Ajker Patrika

প্রমোদতরীতে বিলুপ্ত হতে পারে ভেনিস: ইউনেস্কো

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২২ জুন ২০২১, ২৩: ৩২
প্রমোদতরীতে বিলুপ্ত হতে পারে ভেনিস: ইউনেস্কো

ঢাকা: রোমাঞ্চের নগরী বলা হয় ভেনিসকে। ইতালির এই বন্দরনগরী তাই পর্যটকদের দুই হাত বাড়িয়ে ডাকে। পানির ওপর দাঁড়িয়ে থাকা ভেনিস শহরে এসে ভিড়ে বড় বড় প্রমোদতরী। বিলাসবহুল এসব জাহাজে চড়েই রোমাঞ্চপ্রিয়রা ডানা মেলে সমুদ্রে। কিন্তু প্রাসাদের মত বিশাল এই প্রমোদতরীগুলোর জন্যই নাকি হারিয়ে যেতে পারে অনিন্দ্য সুন্দর ভেনিস শহর! জাতিসংঘের ঐতিহ্য বিষয়ক সংস্থা ইউনেস্কোর বরাত দিয়ে গতকাল এই আশঙ্কার খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

ইউনেস্কো বলেছে, ভেনিস কর্তৃপক্ষ যদি বিলাসবহুল প্রমোদতরীগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি না করে তবে এই নগরীকে শিগগিরই বিপন্নপ্রায় তালিকায় লিপিবদ্ধ করা হবে।

সংস্থাটির পক্ষে জানানো হয়–ভেনিস বন্দরে প্রমোদতরী ইস্যু নিয়ে আগামী ১৬ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিতব্য সংস্থার পূর্ণাঙ্গ অধিবেশনে আলোচনা করা হবে। ধারণা করা হচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই ইতালিয়ান সরকার যেন এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয় তার জন্য তাড়া দেওয়া হবে।

বর্তমানে মহামারির কারণে ভেনিসে প্রমোদতরী নিষিদ্ধ থাকলেও চলতি মাসের শুরুর দিকে বিশাল আকারের একটি জাহাজ এসে নোঙর ফেলে এই নগরীতে। এর প্রতিবাদে ফুঁসে ওঠেন নগরীর বাসিন্দা ও পরিবেশকর্মীরা।

ভেনিস ছাড়াও অস্ট্রেলিয়ার গ্রেট রেবিয়ার রিফ নিয়েও আশঙ্কা প্রকাশ করেছে ইউনেস্কো। বিশ্বখ্যাত এই প্রবাল দ্বীপকেও বিলুপ্তপ্রায় বিশ্ব ঐতিহ্যের তালিকায় রাখার চিন্তা করা হচ্ছে। তবে গ্রেট বেরিয়ার রিফ নিয়ে ইউনেস্কোর দাবি প্রত্যাখ্যান করেছে অস্ট্রেলিয়া। এটি রক্ষায় প্রায় তিন বিলিয়ন ডলারের পরিকল্পনা রয়েছে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত