সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে তিনটি তেলবাহী ট্রাক বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন ছয়জন। স্থানীয় সময় সোমবার আবুধাবির শিল্প এলাকা মুসাফফাহে সন্দেহভাজন ড্রোন ও মিসাইল হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন ভারতীয় এবং একজন পাকিস্তানি।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠী হুতি এই হামলার দায় স্বীকার করেছে। তাদের এক মুখপাত্র জানিয়েছেন, তারা সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রস্থলে হামলা চালিয়েছে।
আবুধাবির পুলিশ বিভাগ এক বিবৃতিতে হামলার ফলে ‘উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি’ হয়নি উল্লেখ করে বলেছে, ‘প্রাথমিক তদন্তে বিধ্বস্ত বিমানের টুকরা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সেগুলো কোনো ড্রোনের ধ্বংসাবশেষ। এবং এটিই বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের কারণ হতে পারে।’
উল্লেখ্য, ইউএই সৌদি নেতৃত্বাধীন জোটের অন্যতম অংশীদার। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইরানের মদদপুষ্ট। তারা দীর্ঘদিন ধরেই ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটকে প্রতিহত করে আসছে।
এই হামলার ফলে ইরান ও ইউএইর মধ্যকার সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা বিশ্লেষকদের।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি বিষয়ক আলোচনা ফের শুরু নিয়ে তোড়জোড় চলছে। এই সময়ে ইউএইর ওপর হুতি গোষ্ঠীর এই ড্রোন হামলা নতুন করে সংকট তৈরি করতে পারে। এটি ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুতিদের চলমান যুদ্ধকে আরও তীব্র করবে।
প্রসঙ্গত, ইয়েমেন সৌদি জোটের অংশ ইউএই। তারা ইয়েমেনের স্থানীয় নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে আসছে। সম্প্রতি তাদের প্রশিক্ষিত একটি দল যুদ্ধের ময়দানে প্রবেশ করেছে। ইউএইতে এ হামলা তারই প্রত্যুত্তর বলে মনে করা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে তিনটি তেলবাহী ট্রাক বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন ছয়জন। স্থানীয় সময় সোমবার আবুধাবির শিল্প এলাকা মুসাফফাহে সন্দেহভাজন ড্রোন ও মিসাইল হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন ভারতীয় এবং একজন পাকিস্তানি।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠী হুতি এই হামলার দায় স্বীকার করেছে। তাদের এক মুখপাত্র জানিয়েছেন, তারা সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রস্থলে হামলা চালিয়েছে।
আবুধাবির পুলিশ বিভাগ এক বিবৃতিতে হামলার ফলে ‘উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি’ হয়নি উল্লেখ করে বলেছে, ‘প্রাথমিক তদন্তে বিধ্বস্ত বিমানের টুকরা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সেগুলো কোনো ড্রোনের ধ্বংসাবশেষ। এবং এটিই বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের কারণ হতে পারে।’
উল্লেখ্য, ইউএই সৌদি নেতৃত্বাধীন জোটের অন্যতম অংশীদার। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইরানের মদদপুষ্ট। তারা দীর্ঘদিন ধরেই ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটকে প্রতিহত করে আসছে।
এই হামলার ফলে ইরান ও ইউএইর মধ্যকার সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা বিশ্লেষকদের।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি বিষয়ক আলোচনা ফের শুরু নিয়ে তোড়জোড় চলছে। এই সময়ে ইউএইর ওপর হুতি গোষ্ঠীর এই ড্রোন হামলা নতুন করে সংকট তৈরি করতে পারে। এটি ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুতিদের চলমান যুদ্ধকে আরও তীব্র করবে।
প্রসঙ্গত, ইয়েমেন সৌদি জোটের অংশ ইউএই। তারা ইয়েমেনের স্থানীয় নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে আসছে। সম্প্রতি তাদের প্রশিক্ষিত একটি দল যুদ্ধের ময়দানে প্রবেশ করেছে। ইউএইতে এ হামলা তারই প্রত্যুত্তর বলে মনে করা হচ্ছে।
এটাই সফলভাবে জন্ম নেওয়া কোনো শিশুর সবচেয়ে বেশি সময় ধরে হিমায়িত ভ্রূণ হিসেবে থাকার রেকর্ড। এর আগে ১৯৯২ সালে হিমায়িত হওয়া একটি ভ্রূণ থেকে ২০২২ সালে জন্ম নেওয়া যমজ শিশুরাই ছিল এই রেকর্ডের ধারক।
১১ ঘণ্টা আগেমৃত্যুর সময় আদেলের শরীর ছিল শীর্ণ, পেট ছিল ভেতরের দিকে ঢোকানো, হাড়গুলো বেরিয়ে এসেছিল আর মুখ ছিল ফ্যাকাশে। তাঁর এই দুর্বল দেহ গাজার ফিলিস্তিনিদের ওপর চলা ক্ষুধার যুদ্ধের এক করুণ সাক্ষী। ইসরায়েলের অবিরাম হামলার কারণে সেখানে হাসপাতালগুলোতে চিকিৎসা ও মানবিক সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়েছে।
১২ ঘণ্টা আগেসম্প্রতি দেশটির সরকার ভিসা প্রক্রিয়া সহজ করার ঘোষণা দেওয়ায় আশাবাদী হচ্ছেন ভ্রমণপ্রেমীরা। তবে গত এপ্রিলে নতুন নিয়মের ঘোষণা এলেও এখনো এটি বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
১৩ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় বড়দিন উদ্যাপিত হয় বছরে দুবার। একবার ডিসেম্বরের প্রচলিত দিনে, আরও একবার দেশটির শীতের মাস জুলাইয়ে। ‘ক্রিসমাস ইন জুলাই’ এখন শুধু একটি ট্রেন্ড নয়, এটি অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় ঐতিহ্যে পরিণত হয়েছে।
১৪ ঘণ্টা আগে