বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড়টি বর্তমানে মিয়ানমারের বন্দরনগরী সিত্তে অবস্থান করছে। শহরের ওপর দিয়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২১০ কিলোমিটার বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ঘূর্ণিঝড়ে মিয়ানমার উপকূলে জলোচ্ছ্বাসের ফলে সিত্তের বড় অংশ প্লাবিত হয়ে গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়ে সিত্তে শহরের টিনের তৈরি ঘরগুলো উড়ে যেতে দেখা গেছে। এখন পর্যন্ত একটি নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।
ঘূর্ণিঝড়ের আগে বাংলাদেশ ও মিয়ানমারে প্রায় চার লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি মোখা। ঘূর্ণিঝড়ে ভূমিধসের আশঙ্কা করছেন তাঁরা। এতে ব্যাপক হতাহত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিত্তার একাংশ ইতিমধ্যে বন্যাকবলিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শহরের বাসিন্দাদের ভিডিওতে দেখা গেছে, ভবনগুলোর নিচতলায় পানি ঢুকে গেছে, বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা দেখা দিয়েছে।
জাতিসংঘের মানবিক অফিসের (ওসিএইচএ) তথ্যমতে, রাখাইন রাজ্যজুড়ে এবং দেশের উত্তর-পশ্চিমে প্রায় ৬০ লাখ মানুষ ইতিমধ্যে মানবিক সহায়তা চাহিদাসম্পন্ন ছিল। এ অঞ্চলের প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ ও স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট ভূমিধসের কারণে ওই অঞ্চলের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে।
জাতিসংঘের স্থানীয় প্রতিনিধি রামানাথান বালাক্রিশনান বলেন, যে এলাকায় আগে থেকেই মানবিক সাহায্য জরুরি, সে এলাকায় এমন শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত মানুষের জন্য দুঃস্বপ্ন। হাজার হাজার দুর্বল মানুষ যাদের এমন পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা ক্রমাগত সংকটের কারণে মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।
দুই বছর আগে মিয়ানমারে জান্তা ক্ষমতায় আসার পর থেকে এ দেশে বিশৃঙ্খলা তৈরি হয়। দেশজুড়ে চলমান বিক্ষোভ দমন-পীড়নের পর, একটি প্রতিরোধ আন্দোলন বিভিন্ন ফ্রন্টে সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করছে। আজকের ঘূর্ণিঝড়ের বিষয়ে জান্তার এক মুখপাত্রকে রয়টার্সের পক্ষ থেকে কল করা হলে তিনি কোনো জবাব দেননি।
বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড়টি বর্তমানে মিয়ানমারের বন্দরনগরী সিত্তে অবস্থান করছে। শহরের ওপর দিয়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২১০ কিলোমিটার বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ঘূর্ণিঝড়ে মিয়ানমার উপকূলে জলোচ্ছ্বাসের ফলে সিত্তের বড় অংশ প্লাবিত হয়ে গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়ে সিত্তে শহরের টিনের তৈরি ঘরগুলো উড়ে যেতে দেখা গেছে। এখন পর্যন্ত একটি নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পড়ার খবর পাওয়া গেছে।
ঘূর্ণিঝড়ের আগে বাংলাদেশ ও মিয়ানমারে প্রায় চার লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি মোখা। ঘূর্ণিঝড়ে ভূমিধসের আশঙ্কা করছেন তাঁরা। এতে ব্যাপক হতাহত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিত্তার একাংশ ইতিমধ্যে বন্যাকবলিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শহরের বাসিন্দাদের ভিডিওতে দেখা গেছে, ভবনগুলোর নিচতলায় পানি ঢুকে গেছে, বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা দেখা দিয়েছে।
জাতিসংঘের মানবিক অফিসের (ওসিএইচএ) তথ্যমতে, রাখাইন রাজ্যজুড়ে এবং দেশের উত্তর-পশ্চিমে প্রায় ৬০ লাখ মানুষ ইতিমধ্যে মানবিক সহায়তা চাহিদাসম্পন্ন ছিল। এ অঞ্চলের প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ ও স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট ভূমিধসের কারণে ওই অঞ্চলের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে।
জাতিসংঘের স্থানীয় প্রতিনিধি রামানাথান বালাক্রিশনান বলেন, যে এলাকায় আগে থেকেই মানবিক সাহায্য জরুরি, সে এলাকায় এমন শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাত মানুষের জন্য দুঃস্বপ্ন। হাজার হাজার দুর্বল মানুষ যাদের এমন পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা ক্রমাগত সংকটের কারণে মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।
দুই বছর আগে মিয়ানমারে জান্তা ক্ষমতায় আসার পর থেকে এ দেশে বিশৃঙ্খলা তৈরি হয়। দেশজুড়ে চলমান বিক্ষোভ দমন-পীড়নের পর, একটি প্রতিরোধ আন্দোলন বিভিন্ন ফ্রন্টে সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করছে। আজকের ঘূর্ণিঝড়ের বিষয়ে জান্তার এক মুখপাত্রকে রয়টার্সের পক্ষ থেকে কল করা হলে তিনি কোনো জবাব দেননি।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১২ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৬ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৮ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
২০ ঘণ্টা আগে