মিলন মৌসুমে একটি সঙ্গী পেতে পাম কাকাতুয়ার পুরুষ প্রজাতি একটি বিশেষ কৌশল অবলম্বন করে। বিশেষ কায়দায় গাছের সঙ্গে তালের সৃষ্টি করে তারা স্ত্রী কাকাতুয়াদের শোনায়। আর এই তাল সৃষ্টির জন্য মিলনকাতর প্রত্যেক পুরুষ কাকাতুয়া গাছের ডাল দিয়ে একটি ড্রামস্টিকও বানায়।
বুধবার এ বিষয়ে নিউ সায়েন্টিস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মানুষ ছাড়া অন্যান্য প্রজাতির মধ্যে শুধু পাম কাকাতুয়ারাই বাজনা বাজাতে যন্ত্র তৈরি করে। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে একদল পুরুষ পাম কাকাতুয়ার মধ্যে দেখা গেছে, গাছের মধ্যে আঘাত করে তাল সৃষ্টির জন্য তারা পায়ের নখ দিয়ে ঝুনঝুনির মতো বাজে এমন বীচিসহ আঁটি কিংবা ছোট্ট একটি ডাল ধরে রাখে। এসব দিয়ে গাছের সঙ্গে আঘাতের ফলে তালের সৃষ্টি হয়। এই তালের সঙ্গে কোনো কোনো কাকাতুয়া আবার গলার আওয়াজেরও মিশ্রণ ঘটায়।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি অব ক্যানবেরার গবেষক রবার্ট হেইনসন বলেন, ‘আপনারা যা দেখছেন, প্রাণী জগতে তা সম্পূর্ণ অনন্য একটি নজির। আমরা মানুষের মধ্যে যা দেখি, তার সঙ্গে এর মিল রয়েছে।’
ড্রাম বাজানোর পর কাকাতুয়ারা তাদের ড্রামস্টিকগুলো ফেলে দেয়। তাই হেইনসন ও তাঁর সহকর্মীরা কাকাতুয়াদের এমন প্রদর্শনী কোথায় এবং কখন ঘটে তা নির্ণয় করার সিদ্ধান্ত নেন এবং কুইন্সল্যান্ডের কুটিনি-পায়ামু জাতীয় উদ্যান থেকে ফেলে দেওয়া বেশ কিছু বাদ্যযন্ত্র সংগ্রহ করেন। মোট ৭০টি গাছ থেকে তাঁরা ২৫৬টি যন্ত্র পান। এর মধ্যে ৮৯ শতাংশই ছিল গাছের ডাল দিয়ে বানানো ড্রামস্টিক এবং বাকিগুলো ছিল ঝুনঝুনির মতো বাজে এমন বীচিসহ আঁটি। এ থেকেই বোঝা যায়, একজন স্ত্রীকে পটাতে ড্রামস্টিকের ওপরই বেশি ভরসা রাখে কাকাতুয়ারা। কিছু কাকাতুয়া আবার দুটি যন্ত্রই ব্যবহার করে।
গবেষকদের বিস্ময় আরও বাড়ে যখন তাঁরা দেখেন যে ড্রামস্টিকগুলো একটি অন্যটির চেয়ে আলাদা। অর্থাৎ ঠোঁট দিয়ে কেটে ড্রামস্টিক বানানোর ক্ষেত্রে প্রত্যেক পুরুষ কাকাতুয়াই তাদের নিজস্ব কৌশল অবলম্বন করে এবং নিজস্ব শৈলী প্রকাশ করে।
হেইনসন বলেন, নিজেদের নকশার প্রতি তারা খুবই সচেতন। তাদের কেউ লম্বা এবং চর্মসার ড্রামস্টিক তৈরি করে। কেউ আবার ছোটখাটো স্টিক বানায়। কারও স্টিক আবার লম্বা এবং মোটাও হয়।
একটি কাকাতুয়া অন্যেরটি কপি করেছে এমন কোনো নজির দেখেননি গবেষকেরা। তাঁদের ধারণা, প্রত্যেক পুরুষ কাকাতুয়া এই ড্রামস্টিক বানানোর কৌশলটি তাদের বাবার কাছ থেকে শেখে।
গবেষক দলের সদস্য ক্রিস্টিনা জেডেনেক বলেন, বুদ্ধিবৃত্তিক দিক দিয়ে পাম কাকাতুয়ারা খুব কৌতূহলোদ্দীপক। প্রত্যেকটি পাখিই স্বতন্ত্র এবং আলাদা চিন্তাভাবনা ধারণ করে।
মিলন মৌসুমে একটি সঙ্গী পেতে পাম কাকাতুয়ার পুরুষ প্রজাতি একটি বিশেষ কৌশল অবলম্বন করে। বিশেষ কায়দায় গাছের সঙ্গে তালের সৃষ্টি করে তারা স্ত্রী কাকাতুয়াদের শোনায়। আর এই তাল সৃষ্টির জন্য মিলনকাতর প্রত্যেক পুরুষ কাকাতুয়া গাছের ডাল দিয়ে একটি ড্রামস্টিকও বানায়।
বুধবার এ বিষয়ে নিউ সায়েন্টিস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মানুষ ছাড়া অন্যান্য প্রজাতির মধ্যে শুধু পাম কাকাতুয়ারাই বাজনা বাজাতে যন্ত্র তৈরি করে। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে একদল পুরুষ পাম কাকাতুয়ার মধ্যে দেখা গেছে, গাছের মধ্যে আঘাত করে তাল সৃষ্টির জন্য তারা পায়ের নখ দিয়ে ঝুনঝুনির মতো বাজে এমন বীচিসহ আঁটি কিংবা ছোট্ট একটি ডাল ধরে রাখে। এসব দিয়ে গাছের সঙ্গে আঘাতের ফলে তালের সৃষ্টি হয়। এই তালের সঙ্গে কোনো কোনো কাকাতুয়া আবার গলার আওয়াজেরও মিশ্রণ ঘটায়।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি অব ক্যানবেরার গবেষক রবার্ট হেইনসন বলেন, ‘আপনারা যা দেখছেন, প্রাণী জগতে তা সম্পূর্ণ অনন্য একটি নজির। আমরা মানুষের মধ্যে যা দেখি, তার সঙ্গে এর মিল রয়েছে।’
ড্রাম বাজানোর পর কাকাতুয়ারা তাদের ড্রামস্টিকগুলো ফেলে দেয়। তাই হেইনসন ও তাঁর সহকর্মীরা কাকাতুয়াদের এমন প্রদর্শনী কোথায় এবং কখন ঘটে তা নির্ণয় করার সিদ্ধান্ত নেন এবং কুইন্সল্যান্ডের কুটিনি-পায়ামু জাতীয় উদ্যান থেকে ফেলে দেওয়া বেশ কিছু বাদ্যযন্ত্র সংগ্রহ করেন। মোট ৭০টি গাছ থেকে তাঁরা ২৫৬টি যন্ত্র পান। এর মধ্যে ৮৯ শতাংশই ছিল গাছের ডাল দিয়ে বানানো ড্রামস্টিক এবং বাকিগুলো ছিল ঝুনঝুনির মতো বাজে এমন বীচিসহ আঁটি। এ থেকেই বোঝা যায়, একজন স্ত্রীকে পটাতে ড্রামস্টিকের ওপরই বেশি ভরসা রাখে কাকাতুয়ারা। কিছু কাকাতুয়া আবার দুটি যন্ত্রই ব্যবহার করে।
গবেষকদের বিস্ময় আরও বাড়ে যখন তাঁরা দেখেন যে ড্রামস্টিকগুলো একটি অন্যটির চেয়ে আলাদা। অর্থাৎ ঠোঁট দিয়ে কেটে ড্রামস্টিক বানানোর ক্ষেত্রে প্রত্যেক পুরুষ কাকাতুয়াই তাদের নিজস্ব কৌশল অবলম্বন করে এবং নিজস্ব শৈলী প্রকাশ করে।
হেইনসন বলেন, নিজেদের নকশার প্রতি তারা খুবই সচেতন। তাদের কেউ লম্বা এবং চর্মসার ড্রামস্টিক তৈরি করে। কেউ আবার ছোটখাটো স্টিক বানায়। কারও স্টিক আবার লম্বা এবং মোটাও হয়।
একটি কাকাতুয়া অন্যেরটি কপি করেছে এমন কোনো নজির দেখেননি গবেষকেরা। তাঁদের ধারণা, প্রত্যেক পুরুষ কাকাতুয়া এই ড্রামস্টিক বানানোর কৌশলটি তাদের বাবার কাছ থেকে শেখে।
গবেষক দলের সদস্য ক্রিস্টিনা জেডেনেক বলেন, বুদ্ধিবৃত্তিক দিক দিয়ে পাম কাকাতুয়ারা খুব কৌতূহলোদ্দীপক। প্রত্যেকটি পাখিই স্বতন্ত্র এবং আলাদা চিন্তাভাবনা ধারণ করে।
খুব শিগগিরই মাসওয়ারি বেতনভিত্তিক চাকরির দিন শেষ হয়ে যাবে। বিলুপ্ত হয়ে যেতে পারে এ ধরনের বেতনভোগী মধ্যবিত্ত শ্রেণি। বিশেষ করে ভারতে এই মধ্যবিত্ত শ্রেণিটি চলতি দশকের মধ্যেই সম্ভবত বিলুপ্ত হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে রেল সংযোগ প্রকল্পের অর্থায়ন ও নির্মাণকাজ স্থগিত করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে অন্তত তিনটি চলমান প্রকল্প থেমে গেছে এবং আরও পাঁচটি প্রকল্পের জরিপ কাজও বন্ধ হয়ে গেছে।
২ ঘণ্টা আগেইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১৫ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৯ ঘণ্টা আগে