অনলাইন ডেস্ক
চীনা সীমান্তের কাছে মিয়ানমারের ছোট্ট শহর ল্যাইজা। এই শহরের উপকণ্ঠেই একটি শরণার্থীশিবিরে অবস্থান করছিল বেশ কিছু বাস্তুচ্যুত মানুষ। সোমবার মাঝরাতে সেখানে হঠাৎ বিস্ফোরণে ১১ শিশু সহ অন্তত ২৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত ওই শরণার্থীশিবিরটি কাচিন ইনডিপেনন্ডেন্স অর্গানাইজেশন (কেআইও) নিয়ন্ত্রিত এলাকার মধ্যে অবস্থিত। কয়েক দশক ধরে এই গোষ্ঠী স্বায়ত্তশাসনের দাবিতে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে।
কেআইও-এর মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, শিবিরে নিহত সবাই সাধারণ মানুষ। গত ৬৩ বছরের মধ্যে কাচিন রাজ্যে এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা।
হামলার জন্য মিয়ানমারের জান্তা সরকারকে দায়ী করেছে সশস্ত্র সংগঠনটি। ২০২১ সালে দেশটির গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকেই বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত শহর ও গ্রামগুলোতে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে জান্তা বাহিনী। সর্বশেষ হামলার ঘটনাটিকে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে বিদেশে অবস্থান করা মিয়ানমারের ছায়া সরকার।
তবে এই হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে জান্তা বাহিনী। এই বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল জো মিন তুন দাবি করেছেন, ল্যাইজা শহরে তারা গত কয়েক দিনের মধ্যে কোনো অপারেশন পরিচালনা করেননি।
তুন মনে করেন, ওই শরণার্থীশিবিরে মজুত করা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটেই এমন হতাহতের ঘটনা ঘটেছে।
কাচিন রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ২৯ জন ছাড়াও বিস্ফোরণে আরও অন্তত ৫৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চীনা সীমান্তের কাছে মিয়ানমারের ছোট্ট শহর ল্যাইজা। এই শহরের উপকণ্ঠেই একটি শরণার্থীশিবিরে অবস্থান করছিল বেশ কিছু বাস্তুচ্যুত মানুষ। সোমবার মাঝরাতে সেখানে হঠাৎ বিস্ফোরণে ১১ শিশু সহ অন্তত ২৯ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত ওই শরণার্থীশিবিরটি কাচিন ইনডিপেনন্ডেন্স অর্গানাইজেশন (কেআইও) নিয়ন্ত্রিত এলাকার মধ্যে অবস্থিত। কয়েক দশক ধরে এই গোষ্ঠী স্বায়ত্তশাসনের দাবিতে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে।
কেআইও-এর মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, শিবিরে নিহত সবাই সাধারণ মানুষ। গত ৬৩ বছরের মধ্যে কাচিন রাজ্যে এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা।
হামলার জন্য মিয়ানমারের জান্তা সরকারকে দায়ী করেছে সশস্ত্র সংগঠনটি। ২০২১ সালে দেশটির গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলের পর থেকেই বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত শহর ও গ্রামগুলোতে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে জান্তা বাহিনী। সর্বশেষ হামলার ঘটনাটিকে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে বিদেশে অবস্থান করা মিয়ানমারের ছায়া সরকার।
তবে এই হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে জান্তা বাহিনী। এই বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল জো মিন তুন দাবি করেছেন, ল্যাইজা শহরে তারা গত কয়েক দিনের মধ্যে কোনো অপারেশন পরিচালনা করেননি।
তুন মনে করেন, ওই শরণার্থীশিবিরে মজুত করা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটেই এমন হতাহতের ঘটনা ঘটেছে।
কাচিন রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ২৯ জন ছাড়াও বিস্ফোরণে আরও অন্তত ৫৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ আজ রোববার সৌদি আরবে পৌঁছেছেন। বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার নতুন নেতা হিসেবে এটিই তাঁর প্রথম বিদেশ সফর বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
১ ঘণ্টা আগেসৌদি আরবের নারী অশ্বারোহী শাহদ আল শাম্মারি আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। সম্প্রতি তিনি একটি ফার্মেসির ভেতরে ঘোড়া নিয়ে প্রবেশ করে আলোচনায় আসার পর এবার একটি পোশাকের দোকানে একই কাণ্ড ঘটিয়েছেন।
২ ঘণ্টা আগেস্ত্রীর অনবরত অনুরোধে স্বামী শেষ পর্যন্ত রাজি হন। এক বছরের চেষ্টার পর তিন মাস আগে একজন ‘ক্রেতা’ খুঁজে পান তাঁরা। ১০ লাখ টাকার বিনিময়ে নিজের একটি কিডনি বিক্রি করেন স্বামী। তিনি আশা করেছিলেন, এতে পরিবারের দারিদ্র্য কিছুটা হলেও কমবে এবং মেয়ের বিয়ের ব্যবস্থা সহজ হবে। কিন্তু তিনি জানতেন না, তাঁর স্ত্রীর
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল এইডের (ইউএসএআইডি) অফিশিয়াল ওয়েবসাইটও এবার বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চেষ্টা করেও ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি। এমনকি ইউএসএআইডির এক্স অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যায়নি। ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের প
৪ ঘণ্টা আগে