চার বছরের শিশু ক্লিও স্মিথকে অপহরণের অপরাধে টেরেন্স ড্যারেল কেলিকে (৩৬) দোষী সাব্যস্থ করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হয়। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টেরেন্স ড্যারেল কেলিকে কারনারভনের আদালতে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে ১৬ বছরের কম শিশুকে জোরপূর্বক/প্রতারণা/প্রলুদ্ধ করে তুলে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, গ্রেপ্তার কেলির সঙ্গে অপহরণের শিকার ক্লিও স্মিথের পরিবারের সঙ্গে আগে থেকে কোনো সম্পর্ক ছিল না।
অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গ্রেপ্তার টেরেন্স ড্যারেল কেলিকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশের অভিযোগ, তিনি একাই অপহরণের সঙ্গে জড়িত ছিলেন। এটি পূর্বপরিকল্পিত ঘটনা নয়।
এর আগে গতকাল বুধবার অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে নিখোঁজ হওয়ার ১৮ দিন পর চার বছর বয়সি এক শিশুকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফরেনসিক সূত্র ধরে কারনারভন অঞ্চলের একটি বাড়িতে গতকাল বুধবার অভিযান চালিয়ে ক্লিও স্মিথকে উদ্ধার করা হয়।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের ডেপুটি কমিশনার কল ব্লানচ এক বিবৃতিতে বলেছেন, ‘পুলিশ ছোট্ট ক্লিওকে (ওই বাড়ির) একটি কক্ষ থেকে উদ্ধার করেছে।’ “আমাদের এক কর্মকর্তা শিশুটিকে কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করেন, ‘তোমার নাম কী?’ শিশুটি জবাব দেয়, ‘আমার নাম ক্লিও”, যোগ করেন কল ব্লানচ।
মেয়েকে ফিরে পেয়ে ক্লিও স্মিথের মা এলি স্মিথ ইনস্টগ্রামে লিখেছেন, ‘আমাদের পরিবার পূর্ণতা ফিরে এল।’
চার বছরের শিশু ক্লিও স্মিথকে অপহরণের অপরাধে টেরেন্স ড্যারেল কেলিকে (৩৬) দোষী সাব্যস্থ করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হয়। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টেরেন্স ড্যারেল কেলিকে কারনারভনের আদালতে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে ১৬ বছরের কম শিশুকে জোরপূর্বক/প্রতারণা/প্রলুদ্ধ করে তুলে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, গ্রেপ্তার কেলির সঙ্গে অপহরণের শিকার ক্লিও স্মিথের পরিবারের সঙ্গে আগে থেকে কোনো সম্পর্ক ছিল না।
অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, গ্রেপ্তার টেরেন্স ড্যারেল কেলিকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশের অভিযোগ, তিনি একাই অপহরণের সঙ্গে জড়িত ছিলেন। এটি পূর্বপরিকল্পিত ঘটনা নয়।
এর আগে গতকাল বুধবার অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে নিখোঁজ হওয়ার ১৮ দিন পর চার বছর বয়সি এক শিশুকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করে পুলিশ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফরেনসিক সূত্র ধরে কারনারভন অঞ্চলের একটি বাড়িতে গতকাল বুধবার অভিযান চালিয়ে ক্লিও স্মিথকে উদ্ধার করা হয়।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের ডেপুটি কমিশনার কল ব্লানচ এক বিবৃতিতে বলেছেন, ‘পুলিশ ছোট্ট ক্লিওকে (ওই বাড়ির) একটি কক্ষ থেকে উদ্ধার করেছে।’ “আমাদের এক কর্মকর্তা শিশুটিকে কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করেন, ‘তোমার নাম কী?’ শিশুটি জবাব দেয়, ‘আমার নাম ক্লিও”, যোগ করেন কল ব্লানচ।
মেয়েকে ফিরে পেয়ে ক্লিও স্মিথের মা এলি স্মিথ ইনস্টগ্রামে লিখেছেন, ‘আমাদের পরিবার পূর্ণতা ফিরে এল।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার কিছু অংশ দখলের একটি পরিকল্পনা দেশটির নিরাপত্তা মন্ত্রিসভায় উপস্থাপন করেছেন। দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচের সম্ভাব্য পদত্যাগ ঠেকাতেই এই পরিকল্পনা হাজির করেছেন নেতানিয়াহু। এমনটাই জানিয়েছে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেৎজ।
১১ মিনিট আগেঅধিকৃত পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তার উম্ম আল-খাইর গ্রামে এক ইসরায়েলি দখলদারের গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি শিক্ষক ও সমাজকর্মী ওদে মুহাম্মদ হাদালিন। গতকাল সোমবার, স্থানীয় সময় সন্ধ্যায় গ্রামটির কমিউনিটি সেন্টারের সামনে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়...
৩০ মিনিট আগেডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো স্বীকার করেছেন, গাজায় ‘সত্যিকারের দুর্ভিক্ষ’ চলছে এবং এর পরপরই তিনি ইসরায়েলকে নির্দেশ দেন, ‘এক বিন্দু খাবারও যেন গাজায় ঢুকতে বাধা না পায়।’ ব্রিটেন সফররত মার্কিন প্রেসিডেন্ট গতকাল সোমবার এই বক্তব্য দেন।
১ ঘণ্টা আগেসংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি। কিন্তু তারা আবার সক্ষমতা অর্জনের চেষ্টা করতে পারে। কিন্তু তা করলে এবার আরও দ্রুত হামলা হবে। আর এবার ধ্বংস এত বেশি হবে যে আঙুল তুলেও দেখাতে পারবে না।’
২ ঘণ্টা আগে