Ajker Patrika

জেলেনস্কির সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট সি

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১২: ১০
জেলেনস্কির সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট সি

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন। ফরাসি প্রেসিডেন্ট চীন সফরে এসে ইউক্রেনে আগ্রাসনের বিষয়ে রাশিয়ার সঙ্গে বেইজিংকে কথা বলার অনুরোধের পর সি এই ইচ্ছা প্রকাশ করেন। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন দের লিয়েন যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।   

কাছ থেকে করা ভিডিওতে দেখা গেছে, ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন দের লিয়েন ও ইমানুয়েল মাখোঁ চীনা প্রেসিডেন্ট সির সঙ্গে দেখা করেছেন। সেখানে মাখোঁ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পশ্চিমকে অবশ্যই চীনের সঙ্গে কাজ করতে হবে। 

রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব থামাতে সি চিন পিংকে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে বিবেচনা করা হলেও পশ্চিম এ পর্যন্ত চীনকে রাশিয়ার সমর্থক হিসেবেই দেখেছে। তবে সি এবার মস্কো এবং কিয়েভ শিগগির শান্তি আলোচনায় বসতে পারে বলে আশা প্রকাশ করেছেন। 

উরসুলা ভন দের লিয়েন বলেছেন, ‘এটা খুবই স্বস্তির যে সি চিন পিং জেলেনস্কির সঙ্গে কথা বলার আশা প্রকাশ করেছেন। উপযুক্ত শর্ত ও সময় এলেই সি জেলেনস্কির সঙ্গে কথা বলবেন।’ তবে সি আলোচনা শেষে জেলেনস্কির সঙ্গে তাঁর সংলাপ হবে কি না, সে সম্পর্কে কিছু বলেননি। 

এদিকে জেলেনস্কি শুরু থেকেই সি চিন পিংয়ের সঙ্গে সংলাপের ব্যাপারে কথা বলে আসছেন। গত মাসে সির মস্কো সফরের পরও তিনি সংলাপের জন্য আহ্বান করেছেন। ফরাসি একটি কূটনৈতিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, সি জেলেনস্কিকে ফোনকল দেওয়ার জন্য প্রস্তুত। 

দ্বিপক্ষীয় আলোচনা শুরুর আগে চীনের গ্রেট হলের বাইরে সি চিন পিংকে ফরাসি প্রেসিডন্ট বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বৈশ্বিক স্থিতিশীলতা বিনষ্ট করেছে।’ পরে তাঁরা আরও ৯০ মিনিট আলোচনা করেছেন। মাখোঁ আরও বলেন, ‘আমি আস্থা রাখি যে আপনি রাশিয়ার হিতাহিত জ্ঞান ফেরানো এবং সবাইকে আলোচনা টেবিলে নিয়ে আসতে পারবেন।’ 

ফরাসি কূটনৈতিক সূত্র আরও জানিয়েছে, রাশিয়াকে অস্ত্রসহায়তা দেওয়া থেকে বিরত থাকতেও মাখোঁ সিকে অনুরোধ করেছেন। এ সময় সি বলেন, যুদ্ধটা তাঁর নয়। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে চীন ফ্রান্সের সঙ্গে এক হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত