Ajker Patrika

নিউজিল্যান্ডের সঙ্গে কোয়ারিন্টিনমুক্ত ভ্রমণ  চালু করল অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডের সঙ্গে কোয়ারিন্টিনমুক্ত ভ্রমণ  চালু করল অস্ট্রেলিয়া

ঢাকা: অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা ছাড়াই ভ্রমণ চালু করা হয়েছে।

আজ সোমবার অস্ট্রেলিয়া থেকে প্রথম ফ্লাইট নিউজিল্যান্ডের অকল্যান্ডে এসে পৌঁছায়। দীর্ঘ এক বছর পর কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণ করতে পেরে এক আবেগঘন অবস্থা তৈরি হয় অকল্যান্ড বিমানবন্দরে। যা এক মিলনমেলায় রূপ নেয়। প্রথমদিন ভ্রমণের জন্য বুকিং দিয়েছেন প্রায় কয়েক হাজার যাত্রী।

নিউজিল্যান্ডের বিভিন্ন অংশে ভ্রমণের জন্য আজ সোমবার মুখিয়ে ছিল অস্ট্রেলিয়ার বাসিন্দারা। ভোর থেকেই তারা বিমানবন্দরে আসার প্রস্তুতি নেওয়া শুরু করে।

সিডনি বিমানবন্দরে ডন ট্রাট নামে এক যাত্রী বিবিসিকে বলেন, ‘আমি আজ এতোটাই আবেগাপ্লুত যা ভাষায় প্রকাশের মতো নয়।’ 

জন পালালাগি বলেন, ‘গত সপ্তাহের বৃহস্পতিবার আমার বড় ভাই মারা গেছেন, কিন্তু আমরা যেতে পারিনি। কিন্তু এখন আমরা কোয়ারেন্টিন ছাড়া বাড়ি যাওয়ার সুযোগ পাচ্ছি, সেটা খুব ভালো।’

নিরালি জোহাল নামে অপর এক যাত্রী জানান তিনি দুই বছরেরও বেশি সময় পর নিজের সঙ্গীকে দেখতে যাচ্ছেন। তিনি বলেন, ‘গত রাতে আমি ঘুমাতে পারিনি। দেখা হতে চলেছে আর আমরা স্বাভাবিক জীবন কাটাতে পারবো তাতেই আমরা খুশি।’

প্রসঙ্গত, কঠোর বিধিনিষেধ অনুসরণ করে করোনা মোকাবিলায় অনেকটাই সফল ওশেনিয়া অঞ্চলের দুই দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত অস্ট্রেলিয়াতে করোনা আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৫৩১ জন, মারা গেছেন ৯১০ জন। নিউজিল্যান্ডে করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৯৬ জন মারা গেছেন ২৬ জন। যা অন্যান্য দেশের তুলনায় অনেক কম।    

উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে করোনা সংক্রমণ রোধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নিজেদের সীমান্ত বন্ধ করে দেয়। আর নিজেদের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত