Ajker Patrika

সব প্রস্তুতি সম্পন্ন, শিগগিরই হবে সরকার ঘোষণা: তালেবান 

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১২: ২৮
সব প্রস্তুতি সম্পন্ন, শিগগিরই হবে সরকার ঘোষণা: তালেবান 

শিগগিরই আফগানিস্তানের নতুন সরকার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দেশটির বর্তমান শাসকগোষ্ঠী তালেবানের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকি। আজ মঙ্গলবার রাশিয়াভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম স্পুতনিকের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

তালেবানের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকি বলেন, নতুন সরকার গঠনের জন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে। শিগগিরই সরকার ঘোষণা করা হবে। 

এর আগে তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানের নতুন সরকার গঠনের সিদ্ধান্তের প্রক্রিয়া শেষ হয়েছে। 

এদিকে কাবুলের উত্তরাঞ্চলের ছোট্ট প্রদেশ পাঞ্জশির দখলে নিয়েছে তালেবান। এর মধ্য দিয়ে পুরো আফগানিস্তান তাদের দখলে এল। তবে তালেবানবিরোধীরা ন্যাশনাল রেজিসটেন্স ফোর্স এ দাবি প্রত্যাখ্যান করেছে। 

গত রোববার তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করতে চায় তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত