Ajker Patrika

বিশ্বজুড়ে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৩: ০২
বিশ্বজুড়ে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

করোনা মহামারিতে বিশ্বে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫৪ হাজার ২৭ জন, যা আগের দিনের তুলনায় ৩২ হাজার ৯৮২ জন বেশি। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৫১১ জন, যা আগের দিনের তুলনায় ৬২ জন বেশি। 

আজ বৃহস্পতিবার পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে। 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৯ হাজার ১২৩ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৯৯৮ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৬০ লাখ ৮২ হাজার ৭০ জন এবং মারা গেছেন ৭ লাখ ৫১ হাজার ৬৯২ জন। 

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ কোটি ২৮ লাখ ১১ হাজার ১১৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৩৭ হাজার ৬৭০ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২২ কোটি ১ লাখ ৭ হাজার ৭২ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।     

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মিডিয়া ছুটায় দেব, চেনো আমাদের’—সাংবাদিককে হুমকি কুড়িগ্রামের এসপির

মেঘনা আলম ‘নিরাপত্তা হেফাজতে’, কারণ জানাল পুলিশ

তিন সুপারস্টারেও ফ্লপ, ৩৪ বছর আগে যে সর্বভারতীয় ছবি প্রযোজককে দেউলিয়া বানিয়েছিল

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত