Ajker Patrika

শপথ নিয়েই বাংকারে প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ মে ২০২২, ১৫: ১৩
Thumbnail image

কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যে ইউন সুক-ইওল দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম কার্যক্রম শুরু করলেন একটি ভূগর্ভস্থ বাংকার থেকে। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে বাংকারে নতুন প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রথম ব্রিফিংয়ের মধ্য দিয়ে ইউন তাঁর পাঁচ বছরের মেয়াদের সূচনা করেছেন। 

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সঙ্গে চরম উত্তেজনা চলা মুহূর্তে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন ইউন সুক-ইওল। স্থানীয় সময় সোমবার সিউলের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বড় আয়োজনের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। ইউন সুক-ইওল শপথ গ্রহণ করে বলেন, বিশ্বস্ততার সঙ্গে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকবেন তিনি। একই সঙ্গে উত্তর কোরিয়া ইস্যুতে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্রেসিডেন্ট। 

প্রেসিডেন্ট হিসেবে দেওয়া প্রথম ভাষণে ইউন এ-ও বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার দরজা খোলা থাকবে। উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণের প্রক্রিয়া পুরোপুরি শুরু করলে দেশটির অর্থনীতি শক্তিশালী করার জন্য একটি ‘সাহসী পরিকল্পনা’ দক্ষিণ কোরিয়া নিতে প্রস্তুত বলেও জানান তিনি। 

ইউন সুক-ইওল আরও বলেন, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি কেবল আমাদের জন্য নয়, উত্তর-পূর্ব এশিয়ার সার্বিক নিরাপত্তার জন্যই হুমকি। শান্তিপূর্ণভাবে এই হুমকির সমাধান করতে আমাদের আলোচনার দরজা খোলা থাকবে।’ 

উল্লেখ্য, গত মার্চ মাসে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক নির্বাচনে জয়ী হন ইউন সুক-ইওল। প্রসিকিউটর হিসেবে ২৬ বছরের ক্যারিয়ারের পর রাজনীতিতে প্রবেশের এক বছরেরও কম সময়ের মধ্যে প্রেসিডেন্টের পদে বসলেন ৬১ বছর বয়সী ইউন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত