মৃত্যুর মিছিল থামছেই না তুরস্ক ও সিরিয়ায়। গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভয়াবহ ভূমিকম্পের পর মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৭ হাজার ৪৫৭ জনে দাঁড়িয়েছে। জাতিসংঘ ও সিরিয়া সরকারের বরাত দিয়ে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
জাতিসংঘ জানিয়েছে, আজ মঙ্গলবার পর্যন্ত তুরস্কে নিহতের সংখ্যা ৩১ হাজার ৬৪৩ জনে পৌঁছেছে। অন্যদিকে সিরিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৮১৪তে দাঁড়িয়েছে।
এদিকে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম অঞ্চলে সহায়তা দিতে জাতিসংঘের প্রবেশের অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি বলেছেন, তুরস্কের দুটি সীমান্ত ক্রসিং ব্যবহার করে জাতিসংঘের কর্মকর্তারা উত্তর-পশ্চিম সিরিয়ায় প্রবেশ করতে পারবেন।
এদিকে অষ্টম দিনের উদ্ধার অভিযানেও তুরস্কের ধ্বংসস্তূপের নিচ থেকে প্রাণের সন্ধান মিলছে। উদ্ধারকারীরা বলছেন, যত সময় গড়াচ্ছে, ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে।
তবে গতকাল নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে তুরস্ক ছেড়েছে ভূমিকম্পে উদ্ধার সহায়তায় আসা ইসরায়েলের একটি ত্রাণ সংস্থার কর্মীরা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ছয় দিন থাকার পর রোববার তুরস্ক ছেড়েছে ‘ইউনাইটেড হাটজালাহ’ নামের ওই সংস্থার অনুসন্ধান ও স্বেচ্ছাসেবী দলের সদস্যরা।
এর আগে একই কারণ দেখিয়ে জার্মানি ও অস্ট্রিয়ার উদ্ধারকারী দল তুরস্ক ছেড়ে চলে যায়। জার্মানি থেকে আসা উদ্ধারকারী দল ও অস্ট্রিয়ার সেনাবাহিনী গত শনিবার তাদের উদ্ধার অভিযান স্থগিত করে। জার্মান গ্রুপ আইএসএআর জানায়, সিরিয়া সীমান্তে স্থানীয় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। তাই নিরাপত্তা বিবেচনায় দেশে ফিরে যান উদ্ধারকারী দলের কর্মীরা।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ তুরস্কে লুটপাট ও সংঘর্ষের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। লুটপাটের অভিযোগে ইতিমধ্যে অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বেশ কয়েকটি বন্দুকও জব্দ করেছে পুলিশ।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তিনি প্রয়োজনে আইন ভঙ্গকারীর বিরুদ্ধে জরুরি ক্ষমতা ব্যবহার করবেন। যারা লুটপাটের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে উত্তর-পশ্চিম সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেট। সেখানে দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধের কারণে ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তুরস্ক ও সিরিয়ায় গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে গুঁড়িয়ে যায় দুই দেশের হাজার হাজার হাসপাতাল, স্কুল ও অ্যাপার্টমেন্ট ভবন। এতে গৃহহীন হয়ে পড়ে দেশ দুটির লাখ লাখ মানুষ। উদ্ভূত ঘটনার প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ১০ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন।
মৃত্যুর মিছিল থামছেই না তুরস্ক ও সিরিয়ায়। গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভয়াবহ ভূমিকম্পের পর মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৭ হাজার ৪৫৭ জনে দাঁড়িয়েছে। জাতিসংঘ ও সিরিয়া সরকারের বরাত দিয়ে আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
জাতিসংঘ জানিয়েছে, আজ মঙ্গলবার পর্যন্ত তুরস্কে নিহতের সংখ্যা ৩১ হাজার ৬৪৩ জনে পৌঁছেছে। অন্যদিকে সিরিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৮১৪তে দাঁড়িয়েছে।
এদিকে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম অঞ্চলে সহায়তা দিতে জাতিসংঘের প্রবেশের অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি বলেছেন, তুরস্কের দুটি সীমান্ত ক্রসিং ব্যবহার করে জাতিসংঘের কর্মকর্তারা উত্তর-পশ্চিম সিরিয়ায় প্রবেশ করতে পারবেন।
এদিকে অষ্টম দিনের উদ্ধার অভিযানেও তুরস্কের ধ্বংসস্তূপের নিচ থেকে প্রাণের সন্ধান মিলছে। উদ্ধারকারীরা বলছেন, যত সময় গড়াচ্ছে, ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে।
তবে গতকাল নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে তুরস্ক ছেড়েছে ভূমিকম্পে উদ্ধার সহায়তায় আসা ইসরায়েলের একটি ত্রাণ সংস্থার কর্মীরা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ছয় দিন থাকার পর রোববার তুরস্ক ছেড়েছে ‘ইউনাইটেড হাটজালাহ’ নামের ওই সংস্থার অনুসন্ধান ও স্বেচ্ছাসেবী দলের সদস্যরা।
এর আগে একই কারণ দেখিয়ে জার্মানি ও অস্ট্রিয়ার উদ্ধারকারী দল তুরস্ক ছেড়ে চলে যায়। জার্মানি থেকে আসা উদ্ধারকারী দল ও অস্ট্রিয়ার সেনাবাহিনী গত শনিবার তাদের উদ্ধার অভিযান স্থগিত করে। জার্মান গ্রুপ আইএসএআর জানায়, সিরিয়া সীমান্তে স্থানীয় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। তাই নিরাপত্তা বিবেচনায় দেশে ফিরে যান উদ্ধারকারী দলের কর্মীরা।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ তুরস্কে লুটপাট ও সংঘর্ষের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। লুটপাটের অভিযোগে ইতিমধ্যে অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বেশ কয়েকটি বন্দুকও জব্দ করেছে পুলিশ।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তিনি প্রয়োজনে আইন ভঙ্গকারীর বিরুদ্ধে জরুরি ক্ষমতা ব্যবহার করবেন। যারা লুটপাটের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে উত্তর-পশ্চিম সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় উদ্ধার অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেট। সেখানে দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধের কারণে ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তুরস্ক ও সিরিয়ায় গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে গুঁড়িয়ে যায় দুই দেশের হাজার হাজার হাসপাতাল, স্কুল ও অ্যাপার্টমেন্ট ভবন। এতে গৃহহীন হয়ে পড়ে দেশ দুটির লাখ লাখ মানুষ। উদ্ভূত ঘটনার প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ১০ প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন।
পশ্চিমবঙ্গের তিস্তা অববাহিকায় সম্প্রতি অনুষ্ঠিত ‘তিস্তা প্রহার’ সামরিক মহড়াকে ঘিরে নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে ভারত। শিলিগুড়ি করিডরের কাছে হওয়া এই বৃহৎ মহড়ায় আধুনিক অস্ত্র ও যৌথ যুদ্ধ-কৌশল প্রদর্শনের মাধ্যমে ভারত প্রতিবেশী দেশগুলোকে বার্তা দেওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
১ ঘণ্টা আগেতুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি প্রতিনিধিদল পাঠিয়েছেন। মস্কোর সময় গতকাল বুধবার (১৪ মে) মধ্যরাতের একটু আগে ক্রেমলিন আলোচনায় অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করে।
২ ঘণ্টা আগেইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন—গাজা অঞ্চলকে ‘স্বাধীন এলাকা’ হিসেবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের উচিত সেখানে সরাসরি হস্তক্ষেপ করা। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘গাজার জন্য আমার কিছু পরিকল্পনা আছে, যেগুলো খুবই ভালো।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ফিলিস্তিনি ভূখণ্ড গাজাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত গাজার নিয়ন্ত্রণ নেওয়া এবং তিনি অঞ্চলটি একটি ‘ফ্রিডম জোন’ বা ‘স্বাধীন অঞ্চল’ বানানোর প্রস্তাব দিয়েছেন। আজ বৃহস্পতিবার কাতারে এক ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে তিনি...
৩ ঘণ্টা আগে