Ajker Patrika

ভূমধ্যসাগর থেকে সপ্তাহান্তে ৭ শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আপডেট : ০২ আগস্ট ২০২১, ১২: ০৭
ভূমধ্যসাগর থেকে সপ্তাহান্তে ৭ শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ভূমধ্যসাগর থেকে গত সপ্তাহান্তে সাত শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই উদ্ধার হয়েছে লিবিয়া এবং মাল্টা উপকূল থেকে। গতকাল রোববার জার্মানভিত্তিক মানবিক সহায়তা প্রদানকারী সংগঠন এসএমএস মেডিটারেনির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 

এসওএস মেডিটারেনির পক্ষ থেকে বলা হয়, তাদের উদ্ধারকারী জাহাজ দ্য ওশেন ভাইকিং গত শনিবার থেকে এই পর্যন্ত ছয়টি অভিযান চালিয়ছে। সর্বশেষ মাল্টা উপকূল থেকে সংগঠনটি ১০৬ জনকে উদ্ধার করেছে। 

একটি টুইট বার্তায় এসওএস মেডিটারেনির পক্ষ থেকে একটি টুইট বার্তায় বলা হয়, উদ্ধার হওয়াদের মধ্যে তিন মাসের একটি শিশু ছিল। 

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, গতকাল রোববার মধ্য ভূমধ্যসাগরে আটকে পড়া ৪০০ অভিবাসনপ্রত্যাশীকে সম্প্রতি উদ্ধার করে দ্য ওশেন ভাইকিং এবং জার্মানভিত্তিক আরেকটি মানবিক সহায়তা প্রদানকারী সংগঠনের উদ্ধারকারী জাহাজ রেসকিউশিপ। 

চলতি সপ্তাহে চালানো অভিযানে দ্য ওশেন ভাইকিং ৫৫৫ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে। এদের মধ্যে কমপক্ষে ২৮ জন নারী রয়েছে। যাদের মধ্যে দুজন অন্তঃসত্ত্বা নারী ছিলেন। তবে উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদেরকে কোথায় রেখে আসা হবে তা নিয়ে বিস্তারিত জানা যায়নি। 

 জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হিসাবে, অভ্যন্তরীণ সংঘাত এবং দারিদ্র্য থেকে বাঁচতে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে মানুষ ভাগ্যের সন্ধানে ইউরোপ পালাচ্ছে। চলতি বছর এভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে কমপক্ষে ১ হাজার ১০০ জন প্রাণ হারিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত