Ajker Patrika

গত ২৪ ঘণ্টায় বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা মিয়ানমারে

গত ২৪ ঘণ্টায় বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা মিয়ানমারে

গত কয়েক দিন ধরে বিশ্বের সবচেয়ে উত্তপ্ত শহরের তালিকায় অবস্থান করছে মিয়ানমারের চাউক। আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট এলডোরাডো ওয়েদার ডট কমের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায়ও চাউকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। তাপমাত্রা ছিল ৪৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

একই তাপমাত্রা ছিল নাইজারের টিল্লাবেরি শহরে। তবে টিল্লাবেরিকে তালিকার দ্বিতীয় স্থানে রেখেছে এলডোরাডো ওয়েদার। তৃতীয় স্থানে রয়েছে আফ্রিকার আরেক দেশ চাদের এনজামেনা শহর। সেখানকার তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৫ ডিগ্রি সেলসিয়াস। চতুর্থ স্থানে থাকা সেনেগালের মাতাম শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

সর্বোচ্চ তাপমাত্রার হিসেবে পঞ্চম স্থানে নাইজারের বির্নি-এন’কন্নি শহর, শহরটির তাপমাত্রা উঠেছে ৪৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ষষ্ঠ স্থানে রয়েছে পাকিস্তানের ছোর শহর। সেখানে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৪ ডিগ্রি সেলসিয়াস। একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সপ্তম, অষ্টম, নবম স্থানে থাকা নাইজারের গৌরে, সেনেগালের লিঙ্গুর এবং পোডর শহরে। দশম স্থানে রয়েছে মৌরিতানিয়ার আকজৌজত শহর। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত