ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০০ জন। বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলেছে, আজ সোমবার এ ভূমিকম্প হয়েছে।
পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরের স্থানীয় প্রশাসনের মুখপাত্র অ্যাডাম বলেছেন, ‘এখানে বহু মানুষ নিহত হয়েছেন। হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ তথ্য অনুযায়ী এ ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। সিয়াঞ্জুর থেকে ১০০ কিলোমিটার দূরের রাজধানী শহর জাকার্তাতেও কম্পন অনুভূত হয়েছে। সেখানে উঁচু ভবনগুলো থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ১ মিনিট কম্পন স্থায়ী হয়েছিল। এই সময়ের মধ্যেই অনেক অফিস ও আবাসিক ভবন থেকে অনেক মানুষ বেরিয়ে আসেন। কর্মকর্তারা বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এবং ‘আফটার শক’ হওয়ার আশঙ্কা প্রবল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অনেক ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিয়াঞ্জুর হাসপাতালের কর্মকর্তা হারমান সুহারম্যান স্থানীয় মেট্রো টিভিকে বলেছেন, ‘হাসপাতালে অন্তত ৩০০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেশির ভাগ মানুষ ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন। তাদের হাড়গোড় ভেঙে গেছে। উদ্ধারকর্মীরা এখনো কাজ করছেন। আটকে পড়াদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।’
এদিকে মায়াদিতা ওয়ালুয়ো নামের একজন আইনজীবী জাকার্তায় এএফপিকে বলেছেন, ‘আমি অফিসে কাজ করছিলাম। হঠাৎ বুঝতে পারি, আমার পায়ের তলে মেঝে কাঁপছে। কিছুক্ষণের মধ্যে কম্পন তীব্র হয়। কিছু সময় কম্পন স্থায়ী ছিলি।’
আহমেদ রিদওয়ান নামের একজন অফিসকর্মী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা যারা জাকার্তায় থাকি, তারা এসব ভূমিকম্পে অভ্যস্ত। কিন্তু কিছু মানুষ ভীষণ নার্ভাস হয়ে পড়েছিল। তাদের দেখে আমরাও আতঙ্কিত হয়ে পড়েছিলাম।’
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বলেছে, এর আগে গত ফেব্রুয়ারিতে পশ্চিম সুমাত্রা প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে ২৫ জন নিহত ও ৪৬০ জন আহত হয়েছিলেন। ২০২১ সালের জানুয়ারিতে পশ্চিম সুলাওয়েসি প্রদেশেও ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে শতাধিক নিহত হয়েছিলেন এবং ৬ হাজার ৫০০ জন আহত হয়েছিলেন।
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০০ জন। বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলেছে, আজ সোমবার এ ভূমিকম্প হয়েছে।
পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরের স্থানীয় প্রশাসনের মুখপাত্র অ্যাডাম বলেছেন, ‘এখানে বহু মানুষ নিহত হয়েছেন। হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ তথ্য অনুযায়ী এ ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার। সিয়াঞ্জুর থেকে ১০০ কিলোমিটার দূরের রাজধানী শহর জাকার্তাতেও কম্পন অনুভূত হয়েছে। সেখানে উঁচু ভবনগুলো থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে। প্রায় ১ মিনিট কম্পন স্থায়ী হয়েছিল। এই সময়ের মধ্যেই অনেক অফিস ও আবাসিক ভবন থেকে অনেক মানুষ বেরিয়ে আসেন। কর্মকর্তারা বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এবং ‘আফটার শক’ হওয়ার আশঙ্কা প্রবল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অনেক ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিয়াঞ্জুর হাসপাতালের কর্মকর্তা হারমান সুহারম্যান স্থানীয় মেট্রো টিভিকে বলেছেন, ‘হাসপাতালে অন্তত ৩০০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেশির ভাগ মানুষ ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন। তাদের হাড়গোড় ভেঙে গেছে। উদ্ধারকর্মীরা এখনো কাজ করছেন। আটকে পড়াদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।’
এদিকে মায়াদিতা ওয়ালুয়ো নামের একজন আইনজীবী জাকার্তায় এএফপিকে বলেছেন, ‘আমি অফিসে কাজ করছিলাম। হঠাৎ বুঝতে পারি, আমার পায়ের তলে মেঝে কাঁপছে। কিছুক্ষণের মধ্যে কম্পন তীব্র হয়। কিছু সময় কম্পন স্থায়ী ছিলি।’
আহমেদ রিদওয়ান নামের একজন অফিসকর্মী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা যারা জাকার্তায় থাকি, তারা এসব ভূমিকম্পে অভ্যস্ত। কিন্তু কিছু মানুষ ভীষণ নার্ভাস হয়ে পড়েছিল। তাদের দেখে আমরাও আতঙ্কিত হয়ে পড়েছিলাম।’
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বলেছে, এর আগে গত ফেব্রুয়ারিতে পশ্চিম সুমাত্রা প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে ২৫ জন নিহত ও ৪৬০ জন আহত হয়েছিলেন। ২০২১ সালের জানুয়ারিতে পশ্চিম সুলাওয়েসি প্রদেশেও ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে শতাধিক নিহত হয়েছিলেন এবং ৬ হাজার ৫০০ জন আহত হয়েছিলেন।
শান্তির বার্তা দিয়ে নির্বাচনী প্রচারণা মাতিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরাক ও আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আর্থিক ও প্রাণের ক্ষয়ক্ষতির কথা বারবার উল্লেখ করে পূর্ববর্তী সরকারগুলোকে খোঁচা দিয়েছেন। ক্ষমতার গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন, গাজায় শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্য স
১৪ মিনিট আগেরাশিয়া-ভারত-চীন (আরআইসি) এর মধ্যে ত্রিপক্ষীয় সংলাপ পশ্চিমা আধিপত্যের ভারসাম্য রক্ষায় একটি ত্রিপক্ষীয় ইউরেশীয় শক্তি তৈরি করার আশা করা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মন্তব্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের কয়েক মাস পর এল। লাভরভ বলেছিলেন, এই জোটের কাজ পুনরায় শুরু করা উচিত।
১ ঘণ্টা আগেতিনি ইতিহাসের দিকে ইঙ্গিত করে বলেন, ‘পশ্চিমা দেশগুলো যুগের পর যুগ ধরে রাশিয়ার প্রতি অবিশ্বাস ও শত্রুতার মনোভাব পোষণ করে এসেছে। পিটার দা গ্রেটের আমল থেকেই তারা রাশিয়াকে ইউরোপীয় পরিবারে উপযুক্তভাবে স্থান দিতে চায়নি। বরং একে দুর্বল করে রাখার জন্য নানা ষড়যন্ত্র করেছে।’
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ফ্লোরিডার তরুণ উদ্যোক্তা ও আইসক্রিম দোকানের মালিক ছিলেন ২০ বছর বয়সী সাইফোল্লাহ মুসাল্লেত। সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। তাঁর শোকবিহ্বল পরিবারের আশা—এই তরুণ যেন ‘শুধু আরেকটি সংখ্যা’ হয়ে হারিয়ে না যান।
১২ ঘণ্টা আগে