ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রায় অবস্থিত মাউন্ট মেরাপিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এতে ১১ জন পর্বতারোহীর মৃতদেহ খুঁজে পেয়েছে উদ্ধারকর্মীরা। জীবিত উদ্ধার করা হয়েছে ৩ জনকে এবং ১২ জন নিখোঁজ বলে জানিয়েছেন একজন উদ্ধারকর্মী কর্মকর্তা। আরেক কর্মকর্তার মতে, নিখোঁজের সংখ্যা ২২।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানান হয়। গত রোববারের অগ্ন্যুৎপাতের সময় মাউন্ট মেরামিতে পঁচাত্তর জন পর্বতারোহী ছিল এবং তাদের মধ্যে ২৬ জনকে এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন পাডাং সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান আব্দুল মালিক। তিনি বলেন, সেখানের ২৬ জনকে এখনো পাওয়া যায়নি। আমরা ১৪ জনকে পেয়েছি- যাদের মধ্যে ৩ জন জীবিত এবং ১১ জন মৃত।
রোববারের অগ্ন্যুৎপাতের ভিডিও ফুটেজে দেখা গেছে, আকাশ জুড়ে আগ্নেয়গিরির ছাইয়ের বিশাল মেঘ ছড়িয়ে পড়েছে। ছাইয়ে ঢেকে গেছে গাড়ি এবং রাস্তাগুলো। আগ্নেয়গিরিতে থাকা পর্বতারোহীরা এতে আটকে যান। হতাহতের ঘটনাও ঘটে। আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়েছে আশপাশের কয়েকটি গ্রামে।
আজ সোমবার মাউন্ট মেরাপিতে আরও একটি ছোটখাটো অগ্ন্যুৎপাতের ঘটনায় নিরাপত্তা ইস্যুর কারণে উদ্ধারকার্য স্থগিত রাখতে বাধ্য হয়েছে উদ্ধারকর্মীরা। অনুসন্ধান ও উদ্ধারকারী দলের মুখপাত্র জোডি হারিয়াওয়ান রয়টার্সকে বলেন, অনুসন্ধান চালিয়ে যাওয়া এখন খুবই বিপজ্জনক। আজ সোমবার দিনের শুরুতে ৪৯ জন পর্বতারোহীকে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁদের অনেকেই অগ্নিদগ্ধ। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক বিপর্যয় প্রশমন কেন্দ্রের কর্মকর্তা আহমেদ রিফান্দির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম মেরাপি মনিটরিং পোস্ট বলেছে, অগ্ন্যুৎপাতের পরে পর্বতারোহণের দুটি পথ বন্ধ করে দেওয়া হয়েছে। লাভার স্রোতের আশঙ্কার কারণে মেরাপির ঢালে বসবাসকারীদের আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে ৩ কিলোমিটার (১.৮ মাইল) দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মাউন্ট মেরাপির ঢালে রুবাই এবং গোবাহ কুমান্তিয়াং-এ বাস করে প্রায় ১,৪০০ বাসিন্দা। নিকটতম গ্রামগুলো পর্বতশৃঙ্গ থেকে পাঁচ-ছয় কিলোমিটার দূরে অবস্থিত।
৭৫ জন পর্বতারোহী গত শনিবার প্রায় ২,৯০০ মিটার (৯,৪৮০ ফুট) উঁচু মাউন্ট মেরাপিতে আরোহণ শুরু করেছিলেন। পশ্চিম সুমাত্রা প্রদেশের রাজধানী পাডাং-এর অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মকর্তা হরি অগুস্তিয়ান বলেছেন, পুলিশ ও সৈন্যসহ ১৬০ জনেরও বেশি কর্মীকে তাদের সন্ধানে মোতায়েন করা হয়েছে।
ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রায় অবস্থিত মাউন্ট মেরাপিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এতে ১১ জন পর্বতারোহীর মৃতদেহ খুঁজে পেয়েছে উদ্ধারকর্মীরা। জীবিত উদ্ধার করা হয়েছে ৩ জনকে এবং ১২ জন নিখোঁজ বলে জানিয়েছেন একজন উদ্ধারকর্মী কর্মকর্তা। আরেক কর্মকর্তার মতে, নিখোঁজের সংখ্যা ২২।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানান হয়। গত রোববারের অগ্ন্যুৎপাতের সময় মাউন্ট মেরামিতে পঁচাত্তর জন পর্বতারোহী ছিল এবং তাদের মধ্যে ২৬ জনকে এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন পাডাং সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান আব্দুল মালিক। তিনি বলেন, সেখানের ২৬ জনকে এখনো পাওয়া যায়নি। আমরা ১৪ জনকে পেয়েছি- যাদের মধ্যে ৩ জন জীবিত এবং ১১ জন মৃত।
রোববারের অগ্ন্যুৎপাতের ভিডিও ফুটেজে দেখা গেছে, আকাশ জুড়ে আগ্নেয়গিরির ছাইয়ের বিশাল মেঘ ছড়িয়ে পড়েছে। ছাইয়ে ঢেকে গেছে গাড়ি এবং রাস্তাগুলো। আগ্নেয়গিরিতে থাকা পর্বতারোহীরা এতে আটকে যান। হতাহতের ঘটনাও ঘটে। আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়েছে আশপাশের কয়েকটি গ্রামে।
আজ সোমবার মাউন্ট মেরাপিতে আরও একটি ছোটখাটো অগ্ন্যুৎপাতের ঘটনায় নিরাপত্তা ইস্যুর কারণে উদ্ধারকার্য স্থগিত রাখতে বাধ্য হয়েছে উদ্ধারকর্মীরা। অনুসন্ধান ও উদ্ধারকারী দলের মুখপাত্র জোডি হারিয়াওয়ান রয়টার্সকে বলেন, অনুসন্ধান চালিয়ে যাওয়া এখন খুবই বিপজ্জনক। আজ সোমবার দিনের শুরুতে ৪৯ জন পর্বতারোহীকে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁদের অনেকেই অগ্নিদগ্ধ। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক বিপর্যয় প্রশমন কেন্দ্রের কর্মকর্তা আহমেদ রিফান্দির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম মেরাপি মনিটরিং পোস্ট বলেছে, অগ্ন্যুৎপাতের পরে পর্বতারোহণের দুটি পথ বন্ধ করে দেওয়া হয়েছে। লাভার স্রোতের আশঙ্কার কারণে মেরাপির ঢালে বসবাসকারীদের আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে ৩ কিলোমিটার (১.৮ মাইল) দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মাউন্ট মেরাপির ঢালে রুবাই এবং গোবাহ কুমান্তিয়াং-এ বাস করে প্রায় ১,৪০০ বাসিন্দা। নিকটতম গ্রামগুলো পর্বতশৃঙ্গ থেকে পাঁচ-ছয় কিলোমিটার দূরে অবস্থিত।
৭৫ জন পর্বতারোহী গত শনিবার প্রায় ২,৯০০ মিটার (৯,৪৮০ ফুট) উঁচু মাউন্ট মেরাপিতে আরোহণ শুরু করেছিলেন। পশ্চিম সুমাত্রা প্রদেশের রাজধানী পাডাং-এর অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মকর্তা হরি অগুস্তিয়ান বলেছেন, পুলিশ ও সৈন্যসহ ১৬০ জনেরও বেশি কর্মীকে তাদের সন্ধানে মোতায়েন করা হয়েছে।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
৭ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
৭ ঘণ্টা আগে