Ajker Patrika

আফগানিস্তানকে সাড়ে ৩০০ কোটি ডলার ফেরত দেবে যুক্তরাষ্ট্র 

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ২০: ২৩
আফগানিস্তানকে সাড়ে ৩০০ কোটি ডলার ফেরত দেবে যুক্তরাষ্ট্র 

আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সাড়ে ৩০০ কোটি ডলার সমমূল্যের সম্পদ দেশটিকে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডভিত্তিক একটি ট্রাস্ট ফান্ডের মাধ্যমে এই অর্থসম্পদ ফেরত দেওয়া হবে। স্থানীয় সময় আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

গত বছর মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবান সরকার। এরপর থেকেই দেশটি নানা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হতে থাকে। তালেবান সরকার বারবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানায় কিন্তু তাতে খুব বেশি কাজ হয়। এরই মধ্যে বিভিন্ন ইস্যু তুলে ধরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সাড়ে ৯ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ জব্দ ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

সর্বশেষ যুক্তরাষ্ট্র জানিয়েছিল তারা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের অর্থসম্পদ ছাড় করবে। তারই ধারাবাহিকতায় আজকের এই ঘোষণা। এই ঘোষণা আফগানিস্তানের পুনর্গঠন প্রক্রিয়া ত্বরান্বিত করবে। নতুন ছাড় করা এই অর্থ আফগানিস্তানের গুরুত্বপূর্ণ পণ্য ক্রয়ে ব্যয় করা হতে পারে। এর মধ্যে বিদ্যুৎ রপ্তানিসহ বিদেশি সংস্থার ঋণ পরিশোধেও ব্যবহৃত হতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ স্থানীয় সময় আজ বুধবার এক বিবৃতিতে বলেছে, ‘এই আফগান তহবিল আফগানিস্তানের অর্থনীতি স্থিতিশীলতা প্রদানে সহায়তা করবে এবং সে লক্ষ্যেই এই তহবিল ছাড় করা হবে।’

এই নতুন ট্রাস্ট ফান্ড গঠনের মাধ্যমে আফগান তহবিল দেশটির কাছে ফিরিয়ে দেওয়া এই উদ্যোগ এই বিষয়ে একটি বিশেষ বৈঠকের মাসখানেক পরই নেওয়া হলো। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কর্মকর্তা, সুইস সরকারের কর্মকর্তা এবং তালেবান কর্মকর্তারা এই বিষয়ে বৈঠক করেছিলেন। সেই সময় তালেবান সরকার দাবি করেছিল, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের যেখানেই আফগানিস্তানের অর্থসম্পদ রয়েছে তা যেন আফগানিস্তানের জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত