Ajker Patrika

প্রথম নারী হিসেবে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ফরম তুললেন জোহরা ইলাহিয়ান

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ জুন ২০২৪, ২৩: ৩১
Thumbnail image

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির নির্বাহীর পদ শূন্য হয়। আর সেই পদ পূরণ করতেই ২৮ জুন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে লড়তে মনোনয়ন ফরম তুলেছেন জোহরা ইলাহিয়ান। ইরানের সর্বোচ্চ নীতিনির্ধারণী অভিভাবক পরিষদ অনুমতি দিলে তিনিই হতে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে যাওয়া প্রথম নারী। 

ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, জোহরা ইলাহিয়ান আজ রোববার তাঁর মনোনয়ন ফরম তোলেন। ৫৭ বছর বয়সী এই নারী ইরানের সাবেক আইনপ্রণেতা এবং পেশায় চিকিৎসক। তিনি ইরানের পার্লামেন্টের সদস্য ছিলেন। এ সময় তিনি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতিবিষয়ক কমিটির সদস্যও ছিলেন। 

দুবার ইরানের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়া এই নারী রাজনীতিবিদও কট্টরপন্থী ঘরানার। আজ মনোনয়ন ফরম তোলার পর তাঁর সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ‘সুস্থ সরকার, সুস্থ অর্থনীতি এবং সুস্থ সমাজ—হলো আমার নির্বাচনী লক্ষ্য।’ এ সময় তিনি দুর্নীতির বিরুদ্ধেও লড়াইয়ের ঘোষণা দেন। 

অন্য কট্টরপন্থীদের মতো ইলাহিয়ান বাধ্যতামূলক হিজাবের নিয়ম সমর্থন করেন। গত মার্চ মাসে কানাডা ‘নারী, জীবন ও স্বাধীনতা’ আন্দোলনে জড়িত বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য তাঁর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। বাধ্যতামূলক হিজাব অমান্যকারী নারীদের বিরুদ্ধে সরকারের কঠোর নীতি ও পদক্ষেপ গ্রহণের পর মাত্র কয়েক মাস পরই ইলাহিয়ান তাঁর প্রার্থিতা ঘোষণা করলেন। 

এদিকে, আসন্ন নির্বাচনে লড়তে নিজের প্রার্থিতার জন্য রেজিস্ট্রেশন ফরম পূরণ করেছেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ইরানের রাষ্ট্রীয় একটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচারে দেখা গেছে, রাজধানী তেহরানে অবস্থিত ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের ফরম পূরণ করছেন আহমাদিনেজাদ। পরে ওই টেলিভিশনকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘অর্থনৈতিক সমস্যার সমাধান করাই আমার প্রধান লক্ষ্য।’

আরও পড়ুন–

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত