Ajker Patrika

ফিলিপাইনে লাইভ অনুষ্ঠানে উপস্থাপককে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক
Thumbnail image

সরাসরি সম্প্রচারে থাকা অবস্থায় ফিলিপাইনে এক রেডিও উপস্থাপককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ রোববার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হত্যার শিকার ওই ব্যক্তির নাম জুয়ান জুমালোন। তিনি ডিজে জনি ওয়াকার নামেও পরিচিত। এই হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট মর্কোস জুনিয়র। 

ফিলিপাইনের ন্যাশনাল ইউনিয়ন ফর জার্নালিস্টের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুনে মার্কোস জুনিয়র দেশটির প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এখন পর্যন্ত চার সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 

ওই সাংবাদিক ইউনিয়ন দাবি করেছে, সর্বশেষ সাংবাদিক হত্যার ঘটনাটি সবচেয়ে বেশি নিন্দনীয়। কারণ ডিজে জনিকে তাঁর বাসায় ঢুকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই বাসাটি একটি রেডিও স্টেশন হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৫টার দিকে ফেসবুকে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে ছিলেন জনি। এ সময় সন্দেহভাজন হত্যাকারী তাঁর রেকর্ডিং বুথে প্রবেশ করে এবং গুলি করে। 
পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, হত্যার আগে সন্দেহভাজন ব্যক্তি জনি রেডিও বুথে প্রবেশ করার অনুমতি চায় এই বলে যে—তিনি একটি জরুরি বিষয় ঘোষণা করতে চান। 

পুলিশ জানিয়েছে, হত্যাকারীকে শনাক্ত করার জন্য তারা ইতিমধ্যেই জনির বাড়ির আশপাশে থাকা বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। গুলিবিদ্ধ হওয়ার পর জনিকে তাঁর স্ত্রী দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই জনির মৃত্যু হয়েছে। 

এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া দেখিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট মর্কোস জুনিয়র। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্সে এক টুইট বার্তায় তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীকে যত দ্রুত সম্ভব বিচারের আওতায় আনা হয়। 

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থা বলেছে, সারা বিশ্বে সাংবাদিকদের জন্য ফিলিপাইন একটি ভয়ংকর দেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত