Ajker Patrika

আফগানদের আকাশ থেকে ফেলে গেল যুক্তরাষ্ট্র

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৭ আগস্ট ২০২১, ০৮: ১০
আফগানদের আকাশ থেকে ফেলে গেল যুক্তরাষ্ট্র

মার্কিন বিমানবাহিনীর বড়সড় উড়োজাহাজটা উড়বে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। রানওয়ে ধরে কেবল চলতে শুরু করেছে। উড়োজাহাজের সামনে, দুই পাশে এবং পেছনে দৌড়াচ্ছে হাজার হাজার মানুষ। কয়েকজনকে দেখা গেল উড়োজাহাজের গা বেয়ে উঠতে। এরপর ঝুলে থাকার আপ্রাণ চেষ্টা। যেভাবেই হোক চড়ে দেশ ছাড়তে হবে।

কয়েক সেকেন্ডের এই ভিডিওর পর ছোট্ট আরেকটি ভিডিও। উড়োজাহাজটি ততক্ষণে উঠে গেছে কয়েক শ ফুট ওপরে। তখনই উড়োজাহাজ থেকে টপটপ করে রানওয়েতে আছড়ে পড়ল দুই-তিনজন।

তালেবানকে হটিয়ে ২০ বছর আগে কাবুলে নিজেদের পছন্দের সরকার বসিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর দুই দশক ধরে তালেবান নিধন অভিযানে কত বোমা হামলা, বিমান হামলাই করেছে তারা। এতে যত না তালেবান মরেছে, তার চেয়ে শত গুণ বেশি মারা পড়েছে সাধারণ বেসামরিক মানুষ। আফগান বাহিনীকে প্রশিক্ষণ দিতে যুক্তরাষ্ট্র খরচ করেছে হাজার হাজার কোটি ডলার। কিন্তু মার্কিন বাহিনী আফগান মাটি ছাড়ার ঘোষণা দিতেই কেমন যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল তাদের এত আয়োজন। যেন যুক্তরাষ্ট্র যাওয়ার সময় আফগানদের আকাশ থেকে ফেলে গেল।

আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর গতকাল সোমবার ছিল প্রথম দিন। এদিন তেমন কোনো রক্তক্ষয়ের কথা শোনা যায়নি। তালেবানের পক্ষ থেকেও বলা হয়েছে, বেসামরিক নাগরিকদের দুশ্চিন্তার কিছু নেই। তারা কোনো প্রতিশোধ নেবে না।

কিন্তু এই তালেবানের শাসন কেমন, তা একসময় দেখেছে আফগানরা। তাই তাদের কথায় আশ্বস্ত না হয়ে দেশ ছাড়ার জন্য মরিয়া তারা। কাবুলের বিমানবন্দরে দেখা গেল সেই দৃশ্য। ছেলে-বুড়ো-শিশু যে যেভাবে পারছে ছুটছে বিমানবন্দরের দিকে। ভেতরে ঢোকার জন্য বিমানবন্দরের ফটকে মারামারি। বাচ্চাকাচ্চা নিয়ে বিমানবন্দরে দেয়াল টপকে ঢুকছে অনেকে। এরপর বিমানবন্দরের টারমাক যেন জনসমুদ্র। রানওয়েতেও গিজগিজ করছে মানুষ।

বিমানবন্দরে একাংশের নিয়ন্ত্রণ নিতে দেখা যায় মার্কিন সেনাদের। চিনুক হেলিকপ্টারে করে কাবুল ছাড়েন অনেক মার্কিন সেনা। এর মধ্যে বিমানবন্দরে গুলির শব্দও শোনা যায়। গুলি কারা করেছিল তা অবশ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই তালেবান শাসনে অন্যান্য দেশের যেসব নাগরিক আটকা পড়েছে তাঁদের সরিয়ে নিতে গতকাল দিনভর চেষ্টা করেছে তাদের দেশের সরকার।

এর মধ্যে সরকার গঠনের জন্য তালেবান উদ্যোগ শুরু করেছে বলে শোনা যাচ্ছে। আফগানিস্তানের ভবিষ্যৎ তালেবানের হাতে, এটা এখন নিশ্চিত। কিন্তু সেখানকার মানুষের ভাগ্যে কী আছে, তা এখনো অনিশ্চিত। তারা ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তালেবান শাসন দেখেছে।

আফগানিস্তানের নাগরিকদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বেশি সংশয় ও শঙ্কায় রয়েছেন নারীরা। এরই মধ্যে বিভিন্ন পেশায় নিয়োজিত নারীরা তাঁদের শঙ্কা প্রকাশ করেছেন। এ-সম্পর্কিত নানা খবর এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তালেবান নেতারা একদিকে ‘নারী অধিকারকে সম্মান জানানোর’ কথা বলছেন, অন্যদিকে দেয়াল বা বিলবোর্ডে থাকা নারীদের ছবি মুছে ফেলছেন। এই মুছে ফেলার একটি প্রতীকী অর্থ আছে, যা দেশটির নারীরা বেশ ভালোভাবেই বুঝতে পারছেন। কারণ, ১৯৯৬ সাল থেকে প্রায় ছয় বছরের তালেবান শাসনের অধীনে তাঁরা কেমন ছিলেন, তা তাঁরা জানেন।

প্রাণভয়ে কাবুল ছাড়তে মরিয়া আফগানরা। এ জন্য বিমানবন্দরের দেয়াল টপকে এভাবে ভেতরে ঢোকার চেষ্টা করছেতালেবানের সেই পুরোনো শাসন ফিরে আসাটা এখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে। তারা যদিও বিদ্যমান বিচারব্যবস্থা মেনে চলার কথা বলছে। বলছে, নারী, শিক্ষা ইত্যাদির ক্ষেত্রে তারা সহনশীল থাকবে। নির্বাচনের প্রসঙ্গ আসছে ঘুরেফিরে। কিন্তু তাতে দেশটির সাধারণ মানুষ তেমন বিশ্বাস করতে পারছে না। কারণ, শান্তি আলোচনা নয়, বরং অস্ত্রের মুখেই কাবুল দখল করেছে তালেবান।

তবে সবার মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তালেবান এত সহজে ক্ষমতা দখল করল কীভাবে? উত্তর খুঁজতে হলে তাকাতে হবে আশরাফ গনির চলে যাওয়ার ধরন এবং তাঁর সরকারের দুর্নীতি ও ভীরুতা নিয়ে চলা আলোচনার দিকে। দেশটির সাবেক নিরাপত্তা ও সামরিক বাহিনীর কমান্ডারদের অনেকেই এখন মুখ খুলছেন। এমনকি তাঁরা এই সন্দেহও প্রকাশ করছেন যে, আশরাফ গনি সরকার তালেবানের হাতে পরিকল্পিতভাবে ক্ষমতা তুলে দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত