অনলাইন ডেস্ক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীনা কর্মকর্তাদের সঙ্গে দুই দিনের সফরের প্রথম দিন শেষ করেছেন। বেইজিংয়ে গতকাল রোববারের দুই দেশের কূটনীতিকেরা খুব সরাসরি এবং স্পষ্টভাবে বিরোধের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। এ সময় দুই দেশের নেতারা বিভিন্ন বিষয়েই সূক্ষ্ম মতবিরোধ করেছেন। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা গতকাল রোববার রাতে এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়ে বলেন, চীনের সঙ্গে পুনরায় কূটনৈতিক সুসম্পর্ক গড়ে তুলতে যুক্তরাষ্ট্র এগিয়ে যাচ্ছে। এটি এখন প্রথম ধাপে রয়েছে। সামনে আরও আলোচনার দ্বার উন্মোচন করতে কাজ করছে।
রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গাংয়ের সঙ্গে ৮ ঘণ্টা বৈঠক করেছেন, যা শিডিউলের চেয়ে ১ ঘণ্টা বেশি ছিল। গত কয়েক মাসের বরফ-শীতল সম্পর্কের মাথায় এই বৈঠক পরিস্থিতিকে কিছুটা স্বাভাবিক করবে। তবে যুক্তরাষ্ট্রের এ সফরে তেমন কিছু অর্জনের প্রতাশা নেই বলে ধারণা করছেন অনেকেই।
এদিকে আজ সোমবার আবার বৈঠকে বসেছেন ব্লিঙ্কেন ও চীনের কমিউনিস্ট পার্টির বৈদেশিক মিশনের প্রধান ওয়াং। মিটিং শুরুর আগে তাঁরা নীরবেই করমর্দন করে কক্ষে প্রবেশ করেন। তবে ব্লিঙ্কেনের এই সফরে চীনের কূটনৈতিক নেতাদের বেশ উৎফুল্ল দেখা গেছে প্রথম দিন থেকেই। আজকের আলোচনায় বিশেষ বিষয়ে গুরত্ব দেওয়ার কথা রয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গাং কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফর করার কথা রয়েছে। তবে এই সফরে তিনি দুই দেশের মধ্যে আরও বাণিজ্যিক ফ্লাইট চালুর বিষয় নিয়ে কথা বলবেন, ভূ-রাজনীতি নয়।
চীন সরকারের সাবেক সিনিয়র উপদেষ্টা এবং বর্তমানে চীন ও বিশ্বায়ন কেন্দ্রের প্রধান ওয়াং হুইয়াও বলেন, ‘আমি মনে করি না যে সোনালি অতীতে ফিরে যাওয়া সম্ভব। তবে আমরা সম্ভবত এক নতুন স্বাভাবিক দুনিয়ায় প্রবেশ করেছি। যেখানে উভয় দেশ একে অপরকে পরিবর্তনের চেষ্টা করে না। বরং শান্তিপূর্ণ সহাবস্থানের উপায় খুঁজে বের করে।’
এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ওয়াশিংটনের সঙ্গে ১৯৭৯ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এটিই সর্বনিম্ন পর্যায়ে বলে বর্ণনা করেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীনা কর্মকর্তাদের সঙ্গে দুই দিনের সফরের প্রথম দিন শেষ করেছেন। বেইজিংয়ে গতকাল রোববারের দুই দেশের কূটনীতিকেরা খুব সরাসরি এবং স্পষ্টভাবে বিরোধের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। এ সময় দুই দেশের নেতারা বিভিন্ন বিষয়েই সূক্ষ্ম মতবিরোধ করেছেন। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা গতকাল রোববার রাতে এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়ে বলেন, চীনের সঙ্গে পুনরায় কূটনৈতিক সুসম্পর্ক গড়ে তুলতে যুক্তরাষ্ট্র এগিয়ে যাচ্ছে। এটি এখন প্রথম ধাপে রয়েছে। সামনে আরও আলোচনার দ্বার উন্মোচন করতে কাজ করছে।
রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গাংয়ের সঙ্গে ৮ ঘণ্টা বৈঠক করেছেন, যা শিডিউলের চেয়ে ১ ঘণ্টা বেশি ছিল। গত কয়েক মাসের বরফ-শীতল সম্পর্কের মাথায় এই বৈঠক পরিস্থিতিকে কিছুটা স্বাভাবিক করবে। তবে যুক্তরাষ্ট্রের এ সফরে তেমন কিছু অর্জনের প্রতাশা নেই বলে ধারণা করছেন অনেকেই।
এদিকে আজ সোমবার আবার বৈঠকে বসেছেন ব্লিঙ্কেন ও চীনের কমিউনিস্ট পার্টির বৈদেশিক মিশনের প্রধান ওয়াং। মিটিং শুরুর আগে তাঁরা নীরবেই করমর্দন করে কক্ষে প্রবেশ করেন। তবে ব্লিঙ্কেনের এই সফরে চীনের কূটনৈতিক নেতাদের বেশ উৎফুল্ল দেখা গেছে প্রথম দিন থেকেই। আজকের আলোচনায় বিশেষ বিষয়ে গুরত্ব দেওয়ার কথা রয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গাং কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফর করার কথা রয়েছে। তবে এই সফরে তিনি দুই দেশের মধ্যে আরও বাণিজ্যিক ফ্লাইট চালুর বিষয় নিয়ে কথা বলবেন, ভূ-রাজনীতি নয়।
চীন সরকারের সাবেক সিনিয়র উপদেষ্টা এবং বর্তমানে চীন ও বিশ্বায়ন কেন্দ্রের প্রধান ওয়াং হুইয়াও বলেন, ‘আমি মনে করি না যে সোনালি অতীতে ফিরে যাওয়া সম্ভব। তবে আমরা সম্ভবত এক নতুন স্বাভাবিক দুনিয়ায় প্রবেশ করেছি। যেখানে উভয় দেশ একে অপরকে পরিবর্তনের চেষ্টা করে না। বরং শান্তিপূর্ণ সহাবস্থানের উপায় খুঁজে বের করে।’
এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ওয়াশিংটনের সঙ্গে ১৯৭৯ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এটিই সর্বনিম্ন পর্যায়ে বলে বর্ণনা করেছেন।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
৩১ মিনিট আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
৪ ঘণ্টা আগেআফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
৬ ঘণ্টা আগে