মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীনা কর্মকর্তাদের সঙ্গে দুই দিনের সফরের প্রথম দিন শেষ করেছেন। বেইজিংয়ে গতকাল রোববারের দুই দেশের কূটনীতিকেরা খুব সরাসরি এবং স্পষ্টভাবে বিরোধের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। এ সময় দুই দেশের নেতারা বিভিন্ন বিষয়েই সূক্ষ্ম মতবিরোধ করেছেন। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা গতকাল রোববার রাতে এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়ে বলেন, চীনের সঙ্গে পুনরায় কূটনৈতিক সুসম্পর্ক গড়ে তুলতে যুক্তরাষ্ট্র এগিয়ে যাচ্ছে। এটি এখন প্রথম ধাপে রয়েছে। সামনে আরও আলোচনার দ্বার উন্মোচন করতে কাজ করছে।
রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গাংয়ের সঙ্গে ৮ ঘণ্টা বৈঠক করেছেন, যা শিডিউলের চেয়ে ১ ঘণ্টা বেশি ছিল। গত কয়েক মাসের বরফ-শীতল সম্পর্কের মাথায় এই বৈঠক পরিস্থিতিকে কিছুটা স্বাভাবিক করবে। তবে যুক্তরাষ্ট্রের এ সফরে তেমন কিছু অর্জনের প্রতাশা নেই বলে ধারণা করছেন অনেকেই।
এদিকে আজ সোমবার আবার বৈঠকে বসেছেন ব্লিঙ্কেন ও চীনের কমিউনিস্ট পার্টির বৈদেশিক মিশনের প্রধান ওয়াং। মিটিং শুরুর আগে তাঁরা নীরবেই করমর্দন করে কক্ষে প্রবেশ করেন। তবে ব্লিঙ্কেনের এই সফরে চীনের কূটনৈতিক নেতাদের বেশ উৎফুল্ল দেখা গেছে প্রথম দিন থেকেই। আজকের আলোচনায় বিশেষ বিষয়ে গুরত্ব দেওয়ার কথা রয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গাং কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফর করার কথা রয়েছে। তবে এই সফরে তিনি দুই দেশের মধ্যে আরও বাণিজ্যিক ফ্লাইট চালুর বিষয় নিয়ে কথা বলবেন, ভূ-রাজনীতি নয়।
চীন সরকারের সাবেক সিনিয়র উপদেষ্টা এবং বর্তমানে চীন ও বিশ্বায়ন কেন্দ্রের প্রধান ওয়াং হুইয়াও বলেন, ‘আমি মনে করি না যে সোনালি অতীতে ফিরে যাওয়া সম্ভব। তবে আমরা সম্ভবত এক নতুন স্বাভাবিক দুনিয়ায় প্রবেশ করেছি। যেখানে উভয় দেশ একে অপরকে পরিবর্তনের চেষ্টা করে না। বরং শান্তিপূর্ণ সহাবস্থানের উপায় খুঁজে বের করে।’
এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ওয়াশিংটনের সঙ্গে ১৯৭৯ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এটিই সর্বনিম্ন পর্যায়ে বলে বর্ণনা করেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীনা কর্মকর্তাদের সঙ্গে দুই দিনের সফরের প্রথম দিন শেষ করেছেন। বেইজিংয়ে গতকাল রোববারের দুই দেশের কূটনীতিকেরা খুব সরাসরি এবং স্পষ্টভাবে বিরোধের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। এ সময় দুই দেশের নেতারা বিভিন্ন বিষয়েই সূক্ষ্ম মতবিরোধ করেছেন। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা গতকাল রোববার রাতে এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়ে বলেন, চীনের সঙ্গে পুনরায় কূটনৈতিক সুসম্পর্ক গড়ে তুলতে যুক্তরাষ্ট্র এগিয়ে যাচ্ছে। এটি এখন প্রথম ধাপে রয়েছে। সামনে আরও আলোচনার দ্বার উন্মোচন করতে কাজ করছে।
রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গাংয়ের সঙ্গে ৮ ঘণ্টা বৈঠক করেছেন, যা শিডিউলের চেয়ে ১ ঘণ্টা বেশি ছিল। গত কয়েক মাসের বরফ-শীতল সম্পর্কের মাথায় এই বৈঠক পরিস্থিতিকে কিছুটা স্বাভাবিক করবে। তবে যুক্তরাষ্ট্রের এ সফরে তেমন কিছু অর্জনের প্রতাশা নেই বলে ধারণা করছেন অনেকেই।
এদিকে আজ সোমবার আবার বৈঠকে বসেছেন ব্লিঙ্কেন ও চীনের কমিউনিস্ট পার্টির বৈদেশিক মিশনের প্রধান ওয়াং। মিটিং শুরুর আগে তাঁরা নীরবেই করমর্দন করে কক্ষে প্রবেশ করেন। তবে ব্লিঙ্কেনের এই সফরে চীনের কূটনৈতিক নেতাদের বেশ উৎফুল্ল দেখা গেছে প্রথম দিন থেকেই। আজকের আলোচনায় বিশেষ বিষয়ে গুরত্ব দেওয়ার কথা রয়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গাং কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফর করার কথা রয়েছে। তবে এই সফরে তিনি দুই দেশের মধ্যে আরও বাণিজ্যিক ফ্লাইট চালুর বিষয় নিয়ে কথা বলবেন, ভূ-রাজনীতি নয়।
চীন সরকারের সাবেক সিনিয়র উপদেষ্টা এবং বর্তমানে চীন ও বিশ্বায়ন কেন্দ্রের প্রধান ওয়াং হুইয়াও বলেন, ‘আমি মনে করি না যে সোনালি অতীতে ফিরে যাওয়া সম্ভব। তবে আমরা সম্ভবত এক নতুন স্বাভাবিক দুনিয়ায় প্রবেশ করেছি। যেখানে উভয় দেশ একে অপরকে পরিবর্তনের চেষ্টা করে না। বরং শান্তিপূর্ণ সহাবস্থানের উপায় খুঁজে বের করে।’
এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ওয়াশিংটনের সঙ্গে ১৯৭৯ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এটিই সর্বনিম্ন পর্যায়ে বলে বর্ণনা করেছেন।
আজ থেকে ৪৪ বছর আগে ১৯৮১ সালের ২৯ জুলাই সেন্ট পল’স ক্যাথেড্রালে প্রিন্স চার্লসকে (বর্তমান ব্রিটিশ রাজা) বিয়ে করেছিলেন প্রিন্সেস ডায়ানা। রাজকীয় পোশাক ও ২৫ ফুট লম্বা ট্রেন ছাপিয়ে সেদিন সবার নজর কেড়ে নেয় ডায়ানার মাথার ঝলমলে টায়রা।
৫ ঘণ্টা আগেএই ইস্যুতে আজ মঙ্গলবার গ্রীষ্মকালীন ছুটি ভেঙে জরুরি মন্ত্রিসভা বৈঠক ডাকেন স্টারমার। বৈঠকে ইউরোপীয় নেতাদের সঙ্গে যৌথভাবে গৃহীত নতুন শান্তি পরিকল্পনা ও গাজার ২২ লাখ মানুষের জন্য মানবিক সহায়তা আরও কীভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়।
৬ ঘণ্টা আগেপপ তারকা ক্যাটি পেরির সঙ্গে মন্ট্রিয়েলের একটি বিলাসবহুল রেস্তোরাঁয় ডিনার ডেটে দেখা গেছে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। মার্কিন ট্যাবলয়েড টিএমজেড মঙ্গলবার রাতে চাঞ্চল্যকর এই খবর প্রকাশ করেছে।
৭ ঘণ্টা আগেসব ধরনের বিবাহের জন্য ডেনমার্ক ইউরোপের অন্যান্য অনেক দেশের মতো নয়। তারা জন্মসনদ বা অবিবাহিত থাকার প্রমাণ চায় না। ডেনমার্কে বিয়ের জন্য শুধু একটি সার্টিফিকেট দরকার হয়। এটি পেলে চার মাসের মধ্যে ডেনমার্ক সরকার বিয়ের অনুমতি দেয়। কিছু ক্ষেত্রে, যদি ডিভোর্সের কাগজপত্র পরিষ্কার না হয়, তবে কর্মকর্তারা একটি
৮ ঘণ্টা আগে