ঢাকা: অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা ছাড়াই ভ্রমণ চালু করা হয়েছে।
আজ সোমবার অস্ট্রেলিয়া থেকে প্রথম ফ্লাইট নিউজিল্যান্ডের অকল্যান্ডে এসে পৌঁছায়। দীর্ঘ এক বছর পর কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণ করতে পেরে এক আবেগঘন অবস্থা তৈরি হয় অকল্যান্ড বিমানবন্দরে। যা এক মিলনমেলায় রূপ নেয়। প্রথমদিন ভ্রমণের জন্য বুকিং দিয়েছেন প্রায় কয়েক হাজার যাত্রী।
নিউজিল্যান্ডের বিভিন্ন অংশে ভ্রমণের জন্য আজ সোমবার মুখিয়ে ছিল অস্ট্রেলিয়ার বাসিন্দারা। ভোর থেকেই তারা বিমানবন্দরে আসার প্রস্তুতি নেওয়া শুরু করে।
সিডনি বিমানবন্দরে ডন ট্রাট নামে এক যাত্রী বিবিসিকে বলেন, ‘আমি আজ এতোটাই আবেগাপ্লুত যা ভাষায় প্রকাশের মতো নয়।’
জন পালালাগি বলেন, ‘গত সপ্তাহের বৃহস্পতিবার আমার বড় ভাই মারা গেছেন, কিন্তু আমরা যেতে পারিনি। কিন্তু এখন আমরা কোয়ারেন্টিন ছাড়া বাড়ি যাওয়ার সুযোগ পাচ্ছি, সেটা খুব ভালো।’
নিরালি জোহাল নামে অপর এক যাত্রী জানান তিনি দুই বছরেরও বেশি সময় পর নিজের সঙ্গীকে দেখতে যাচ্ছেন। তিনি বলেন, ‘গত রাতে আমি ঘুমাতে পারিনি। দেখা হতে চলেছে আর আমরা স্বাভাবিক জীবন কাটাতে পারবো তাতেই আমরা খুশি।’
প্রসঙ্গত, কঠোর বিধিনিষেধ অনুসরণ করে করোনা মোকাবিলায় অনেকটাই সফল ওশেনিয়া অঞ্চলের দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়াতে করোনা আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৫৩১ জন, মারা গেছেন ৯১০ জন। নিউজিল্যান্ডে করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৯৬ জন মারা গেছেন ২৬ জন। যা অন্যান্য দেশের তুলনায় অনেক কম।
উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে করোনা সংক্রমণ রোধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নিজেদের সীমান্ত বন্ধ করে দেয়। আর নিজেদের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে।
ঢাকা: অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা ছাড়াই ভ্রমণ চালু করা হয়েছে।
আজ সোমবার অস্ট্রেলিয়া থেকে প্রথম ফ্লাইট নিউজিল্যান্ডের অকল্যান্ডে এসে পৌঁছায়। দীর্ঘ এক বছর পর কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণ করতে পেরে এক আবেগঘন অবস্থা তৈরি হয় অকল্যান্ড বিমানবন্দরে। যা এক মিলনমেলায় রূপ নেয়। প্রথমদিন ভ্রমণের জন্য বুকিং দিয়েছেন প্রায় কয়েক হাজার যাত্রী।
নিউজিল্যান্ডের বিভিন্ন অংশে ভ্রমণের জন্য আজ সোমবার মুখিয়ে ছিল অস্ট্রেলিয়ার বাসিন্দারা। ভোর থেকেই তারা বিমানবন্দরে আসার প্রস্তুতি নেওয়া শুরু করে।
সিডনি বিমানবন্দরে ডন ট্রাট নামে এক যাত্রী বিবিসিকে বলেন, ‘আমি আজ এতোটাই আবেগাপ্লুত যা ভাষায় প্রকাশের মতো নয়।’
জন পালালাগি বলেন, ‘গত সপ্তাহের বৃহস্পতিবার আমার বড় ভাই মারা গেছেন, কিন্তু আমরা যেতে পারিনি। কিন্তু এখন আমরা কোয়ারেন্টিন ছাড়া বাড়ি যাওয়ার সুযোগ পাচ্ছি, সেটা খুব ভালো।’
নিরালি জোহাল নামে অপর এক যাত্রী জানান তিনি দুই বছরেরও বেশি সময় পর নিজের সঙ্গীকে দেখতে যাচ্ছেন। তিনি বলেন, ‘গত রাতে আমি ঘুমাতে পারিনি। দেখা হতে চলেছে আর আমরা স্বাভাবিক জীবন কাটাতে পারবো তাতেই আমরা খুশি।’
প্রসঙ্গত, কঠোর বিধিনিষেধ অনুসরণ করে করোনা মোকাবিলায় অনেকটাই সফল ওশেনিয়া অঞ্চলের দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়াতে করোনা আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৫৩১ জন, মারা গেছেন ৯১০ জন। নিউজিল্যান্ডে করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৯৬ জন মারা গেছেন ২৬ জন। যা অন্যান্য দেশের তুলনায় অনেক কম।
উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে করোনা সংক্রমণ রোধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নিজেদের সীমান্ত বন্ধ করে দেয়। আর নিজেদের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানিয়েছেন, বেলুচিস্তানের রেকো ডিক খনি থেকে দেশের ভবিষ্যৎ সমৃদ্ধি নির্ভর করছে। তিনি বিশ্বাস করেন, চীন যদি পাশে থাকে, তাহলে বিশ্বের অন্যতম বৃহৎ সোনা ও তামার খনিকে ঘিরে পাকিস্তানের অর্থনৈতিক চেহারা পাল্টে যেতে পারে।
৪ ঘণ্টা আগেগত সপ্তাহেই কেনিয়ার আদালতের এক ম্যাজিস্ট্রেট আশা প্রকাশ করেছেন, ব্রিটিশ সম্পদশালী ব্যবসায়ী হ্যারি রয় ভিভার্সের আত্মা এবার হয়তো শান্তি পাবে। কিন্তু মৃত্যুর ১২ বছর পরও তাঁর মরদেহ কোথায় শায়িত হবে, সে প্রশ্ন এখনো অনির্ধারিতই রয়ে গেছে।
৭ ঘণ্টা আগেউপহারটি যখন দেওয়া হয়, তখন আফসারের দোকান বন্ধ ছিল। গত শুক্রবার তিনি দোকানে পৌঁছে উপহারটি খোলেন এবং দেখেন যে স্পিকারগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভারী।
৭ ঘণ্টা আগেতানজানিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত নর্থ মারা সোনার খনি একদিকে যেমন দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে, অন্যদিকে স্থানীয় মানুষের জন্য নিয়ে এসেছে ভয়াবহ দুর্দশা, নির্যাতন আর মৃত্যু। আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে বাড়ায় এ খনিকে কেন্দ্র করে রাজনৈতিক দমন-পীড়ন, পুলিশি সহিংসতা ও অপহরণের মতো ঘটনা বাড়ছে।
৮ ঘণ্টা আগে