কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যে ইউন সুক-ইওল দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম কার্যক্রম শুরু করলেন একটি ভূগর্ভস্থ বাংকার থেকে। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে বাংকারে নতুন প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রথম ব্রিফিংয়ের মধ্য দিয়ে ইউন তাঁর পাঁচ বছরের মেয়াদের সূচনা করেছেন।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সঙ্গে চরম উত্তেজনা চলা মুহূর্তে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন ইউন সুক-ইওল। স্থানীয় সময় সোমবার সিউলের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বড় আয়োজনের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। ইউন সুক-ইওল শপথ গ্রহণ করে বলেন, বিশ্বস্ততার সঙ্গে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকবেন তিনি। একই সঙ্গে উত্তর কোরিয়া ইস্যুতে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট হিসেবে দেওয়া প্রথম ভাষণে ইউন এ-ও বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার দরজা খোলা থাকবে। উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণের প্রক্রিয়া পুরোপুরি শুরু করলে দেশটির অর্থনীতি শক্তিশালী করার জন্য একটি ‘সাহসী পরিকল্পনা’ দক্ষিণ কোরিয়া নিতে প্রস্তুত বলেও জানান তিনি।
ইউন সুক-ইওল আরও বলেন, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি কেবল আমাদের জন্য নয়, উত্তর-পূর্ব এশিয়ার সার্বিক নিরাপত্তার জন্যই হুমকি। শান্তিপূর্ণভাবে এই হুমকির সমাধান করতে আমাদের আলোচনার দরজা খোলা থাকবে।’
উল্লেখ্য, গত মার্চ মাসে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক নির্বাচনে জয়ী হন ইউন সুক-ইওল। প্রসিকিউটর হিসেবে ২৬ বছরের ক্যারিয়ারের পর রাজনীতিতে প্রবেশের এক বছরেরও কম সময়ের মধ্যে প্রেসিডেন্টের পদে বসলেন ৬১ বছর বয়সী ইউন।
কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যে ইউন সুক-ইওল দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম কার্যক্রম শুরু করলেন একটি ভূগর্ভস্থ বাংকার থেকে। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে বাংকারে নতুন প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রথম ব্রিফিংয়ের মধ্য দিয়ে ইউন তাঁর পাঁচ বছরের মেয়াদের সূচনা করেছেন।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সঙ্গে চরম উত্তেজনা চলা মুহূর্তে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন ইউন সুক-ইওল। স্থানীয় সময় সোমবার সিউলের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বড় আয়োজনের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। ইউন সুক-ইওল শপথ গ্রহণ করে বলেন, বিশ্বস্ততার সঙ্গে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকবেন তিনি। একই সঙ্গে উত্তর কোরিয়া ইস্যুতে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট হিসেবে দেওয়া প্রথম ভাষণে ইউন এ-ও বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার দরজা খোলা থাকবে। উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণের প্রক্রিয়া পুরোপুরি শুরু করলে দেশটির অর্থনীতি শক্তিশালী করার জন্য একটি ‘সাহসী পরিকল্পনা’ দক্ষিণ কোরিয়া নিতে প্রস্তুত বলেও জানান তিনি।
ইউন সুক-ইওল আরও বলেন, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি কেবল আমাদের জন্য নয়, উত্তর-পূর্ব এশিয়ার সার্বিক নিরাপত্তার জন্যই হুমকি। শান্তিপূর্ণভাবে এই হুমকির সমাধান করতে আমাদের আলোচনার দরজা খোলা থাকবে।’
উল্লেখ্য, গত মার্চ মাসে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক নির্বাচনে জয়ী হন ইউন সুক-ইওল। প্রসিকিউটর হিসেবে ২৬ বছরের ক্যারিয়ারের পর রাজনীতিতে প্রবেশের এক বছরেরও কম সময়ের মধ্যে প্রেসিডেন্টের পদে বসলেন ৬১ বছর বয়সী ইউন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি বছরই ভারত সফর করবেন। এমনটাই জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। রাশিয়া সফররত দোভাল স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। তবে তিনি নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি। তবে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, আগস্টের শেষ দিকে এই
১ ঘণ্টা আগেদিল্লিতে এক ব্যক্তি সাধুর ছদ্মবেশে তাঁর সাবেক স্ত্রী কিরণ ঝাকে হাতুড়িপেটা করে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। দিল্লি পুলিশ এই তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেসংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেডিকেল সেন্টার মালিকদের সমন্বয়কারী মেজবাহ উদ্দিন সাঈদ বলেন, মধ্যপ্রাচ্যের যেসব দেশে বাংলাদেশিরা যান, তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য উপসাগরীয় দেশগুলোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি বোর্ড আছে, যা গালফ হেলথ কাউন্সিল নামে পরিচিত। এর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত
২ ঘণ্টা আগেগাজা উপত্যকার কেন্দ্রীয় অংশে ত্রাণবাহী চারটি ট্রাক উল্টে অন্তত ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্ত ৩০ জন। হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থার বরাত দিয়ে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা গতকাল বুধবার জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে