Ajker Patrika

ভিয়েতনামে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত অন্তত ৩০

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ২২: ৫৭
ভিয়েতনামে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত অন্তত ৩০

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছে। বুধবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে সিএনএন খবরটি জানিয়েছে।

ভিয়েতনাম নিউজ এজেন্সি (ভিএনএ) জানিয়েছে, হ্যানয়ের একটি নয়তলা ভবনে স্থানীয় সময় বুধবার রাতে এই আগুন লাগে। ভবনটিতে প্রায় ১৫০ জন বাসিন্দা ছিল।

হতাহতের সংখ্যা এখনো সঠিকভাবে জানা যায়নি বলে রয়টার্সকে জানিয়েছেন হ্যানয়ের একজন পুলিশ কর্মকর্তা। তবে তিনি বিস্তারিত তথ্য জানাননি। অন্যদিকে হ্যানয় পুলিশের বরাত দিয়ে ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দান ত্রি এবং সায়গন গিয়াই ফং জানিয়েছে, মৃতের সংখ্যা অন্তত ৩০।

টেলিভিশনে প্রচারিত রাতের ছবিতে দেখা গেছে, হোস পাইপ এবং মই নিয়ে কাজ করছিল অগ্নিনির্বাপক কর্মীরা। রাত ২টা বা ৩টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

কী কারণে আগুন লেগেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

হ্যানয় মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালের অধ্যাপক ভু হোয়াং ফুং এর বরাত দিয়ে ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগুন থেকে বাঁচতে জানালা থেকে লাফ দিয়েছিলেন বেশ কয়েকজন বাসিন্দা। তাঁদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ফাম মিন চিন বুধবার অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন এবং ছোট আকারের অ্যাপার্টমেন্ট ভবন এবং ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় অগ্নিনির্বাপক সকল ব্যবস্থা সম্পন্ন করার আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত