Ajker Patrika

এভারেস্টে উঠতে গিয়ে মালয়েশিয়ান পুলিশের মৃত্যু, এই মৌসুমে মারা গেলেন ৯ জন

আপডেট : ২০ মে ২০২৩, ১২: ৩৭
এভারেস্টে উঠতে গিয়ে মালয়েশিয়ান পুলিশের মৃত্যু, এই মৌসুমে মারা গেলেন ৯ জন

মালয়েশিয়ান একজন পুলিশ সদস্য এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে মারা গেছেন গতকাল শুক্রবার বিকেলে। পাইওনিয়ার অ্যাডভেঞ্চারের পরিচালক নিভেশ কারকির সূত্রে নেপালি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টইমস জানিয়েছে, নিহত পর্বতারোহীর নাম এস্কান্দার বিন আমপান ইয়াকুব।

আমপান ইয়াকুব ৮৭৪৯ মিটার উচ্চতায় অবস্থিত সাউথ সামিটে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। কারকি আরও জানান, উদ্ধারকারীদের একটি দল তাঁকে নামিয়ে আনতে শুরু করে। ৪ নম্বর ক্যাম্পে নামানোর পথে তাঁর মৃত্যু হয়। এই মুহূর্তে সাউথ কোলে আছে তাঁর মৃতদেহ। এটি নিচের ক্যাম্পে নামানোর চেষ্টা চলছে।

এই মৌসুমে এভারেস্ট অভিযানে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে গত বৃহস্পতিবার জুয়েবিন চেন নামের ৫২ বছরের এক চীনা পর্বতারোহী এভারেস্টের চূড়ায় ওঠার পথে সাউথ সামিটের কাছে মৃত্যুবরণ করেন। এদিকে সুজানে লিওপোলদিনা নামের এক ভারতীয় নারী অভিযাত্রী, যিনি বেস ক্যাম্পে অসুস্থ হয়ে পড়েছিলেন, বৃহস্পতিবার সকালে মারা যান লুকলাতে। ভোর সোয়া পাঁচটার দিকে লুকলার হাসপাতালে চিকিৎসা চলাকালীন মারা যান তিনি।

এদিকে গত ১৭ মে সাউথ কোলে অসুস্থ হয়ে মারা যান মলদোভার পর্বতারোহী ভিকটর ব্রিনজা। ১৬ মে ৩ নম্বর ক্যাম্পের কাছে ইয়েলো ব্যান্ডে শেষ নিশ্বাস ত্যাগ করেন পূর্বা শেরপা। এদিকে ১ মে ক্যাম্প ২-এ মারা যান ৬৯ বছর বয়স্ক আমেরিকার চিকিৎসক জোনাথন সুগারম্যান।

এর আগে এপ্রিলের ১২ তারিখ বেস ক্যাম্পের ওপরে তুষারধসে চাপা পড়ে মারা যান দাওয়া তসেরি শেরপা, পেমবা তেনজিং শেরপা ও লাকপা রিতা শেরপা।

হিমালয়ান ডেটাবেইস ও নেপালের কর্মকর্তাদের সূত্রে জানা যায় ১৯৫৩ সালে স্যার এডমন্ড হিলারি ও শেরপা তেনজিং নোরগে প্রথমবার এভারেস্ট জয়ের পর এ পর্যন্ত ১১ হাজার বারের বেশি এভারেস্ট জয় হয়েছে। আর পৃথিবীর সর্বোচ্চ চূড়া জয়ের চেষ্টা করতে গিয়ে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৩২০ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত