Ajker Patrika

মাঙ্কিপক্স-করোনা ও যুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখে বিশ্ব: ডব্লিউএইচও

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ মে ২০২২, ১৮: ২৯
Thumbnail image

মাঙ্কিপক্স, করোনা ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশ্ব। সুইজারল্যান্ডের জেনেভায় মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব বিষয়ে এক বক্তব্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস এ কথা বলেছেন। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকার বাইরের ১৫টি দেশে এ পর্যন্ত ছড়িয়েছে মাঙ্কিপক্স। 

প্রসঙ্গত, মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে মাঙ্কিপক্স সবচেয়ে বেশি দেখা যায়। ওই সব অঞ্চলের মানুষের কাছে মাঙ্কিপক্স খুবই সাধারণ একটি ব্যাপার। 

গত ৭ মে যুক্তরাজ্যে প্রথম মাঙ্কিপক্স ধরা পড়ে। যার শরীরে মাঙ্কিপক্স ধরা পড়ে, তিনি সম্প্রতি নাইজেরিয়া ভ্রমণ করেছিলেন। 

মাঙ্কিপক্স সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের তথ্য অনুসারে, মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির অসুস্থতা খুব বেশি মাত্রায় হয় না। বেশির ভাগ ক্ষেত্রে কয়েক সপ্তাহের মধ্যেই মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে ওঠেন। ভাইরাসটি খুব সহজে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে না। ব্যাপক মানুষের মাঝে ভাইরাসটি ছড়িয়ে পড়ার ঝুঁকি কম। 

মাঙ্কিপক্সের জন্য নির্দিষ্ট কোনো টিকা এখনো আবিষ্কৃত হয়নি। তবে গুটি বসন্তের টিকা এ রোগ থেকে ৮৫ ভাগ সুরক্ষা দেয়। কারণ দুটি ভাইরাসের ধরন প্রায় একই রকমের।

এই সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত