Ajker Patrika

বাদুড় থেকেই ছড়িয়েছে করোনাভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাদুড় থেকেই ছড়িয়েছে করোনাভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নভেল করোনাভাইরাসের উৎস নিয়ে আজ মঙ্গলবার তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এই প্রতিবেদনের একটি খসড়া পেয়েছে বার্তা সংস্থা এএফপি। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং চীনা বিশেষজ্ঞ দল ধারণা করছে ভাইরাসটি বাদুড় থেকেই কোনো মধ্যবর্তী কোনো পশু বা পাখির মাধ্যমে মানুষকে সংক্রমিত করেছে।

তবে কীভাবে এবং কোন প্রাণীর মাধ্যমে এটি মানবদেহে প্রবেশ করেছে তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি বিশেষজ্ঞরা।

ছবি: রয়টার্স বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রেইয়েসুস জানিয়েছেন, গ্রিনিচ মান সময় মঙ্গলবার ২টায় (বাংলাদেশ সময় রাত ৮টায়)  গবেষকদের সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। করোনার উৎস নিয়ে আরও তদন্ত প্রয়োজন বলেও উল্লেখ করেন গেব্রেইয়েসুস।  

করোনাভাইরাসের উৎস তদন্তে গত জানুয়ারিতে চীনে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষক দল। 

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বে এ পর্যন্ত ২৭ লাখ মানুষের মৃত্যু হয়েছে। সম্প্রতি করোনার সংক্রমণ বাড়তে শুরু করায় বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে লকডাউন ও কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

সূত্র: এএফপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত