Ajker Patrika

বিশ্বে করোনায় আরও প্রায় ৬ হাজার মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০২১, ০৮: ৫৭
বিশ্বে করোনায় আরও প্রায় ৬ হাজার মৃত্যু

ঢাকা: করোনাভাইরাস মহামারিতে সারা বিশ্বে নতুন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মারা গেছেন ৫ হাজার ৯৬০ জন। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় দেড় হাজার। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৯ হাজার ১৭৯ জন। অর্থাৎ আগের  দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৫০ হাজারের ওপরে।  
 
গতকাল মৃতের সংখ্যা ছিল ৭ হাজার ৩৭১ জন। শনাক্ত ৩ লাখ ৬৩ হাজার ৯৯৯ জন।  

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে আজ সোমবার এ তথ্য জানা গেছে।  

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ১৮ লাখ ৬১ হাজার ২৬৮ জন। এর মধ্যে মারা গেছেন ৩৯ লাখ ৩৮ হাজার ৮১৮ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার ২৮৫ জন।         

বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ১ কোটি ১৫ লাখ ৪৮ হাজার ৮৪৯ জনে। তাঁদের মধ্যে মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ১৪ লাখ ৬৮ হাজার ০৫৫ জন এবং গুরুতর অবস্থায় আছেন ৮০ হাজার ৪৩৪ জন, যা মোট শনাক্তের শূন্য দশমিক ৭ শতাংশ।  

করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত দেশগুলো তালিকায় এক নম্বরে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৪ লাখ ৯৪ হাজার ৬৭৭ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ১৯ হাজার ৪২৪ জন মারা গেছেন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ৮৪ লাখ ২০ হাজার ৫৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৫৪৪ জনের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত