জাপানে তিন কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। গত দুই বছরের মধ্যে এই প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করা হলো দেশটিতে। গত বৃহস্পতিবার ‘নৃশংস’ অপরাধের সর্বোচ্চ শাস্তির দৃষ্টান্ত অব্যাহত রাখতে এটি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আইন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমলে এই প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। গত বৃহস্পতিবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে একজন হলেন ৬৫ বছর বয়সী ইয়াসুতাকা ফুজিশিরো। ২০০৪ সালে তিনি হাতুড়ি ও ছুরি দিয়ে তাঁর ৮০ বছর বয়সী এক আত্মীয়া ও দুই ভাইবোনসহ আরও চারজনকে হত্যা করেছিলেন। অপর দুজন হলেন—৫৪ বছর বয়সী তোমোয়াকি তাকানেজাওয়া ও ৪৪ বছর বয়সী মিৎসুনোরি ওনোগাওয়া। ২০০৩ সালে একটি প্রতিষ্ঠানের দুজন কেরানিকে হত্যার দায়ে তোমোয়াকিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে দেশটির মন্ত্রিসভার প্রধান সচিব সেইজি কিহারা বলেন, ‘জাপানের ফৌজদারি বিচারব্যবস্থার ভিত্তি অনুযায়ী গুরুত্বপূর্ণ ও চিন্তার বিষয় হলো, মৃত্যুদণ্ডাদেশ হওয়ার পর তা কার্যকর হলো কি না।’ তিনি আরও বলেন, ‘একের পর এক নৃশংস হত্যাকাণ্ড বেড়েই চলেছে। যাদের অপরাধ গুরুতর, তাদের অবশ্যই মৃত্যুদণ্ড কার্যকর হওয়া প্রয়োজন এবং তাদের এই শাস্তি থেকে অব্যাহতি দেওয়া একদম উচিত নয়।’
বিশ্বের উন্নত রাষ্ট্রের মধ্যে জাপান একটি। সেখানে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ দেওয়া ও তা কার্যকর করা হয়। আন্তর্জাতিক বহু দেশের ও মানবাধিকার সংস্থার নানা সমালোচনার পরও সর্বোচ্চ শাস্তির এই বিধান অব্যাহত রেখেছে দেশটি।
বর্তমানে জাপানে শতাধিক মানুষ মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে আছে। যাদের অধিকাংশই কোনো না কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সাধারণত সাজা দেওয়ার অনেক পরে আদেশ কার্যকর করা হয় জাপানে।
জাপানে তিন কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। গত দুই বছরের মধ্যে এই প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করা হলো দেশটিতে। গত বৃহস্পতিবার ‘নৃশংস’ অপরাধের সর্বোচ্চ শাস্তির দৃষ্টান্ত অব্যাহত রাখতে এটি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির আইন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমলে এই প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। গত বৃহস্পতিবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে একজন হলেন ৬৫ বছর বয়সী ইয়াসুতাকা ফুজিশিরো। ২০০৪ সালে তিনি হাতুড়ি ও ছুরি দিয়ে তাঁর ৮০ বছর বয়সী এক আত্মীয়া ও দুই ভাইবোনসহ আরও চারজনকে হত্যা করেছিলেন। অপর দুজন হলেন—৫৪ বছর বয়সী তোমোয়াকি তাকানেজাওয়া ও ৪৪ বছর বয়সী মিৎসুনোরি ওনোগাওয়া। ২০০৩ সালে একটি প্রতিষ্ঠানের দুজন কেরানিকে হত্যার দায়ে তোমোয়াকিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে দেশটির মন্ত্রিসভার প্রধান সচিব সেইজি কিহারা বলেন, ‘জাপানের ফৌজদারি বিচারব্যবস্থার ভিত্তি অনুযায়ী গুরুত্বপূর্ণ ও চিন্তার বিষয় হলো, মৃত্যুদণ্ডাদেশ হওয়ার পর তা কার্যকর হলো কি না।’ তিনি আরও বলেন, ‘একের পর এক নৃশংস হত্যাকাণ্ড বেড়েই চলেছে। যাদের অপরাধ গুরুতর, তাদের অবশ্যই মৃত্যুদণ্ড কার্যকর হওয়া প্রয়োজন এবং তাদের এই শাস্তি থেকে অব্যাহতি দেওয়া একদম উচিত নয়।’
বিশ্বের উন্নত রাষ্ট্রের মধ্যে জাপান একটি। সেখানে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ দেওয়া ও তা কার্যকর করা হয়। আন্তর্জাতিক বহু দেশের ও মানবাধিকার সংস্থার নানা সমালোচনার পরও সর্বোচ্চ শাস্তির এই বিধান অব্যাহত রেখেছে দেশটি।
বর্তমানে জাপানে শতাধিক মানুষ মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে আছে। যাদের অধিকাংশই কোনো না কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সাধারণত সাজা দেওয়ার অনেক পরে আদেশ কার্যকর করা হয় জাপানে।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১২ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৬ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৯ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
২০ ঘণ্টা আগে