফগানিস্তানের তালেবান সরকারের একটি প্রতিনিধিদল জাপান সফরে গিয়েছে। ২০২১ সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো এমন সফর বলে জানিয়েছে জাপানের বিভিন্ন গণমাধ্যম। তালেবান প্রতিনিধিরা মানবিক সহায়তা এবং সম্ভাব্য কূটনৈতিক সম্পর্ক নিয়ে জাপানি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
জাপানি সংবাদমাধ্যম আসাহি শিমবুন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, পররাষ্ট্র, শিক্ষা, অর্থনীতি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল গতকাল রোববার জাপানে পৌঁছেছে। তারা আগামী এক সপ্তাহ ধরে বিভিন্ন আলোচনা ও বৈঠকে অংশ নেবে।
এই সফরকে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে নিজেদের চেষ্টার অংশ বলে উল্লেখ করেছেন তালেবান সরকারের অর্থ উপমন্ত্রী লতিফ নাজারি।
লতিফ নাজারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আমরা বিশ্বের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই, যাতে আফগানিস্তান শক্তিশালী, ঐক্যবদ্ধ, উন্নত এবং সমৃদ্ধশালী হতে পারে। আমরা আফগানিস্তানকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত করতে চাই।’
সাধারণত প্রতিবেশী দেশ বা আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গেই বেশি কূটনৈতিক যোগাযোগ রাখে তালেবান। এর অংশ হিসেবে তারা নিয়মিত মধ্য এশিয়া, রাশিয়া ও চীন সফর করে আফগানিস্তানের প্রতিনিধিদল। তবে ইউরোপের বাইরে অন্যান্য দেশে তালেবানের সফর খুবই বিরল। সবশেষ ২০২২ ও ২০২৩ সালে নরওয়েতে একটি কূটনৈতিক সম্মেলনে অংশ নিয়েছিল তারা।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর কাবুল থেকে কাতারে দূতাবাস স্থানান্তর করেছিল জাপান। তবে এর কিছুদিন পর তারা পুনরায় কাবুলে কার্যক্রম শুরু করে এবং কূটনৈতিক ও মানবিক সহায়তা সরবরাহ অব্যাহত রাখে।
এদিকে এই সফর এমন সময়ে হচ্ছে, যখন কাবুলে নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রণালয়ের সামনে এক আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আইএসআইএল। জাপানের দূতাবাস এই হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে লিখেছে, এই ধরনের সন্ত্রাসী হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।
কানাডার ভোটাররা ২৮ এপ্রিল জাতীয় নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অনুপস্থিতিতে কানাডার দুটি প্রধান দল কনজারভেটিভ ও লিবারেল পার্টি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।
৬ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের ঘনিষ্ঠ সহযোগী চো রিয়ং-হে দেশটির সরকারের ভেতরে নিজস্ব একটি ক্ষমতার বলয় গড়ে তুলেছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংসদের গবেষণা শাখা ন্যাশনাল অ্যাসেম্বলি রিসার্চ সার্ভিস (এনএআরএস)। এই ক্ষমতা বৃদ্ধি ভবিষ্যতে কিমের একচ্ছত্র কর্তৃত্বের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা
৬ ঘণ্টা আগেএকটি ব্যতিক্রমধর্মী রাষ্ট্র গঠনের সম্ভাবনায় বিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলিমের মাঝে ‘বক্তাশি’ নামে একটি ক্ষুদ্র সুফি সম্প্রদায় সম্প্রতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন এক্সামিনার দাবি করেছে, আলবেনিয়ার রাজধানী তিরানায় বক্তাশিদের আধ্যাত্মিক সদর দপ্তরকে কেন্দ্র করে ওই স্বাধীন রাষ
৭ ঘণ্টা আগেআফগানিস্তানের তালেবানের ওপর ২১ বছরের বেশি সময় থাকা নিষেধাজ্ঞা স্থগিত করেছে রাশিয়ার সুপ্রিম কোর্ট। তালেবানকে রাশিয়া এর আগে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছিল। বিশ্লেষকেরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়া আফগানিস্তানের বর্তমান শাসকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে।
৮ ঘণ্টা আগে