Ajker Patrika

চার বছরের শিশু ক্লিও স্মিথ উদ্ধার, বিচারের মুখোমুখি অপহরণকারী

চার বছরের শিশু ক্লিও স্মিথ উদ্ধার, বিচারের মুখোমুখি অপহরণকারী

চার বছরের শিশু ক্লিও স্মিথকে অপহরণের অপরাধে টেরেন্স ড্যারেল কেলিকে (৩৬) দোষী সাব্যস্থ করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হয়। খবর বিবিসির। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টেরেন্স ড্যারেল কেলিকে কারনারভনের আদালতে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে ১৬ বছরের কম শিশুকে জোরপূর্বক/প্রতারণা/প্রলুদ্ধ করে তুলে নেওয়ার অভিযোগ আনা হয়েছে। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, গ্রেপ্তার কেলির সঙ্গে অপহরণের শিকার ক্লিও স্মিথের পরিবারের সঙ্গে আগে থেকে কোনো সম্পর্ক ছিল না। 

অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গ্রেপ্তার টেরেন্স ড্যারেল কেলিকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে। 

পুলিশের অভিযোগ, তিনি একাই অপহরণের সঙ্গে জড়িত ছিলেন। এটি পূর্বপরিকল্পিত ঘটনা নয়। 

এর আগে গতকাল বুধবার অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে নিখোঁজ হওয়ার ১৮ দিন পর চার বছর বয়সি এক শিশুকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফরেনসিক সূত্র ধরে কারনারভন অঞ্চলের একটি বাড়িতে গতকাল বুধবার অভিযান চালিয়ে ক্লিও স্মিথকে উদ্ধার করা হয়। 

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের ডেপুটি কমিশনার কল ব্লানচ এক বিবৃতিতে বলেছেন, ‘পুলিশ ছোট্ট ক্লিওকে (ওই বাড়ির) একটি কক্ষ থেকে উদ্ধার করেছে।’ “আমাদের এক কর্মকর্তা শিশুটিকে কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করেন, ‘তোমার নাম কী?’ শিশুটি জবাব দেয়, ‘আমার নাম ক্লিও”, যোগ করেন কল ব্লানচ। 

মেয়েকে ফিরে পেয়ে ক্লিও স্মিথের মা এলি স্মিথ ইনস্টগ্রামে লিখেছেন, ‘আমাদের পরিবার পূর্ণতা ফিরে এল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত