নিউজিল্যান্ডে পর্বতারোহণের সময় ৬০০ মিটার উঁচু থেকে পড়ে গেলেও অবিশ্বাস্যভাবে বেঁচে গেছেন এক ব্যক্তি। শুধু তা-ই নয়, দু-একটি মামুলি ছোট ছাড়া বড় কোনো আঘাত পাননি তিনি।
নিউজিল্যান্ডের পুলিশের বরাত দিয়ে আজ সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার শিকার ওই ব্যক্তি দেশটির নর্থ আইল্যান্ডে অবস্থিত তারানাকি পর্বতে আরোহণ করছিলেন।
ধারণা করা হচ্ছে, স্বাভাবিকের চেয়ে কিছুটা উষ্ণ এবং বসন্তকালীন আবহাওয়া বিরাজ করায় জমাট বরফ কিছুটা নরম হয়ে ছিল। ফলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন ওই পর্বতারোহী। তাঁকে ‘সৌভাগ্যবান’ আখ্যা দিয়েছে নিউজিল্যান্ডের পুলিশ।
এ বিষয়ে স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যেখান থেকে ওই পর্বতারোহী পড়ে গেছেন তার উচ্চতা আইফেল টাওয়ারের দ্বিগুণ।
পুলিশ বলেছে, ‘প্রাণে বেঁচে যাওয়ার ক্ষেত্রে তিনি বিরল সৌভাগ্যবান ব্যক্তি। এই ধরনের চ্যালেঞ্জিং জায়গায় কোনো কিছু ভুল হয়ে গেলে মারাত্মক পরিণতি ভোগ করতে হয়।’
তারানাকি পর্বতে আরোহণের জন্য অনেক অভিজ্ঞতা, জ্ঞান, উপযুক্ত স্বাস্থ্য এবং সঠিক যন্ত্রপাতি ব্যবহারের প্রয়োজন বলেও জানায় পুলিশ।
জানা গেছে, গত শনিবার দুপুরের দিকে ওই দুর্ঘটনাটি ঘটে। সে সময় একটি পর্বতারোহী দলের সঙ্গে ছিলেন ওই ব্যক্তি। পরে দলের বাকি সদস্যরা আবিষ্কার করেন, তাঁদের সঙ্গে থাকা একজন নিখোঁজ। এ অবস্থায় তাঁকে খুঁজতে ওই দলেরই একজন সদস্য নিচের দিকে নেমে আসেন। একপর্যায়ে তারানাকি পর্বতের উদ্ধারকারী দলের এক সদস্যের সাহায্য নিয়ে দুর্ঘটনাকবলিত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়। উদ্ধারের সময় ওই ব্যক্তিকে প্রায় সুস্থ অবস্থায়ই পাওয়া গেছে।
নিউজিল্যান্ডের সবচেয়ে ভয়ংকর পর্বত হিসেবে মাউন্ট তারানাকির কুখ্যাতি রয়েছে। ২০২১ সালে একই পথ দিয়ে এই পর্বতে আরোহণ করতে গিয়ে দুজন প্রাণ হারিয়েছিলেন।
নিউজিল্যান্ডে পর্বতারোহণের সময় ৬০০ মিটার উঁচু থেকে পড়ে গেলেও অবিশ্বাস্যভাবে বেঁচে গেছেন এক ব্যক্তি। শুধু তা-ই নয়, দু-একটি মামুলি ছোট ছাড়া বড় কোনো আঘাত পাননি তিনি।
নিউজিল্যান্ডের পুলিশের বরাত দিয়ে আজ সোমবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার শিকার ওই ব্যক্তি দেশটির নর্থ আইল্যান্ডে অবস্থিত তারানাকি পর্বতে আরোহণ করছিলেন।
ধারণা করা হচ্ছে, স্বাভাবিকের চেয়ে কিছুটা উষ্ণ এবং বসন্তকালীন আবহাওয়া বিরাজ করায় জমাট বরফ কিছুটা নরম হয়ে ছিল। ফলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন ওই পর্বতারোহী। তাঁকে ‘সৌভাগ্যবান’ আখ্যা দিয়েছে নিউজিল্যান্ডের পুলিশ।
এ বিষয়ে স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যেখান থেকে ওই পর্বতারোহী পড়ে গেছেন তার উচ্চতা আইফেল টাওয়ারের দ্বিগুণ।
পুলিশ বলেছে, ‘প্রাণে বেঁচে যাওয়ার ক্ষেত্রে তিনি বিরল সৌভাগ্যবান ব্যক্তি। এই ধরনের চ্যালেঞ্জিং জায়গায় কোনো কিছু ভুল হয়ে গেলে মারাত্মক পরিণতি ভোগ করতে হয়।’
তারানাকি পর্বতে আরোহণের জন্য অনেক অভিজ্ঞতা, জ্ঞান, উপযুক্ত স্বাস্থ্য এবং সঠিক যন্ত্রপাতি ব্যবহারের প্রয়োজন বলেও জানায় পুলিশ।
জানা গেছে, গত শনিবার দুপুরের দিকে ওই দুর্ঘটনাটি ঘটে। সে সময় একটি পর্বতারোহী দলের সঙ্গে ছিলেন ওই ব্যক্তি। পরে দলের বাকি সদস্যরা আবিষ্কার করেন, তাঁদের সঙ্গে থাকা একজন নিখোঁজ। এ অবস্থায় তাঁকে খুঁজতে ওই দলেরই একজন সদস্য নিচের দিকে নেমে আসেন। একপর্যায়ে তারানাকি পর্বতের উদ্ধারকারী দলের এক সদস্যের সাহায্য নিয়ে দুর্ঘটনাকবলিত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়। উদ্ধারের সময় ওই ব্যক্তিকে প্রায় সুস্থ অবস্থায়ই পাওয়া গেছে।
নিউজিল্যান্ডের সবচেয়ে ভয়ংকর পর্বত হিসেবে মাউন্ট তারানাকির কুখ্যাতি রয়েছে। ২০২১ সালে একই পথ দিয়ে এই পর্বতে আরোহণ করতে গিয়ে দুজন প্রাণ হারিয়েছিলেন।
ভেনিস উপহ্রদের দক্ষিণে অবস্থিত পরিত্যক্ত দ্বীপ পোভেলিয়া। এর নাম শুনলেই অনেকের মনে আসে প্লেগ আক্রান্তদের গণকবর, মানসিক রোগীদের জন্য নির্মিত পুরোনো আশ্রম এবং ভুতুড়ে ইতিহাসের কথা। সেই দ্বীপ এবার নতুন পরিচয়ে আবির্ভূত হতে যাচ্ছে।
৬ ঘণ্টা আগেগত ১২ জুন ইংল্যান্ডে হৃদ্রোগে আক্রান্ত মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতের বিলিয়নিয়ার ব্যবসায়ী সঞ্জয় কাপুর। তাঁর এই আকস্মিক মৃত্যুর পর রেখে যাওয়া বিপুল সম্পদ কার জিম্মায় যাবে, তা নিয়ে এখন উত্তাল কাপুর পরিবার।
৭ ঘণ্টা আগেতিন মাস আগে জীবিকার সন্ধানে রাজস্থানে যান আমির। রাজস্থানে পৌঁছানোর পর দুই মাস আগে তাঁকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। তাঁর কাছে ভারতের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও কোনো তদন্ত বা আদালতের হস্তক্ষেপ ছাড়াই তাঁকে বিদেশি তকমা দিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানো হয়।
৮ ঘণ্টা আগেগাজার হৃদয়বিদারক বাস্তবতার ছবি তুলে ধরেছেন একজন ফিলিস্তিনি শিল্পী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সন্তানদের মুখে এক বেলার খাবার তুলে দিতে চিত্রশিল্পী তাহা আবু ঘালি নিজের আঁকা ছবি পুড়িয়ে রান্নার জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করছেন।
৮ ঘণ্টা আগে