Ajker Patrika

নাগরিকদের চীন সফর না করার আহ্বান তাইপের

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১০: ৩২
নাগরিকদের চীন সফর না করার আহ্বান তাইপের

চীনে সম্প্রতি শিশুদের মধ্যে অজ্ঞাত নিউমোনিয়া ছড়িয়ে পড়ে। এতে শ্বাসকষ্টজনিত অসুস্থতার তীব্রতা বেড়েছে। এ কারণে দেশটিতে ভ্রমণ এড়িয়ে চলতে বৃদ্ধ, কম বয়সী এবং রোগ প্রতিরোধক্ষমতা কম এমন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে তাইওয়ান সরকার। গতকাল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত সপ্তাহে চীনকে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অনুরোধ করেছে। সংস্থাটির কর্মকর্তা বলছেন, দেশটিতে শ্বাসকষ্টজনিত অসুস্থতার প্রবণতা কোভিড-১৯-পূর্ববর্তী সময়ের তুলনায় বেশি না।

চীনে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম (সার্স) প্রাদুর্ভাবের পর থেকেই পাশের দেশ তাইওয়ান এ রোগের বিস্তার নিয়ে আতঙ্কগ্রস্ত হয়। ২০০২-২০০৩ সালে সার্সে বিশ্বব্যাপী প্রায় ৮০০ জনের মৃত্যু হয়েছিল। চীন প্রাথমিকভাবে সেই প্রাদুর্ভাব ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত