অনলাইন ডেস্ক
কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যে ইউন সুক-ইওল দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম কার্যক্রম শুরু করলেন একটি ভূগর্ভস্থ বাংকার থেকে। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে বাংকারে নতুন প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রথম ব্রিফিংয়ের মধ্য দিয়ে ইউন তাঁর পাঁচ বছরের মেয়াদের সূচনা করেছেন।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সঙ্গে চরম উত্তেজনা চলা মুহূর্তে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন ইউন সুক-ইওল। স্থানীয় সময় সোমবার সিউলের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বড় আয়োজনের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। ইউন সুক-ইওল শপথ গ্রহণ করে বলেন, বিশ্বস্ততার সঙ্গে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকবেন তিনি। একই সঙ্গে উত্তর কোরিয়া ইস্যুতে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট হিসেবে দেওয়া প্রথম ভাষণে ইউন এ-ও বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার দরজা খোলা থাকবে। উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণের প্রক্রিয়া পুরোপুরি শুরু করলে দেশটির অর্থনীতি শক্তিশালী করার জন্য একটি ‘সাহসী পরিকল্পনা’ দক্ষিণ কোরিয়া নিতে প্রস্তুত বলেও জানান তিনি।
ইউন সুক-ইওল আরও বলেন, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি কেবল আমাদের জন্য নয়, উত্তর-পূর্ব এশিয়ার সার্বিক নিরাপত্তার জন্যই হুমকি। শান্তিপূর্ণভাবে এই হুমকির সমাধান করতে আমাদের আলোচনার দরজা খোলা থাকবে।’
উল্লেখ্য, গত মার্চ মাসে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক নির্বাচনে জয়ী হন ইউন সুক-ইওল। প্রসিকিউটর হিসেবে ২৬ বছরের ক্যারিয়ারের পর রাজনীতিতে প্রবেশের এক বছরেরও কম সময়ের মধ্যে প্রেসিডেন্টের পদে বসলেন ৬১ বছর বয়সী ইউন।
কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যে ইউন সুক-ইওল দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম কার্যক্রম শুরু করলেন একটি ভূগর্ভস্থ বাংকার থেকে। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে বাংকারে নতুন প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রথম ব্রিফিংয়ের মধ্য দিয়ে ইউন তাঁর পাঁচ বছরের মেয়াদের সূচনা করেছেন।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সঙ্গে চরম উত্তেজনা চলা মুহূর্তে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন ইউন সুক-ইওল। স্থানীয় সময় সোমবার সিউলের ন্যাশনাল অ্যাসেম্বলিতে বড় আয়োজনের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি। ইউন সুক-ইওল শপথ গ্রহণ করে বলেন, বিশ্বস্ততার সঙ্গে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকবেন তিনি। একই সঙ্গে উত্তর কোরিয়া ইস্যুতে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট হিসেবে দেওয়া প্রথম ভাষণে ইউন এ-ও বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার দরজা খোলা থাকবে। উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণের প্রক্রিয়া পুরোপুরি শুরু করলে দেশটির অর্থনীতি শক্তিশালী করার জন্য একটি ‘সাহসী পরিকল্পনা’ দক্ষিণ কোরিয়া নিতে প্রস্তুত বলেও জানান তিনি।
ইউন সুক-ইওল আরও বলেন, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি কেবল আমাদের জন্য নয়, উত্তর-পূর্ব এশিয়ার সার্বিক নিরাপত্তার জন্যই হুমকি। শান্তিপূর্ণভাবে এই হুমকির সমাধান করতে আমাদের আলোচনার দরজা খোলা থাকবে।’
উল্লেখ্য, গত মার্চ মাসে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক নির্বাচনে জয়ী হন ইউন সুক-ইওল। প্রসিকিউটর হিসেবে ২৬ বছরের ক্যারিয়ারের পর রাজনীতিতে প্রবেশের এক বছরেরও কম সময়ের মধ্যে প্রেসিডেন্টের পদে বসলেন ৬১ বছর বয়সী ইউন।
মার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
২ ঘণ্টা আগেআফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
৪ ঘণ্টা আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
৪ ঘণ্টা আগে