Ajker Patrika

করোনার ডেলটা ধরন বিশ্বের ১৩৫ দেশে ছড়িয়েছে

করোনার ডেলটা ধরন বিশ্বের ১৩৫ দেশে ছড়িয়েছে

করোনায় বিশ্ব জুড়ে ফের বাড়তে শুরু করেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ২৭০ জন; যা আগের দিনের তুলনায় প্রায় আড়াইশো জন বেশি। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছেন ৬ লাখ ৯৭ হাজার ৩৬৬ জন; যা আগের দিনের তুলনায় প্রায় ১৭ হাজার জন বেশি। মূলত করোনার ডেলটা ধরনের কারণেই বিশ্ব জুড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। নতুন শনাক্ত হওয়া রোগীদের বেশির ভাগই করোনার ডেলটা ধরনে সংক্রমিত হচ্ছেন। 

সর্বশেষ হালনাগাদ তথ্যে গত ৩ আগস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এ পর্যন্ত বিশ্বের ১৩৫টি দেশে করোনার ডেলটা ধরন ছড়িয়েছে। শুধু ডেলটা ধরনই নয় করোনার অন্য ধরনগুলোর সংক্রমণও বাড়ছে। এ পর্যন্ত করোনার বেটা ধরন বিশ্বের ১৩২টি দেশে ছড়িয়েছে। গামা ধরন ছড়িয়েছে ৮১টি দেশে। আর আলফা ধরন ছড়িয়েছে ১৮২টি দেশে। গত ২৬ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৪০ লাখ মানুষ। 

উল্লেখ্য, শুরুতে ভারতীয় ধরন নামে পরিচিতি পেলেও পরে সেটিকে ডেলটা নাম দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে প্রথম করোনার এই ধরন শনাক্ত হয়। ডেলটা ধরনের বৈজ্ঞানিক নাম ‘বি.১. ৬১৭ ’। গত মে মাসে ডেলটা ধরনকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে তালিকাভুক্ত করা হয়। 

করোনার ডেলটা ধরনে যুক্তরাষ্ট্রে নতুন শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ তালিকার শীর্ষে ছিল দেশটি। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনা শনাক্ত হয়েছেন ১ লাখ ১৭ হাজার ২৮৮ জন।  

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি বলেছেন, ‘অতিমাত্রায় সংক্রামক করোনার ডেলটা ধরনের কারণে আগামী সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ দ্বিগুণ হয়েছে দিনে দুই লাখ করে মানুষ আক্রান্ত হতে পারেন।’

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ১৮ লাখ ৯৮ হাজার ৬৭৯ জনের। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ লাখ ৮৪ হাজার ৪৬৭ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ১৬ লাখ ২৭ হাজার ৭৯৭ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত