Ajker Patrika

চীনের চাহিদা ও রাশিয়ার সরবরাহ কমায় বিশ্ব বাজারে কমছে তেলের দাম 

চীনের চাহিদা ও রাশিয়ার সরবরাহ কমায় বিশ্ব বাজারে কমছে তেলের দাম 

কোভিড-১৯ মোকাবিলায় চীন অর্থনৈতিক কর্মকাণ্ড ও জ্বালানি চাহিদা সংকুচিত করার সঙ্গে সঙ্গে বিশ্ব বাজারে তেলের দাম আরও কমেছে। তবে, চীনের চাহিদা কমলেও যুক্তরাষ্ট্রের তেল বিক্রির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু ইউরোপীয় দেশগুলো এখনো রাশিয়ার অপরিশোধিত তেল ক্রয় করতে থাকায় তেলের মূল্য বৃদ্ধি কিংবা স্থিতিশীল হওয়া নিয়ে অনিশ্চিত বিশ্লেষকেরা।

গত তিন সপ্তাহে দেশটিতে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির পরিমাণ ১৫ ডলারের কাছাকাছি উঠানামা করেছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের মূল্য ব্যারেল প্রতি ১০২ ডলারের কাছাকাছি ছিল। রাশিয়ার অপরিশোধিত তেলের ওপর নিষেধাজ্ঞা থাকায় বিশ্ব বাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেও বিনিয়োগকারীরা আশা করছেন যুক্তরাষ্ট্রের তেলের বাজারে বড় ধরনের উল্লম্ফন ঘটবে। 

তবে এরই মধ্যে বিশ্ববাজারে তেলের দাম ৩ দশমিক ৪ শতাংশ কমে গেছে। বিশেষ করে শীর্ষ তেল আমদানিকারক দেশগুলোর অর্থনৈতিক সংকট থাকায় তেলের মূল্য হ্রাসের বিষয়টি প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। তবে বিশ্লেষকদের ধারণা ইউরোপ রাশিয়ার অপরিশোধিত তেল ক্রয় সীমিত করতে সম্মত হলে হয়তো তেলের দাম আবার বৃদ্ধি পাবে। তবে সংকট কেবল ইউরোপকে ঘিরেই নয়। চীন দীর্ঘমেয়াদি উৎপাদন বিরতিতে যাওয়ায় দেশটির জ্বালানি তেলের চাহিদা অনেকটাই কমে গেছে। দেশটিতে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় জ্বালানি তেলের চাহিদা শিগগিরই বাড়বে বলে মনে হয় না। 

বিশ্ব বাজারে তেলের মূল্য হ্রাস নিয়ে সিআইবিসি প্রাইভেট ওয়েলথ ম্যানেজমেন্টের একজন সিনিয়র এনার্জি ট্রেডার রেবেকা বেবিন বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন এখনো রাশিয়ার কাছ থেকে সাইডলাইনে অপরিশোধিত তেল ক্রয় করছে। আমরা রাশিয়ার তেল নিষেধাজ্ঞার বিষয়ে ইইউ থেকে আরও তথ্যের জন্য অপেক্ষা করছি।’ 

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকেই বিশ্ব বাজারে তেলের মূল্য নিয়ে অস্থিরতা চলছে। চীনের স্বল্প চাহিদা এবং রাশিয়া থেকে সরবরাহ হ্রাসের ফলে এই অস্থিরতা। ক্রমবর্ধমান এই অস্থিরতার কারণে অনেক খুচরা বিনিয়োগকারী বাজার থেকে চলে যেতে বাধ্য হয়েছেন। 

এদিকে, ইউরোপীয় ইউনিয়ন বছরের শেষ নাগাদ রাশিয়ার তেল আমদানির ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব করেছে। তার আগ পর্যন্ত রাশিয়া থেকে অপরিশোধিত তেল ইউরোপের দেশগুলোতে আসতেই থাকবে। জার্মানি বলেছে, তারা গ্রীষ্মের মধ্যে রাশিয়ার তেলের ওপর নির্ভরতা কমাতে সক্ষম হবে। তবে, হাঙ্গেরি বলেছে, রাশিয়া থেকে জ্বালানি আমদানির যেকোনো নিষেধাজ্ঞার ওপর তারা ভেটো দেবে। 

আপাতত তেলের বাজারে সবচেয়ে বেশি টান পড়েছে ডিজেলের দামে। বিপরীতে মার্কিন জ্বালানি রপ্তানি নতুন উচ্চতায় পৌঁছেছে। বিপরীতে উপসাগরীয় দেশগুলো সরবরাহ হ্রাস করছে।

সূত্র: বিজনেস টাইমস 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত