Ajker Patrika

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার প্রস্তাব নাকচ করলেন শারদ পাওয়ার

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার প্রস্তাব নাকচ করলেন শারদ পাওয়ার

ভারতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সম্মিলিত বিরোধীদের প্রার্থী হবেন না শারদ পাওয়ার। ভারতের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি–এনসিপির সভাপতি শারদ পাওয়ারের নির্বাচনে প্রার্থী না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মঙ্গলবার ইয়েচুরি সংবাদমাধ্যমকে এই তথ্য জানান। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার শারদ পাওয়ার দিল্লিতে ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ডি রাজা, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির নেতা প্রফুল প্যাটেল, পিসি চাক্কু এবং ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে পাওয়ার নিজে প্রার্থী না হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

ইয়েচুরি বলেছেন, ‘আমাকে জানানো হয়েছে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য শারদ পাওয়ার বিরোধীদের প্রার্থী হবেন না। অন্যান্য নামগুলো বিবেচনায় রয়েছে।’ 

শারদ পাওয়ারের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, পাওয়ার তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের এই পর্যায়ে এসে এমন কোনো প্রতিদ্বন্দ্বিতায় জড়াতে চান না যেখানে জয়ের সামান্যতম কোনো সম্ভাবনা নেই। 

এর আগে, এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছিল—ভারতের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি–বিজেপির বিরোধী দলগুলো। প্রার্থী বাছাই নিয়ে দেন–দরবার চলছে দলগুলোর মধ্যে। তখনই বিজেপি বিরোধী শিবির থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ওঠে আসে শারদ পাওয়ারের নাম। দলের সাবেক এই নেতাকে সমর্থন দেওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল কংগ্রেসের তরফ থেকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত