Ajker Patrika

বিশ্বজুড়ে ফের বেড়েছে করোনার সংক্রমণ ও মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০২১, ১০: ২৮
বিশ্বজুড়ে ফের বেড়েছে করোনার সংক্রমণ ও মৃত্যু

করোনাভাইরাস মহামারিতে সারা বিশ্বে ফের বাড়তে শুরু করেছে নতুন আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মারা গেছেন ৮ হাজার ২৫৪ জন। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে দুই শর বেশি। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৯০১ জন। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে ৮ হাজার।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে আজ শনিবার এ তথ্য জানা গেছে। 

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৩৮ লাখ ৪৯ হাজার ১৩৩ জন। এর মধ্যে মারা গেছেন ৩৯ লাখ ৭৯ হাজার ৮৭২ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ কোটি ৮২ লাখ ৭৬ হাজার ৬৪৪ জন। 

বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ১৫ লাখ ৯২ হাজার ৬১৭। তাঁদের মধ্যে মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ১৫ লাখ ১৪ হাজার ৫৫৭ জন এবং গুরুতর অবস্থায় আছেন ৭৮ হাজার ৬০ জন, যা মোট শনাক্তের শূন্য দশমিক ৭ শতাংশ।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার ৪০১ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ২০ হাজার ৯৮০ জন মারা গেছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত