অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে তিনটি তেলবাহী ট্রাক বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন ছয়জন। স্থানীয় সময় সোমবার আবুধাবির শিল্প এলাকা মুসাফফাহে সন্দেহভাজন ড্রোন ও মিসাইল হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন ভারতীয় এবং একজন পাকিস্তানি।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠী হুতি এই হামলার দায় স্বীকার করেছে। তাদের এক মুখপাত্র জানিয়েছেন, তারা সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রস্থলে হামলা চালিয়েছে।
আবুধাবির পুলিশ বিভাগ এক বিবৃতিতে হামলার ফলে ‘উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি’ হয়নি উল্লেখ করে বলেছে, ‘প্রাথমিক তদন্তে বিধ্বস্ত বিমানের টুকরা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সেগুলো কোনো ড্রোনের ধ্বংসাবশেষ। এবং এটিই বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের কারণ হতে পারে।’
উল্লেখ্য, ইউএই সৌদি নেতৃত্বাধীন জোটের অন্যতম অংশীদার। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইরানের মদদপুষ্ট। তারা দীর্ঘদিন ধরেই ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটকে প্রতিহত করে আসছে।
এই হামলার ফলে ইরান ও ইউএইর মধ্যকার সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা বিশ্লেষকদের।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি বিষয়ক আলোচনা ফের শুরু নিয়ে তোড়জোড় চলছে। এই সময়ে ইউএইর ওপর হুতি গোষ্ঠীর এই ড্রোন হামলা নতুন করে সংকট তৈরি করতে পারে। এটি ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুতিদের চলমান যুদ্ধকে আরও তীব্র করবে।
প্রসঙ্গত, ইয়েমেন সৌদি জোটের অংশ ইউএই। তারা ইয়েমেনের স্থানীয় নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে আসছে। সম্প্রতি তাদের প্রশিক্ষিত একটি দল যুদ্ধের ময়দানে প্রবেশ করেছে। ইউএইতে এ হামলা তারই প্রত্যুত্তর বলে মনে করা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে তিনটি তেলবাহী ট্রাক বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন ছয়জন। স্থানীয় সময় সোমবার আবুধাবির শিল্প এলাকা মুসাফফাহে সন্দেহভাজন ড্রোন ও মিসাইল হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন ভারতীয় এবং একজন পাকিস্তানি।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠী হুতি এই হামলার দায় স্বীকার করেছে। তাদের এক মুখপাত্র জানিয়েছেন, তারা সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রস্থলে হামলা চালিয়েছে।
আবুধাবির পুলিশ বিভাগ এক বিবৃতিতে হামলার ফলে ‘উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি’ হয়নি উল্লেখ করে বলেছে, ‘প্রাথমিক তদন্তে বিধ্বস্ত বিমানের টুকরা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সেগুলো কোনো ড্রোনের ধ্বংসাবশেষ। এবং এটিই বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের কারণ হতে পারে।’
উল্লেখ্য, ইউএই সৌদি নেতৃত্বাধীন জোটের অন্যতম অংশীদার। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইরানের মদদপুষ্ট। তারা দীর্ঘদিন ধরেই ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটকে প্রতিহত করে আসছে।
এই হামলার ফলে ইরান ও ইউএইর মধ্যকার সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা বিশ্লেষকদের।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি বিষয়ক আলোচনা ফের শুরু নিয়ে তোড়জোড় চলছে। এই সময়ে ইউএইর ওপর হুতি গোষ্ঠীর এই ড্রোন হামলা নতুন করে সংকট তৈরি করতে পারে। এটি ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে হুতিদের চলমান যুদ্ধকে আরও তীব্র করবে।
প্রসঙ্গত, ইয়েমেন সৌদি জোটের অংশ ইউএই। তারা ইয়েমেনের স্থানীয় নাগরিকদের প্রশিক্ষণ দিয়ে আসছে। সম্প্রতি তাদের প্রশিক্ষিত একটি দল যুদ্ধের ময়দানে প্রবেশ করেছে। ইউএইতে এ হামলা তারই প্রত্যুত্তর বলে মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল এইডের (ইউএসএআইডি) অফিশিয়াল ওয়েবসাইটও এবার বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চেষ্টা করেও ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি। এমনকি ইউএসএআইডির এক্স অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যায়নি। ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের প
২৫ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েই মিত্র ইলন মাস্ককে দেশটির সরকারি কর্মদক্ষতা বিভাগের (ডিওজিই) দায়িত্ব দেন। ট্রাম্প ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর মাস্কও তাঁর কাজ শুরু করে দেন। এবারে তিনি মার্কিন ট্রেজারি বিভাগ তথা অর্থ মন্ত্রণালয়ের অর্থ লে
১ ঘণ্টা আগেসার্বিয়ায় একটি রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ব্যাপক প্রাণহানির পর শুরু হওয়া ছাত্র আন্দোলন আরও বড় আকার ধারণ করেছে। সরকারের অদক্ষতা ও দুর্নীতির বিরুদ্ধে এ আন্দোলনে চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিচ। পরিস্থিতি স্বাভাবিক করতে দেশটির প্রধানমন্ত্রী মিলোশ ভুচেভিচ পদত্যাগ করলেও এই আন্দোলন দমেনি।
৪ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে ভারতের সবচেয়ে বড় ধর্মীয় সমাগম মহাকুম্ভ থেকে ফেরার পথে জিপ উল্টে ৫ জন নেপালি নাগরিক নিহত হয়েছেন। ওই গাড়িতে থাকা আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে মোটরসাইকেল স্ট্যানাদের পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি
৫ ঘণ্টা আগে