Ajker Patrika

ইরানের কাছ থেকে জব্দ করা গোলাবারুদ ইউক্রেনকে দিচ্ছে যুক্তরাষ্ট্র 

আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৯: ৫২
ইরানের কাছ থেকে জব্দ করা গোলাবারুদ ইউক্রেনকে দিচ্ছে যুক্তরাষ্ট্র 

ইরানের কাছ থেকে জব্দ করা ১১ লাখেরও বেশি গোলাবারুদ ইউক্রেনকে দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির দাবি, এই গোলাবারুদগুলো ইরান জাতিসংঘের অস্ত্র বিধিনিষেধ অমান্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দিচ্ছিল। পরে এই অভিযোগের ভিত্তিতে মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট বা বিচার বিভাগ রায় দেন, জব্দ করা গোলাবারুদের মালিকানা যুক্তরাষ্ট্রের। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র গত বছরের শেষ দিকে পারস্য উপসাগরের কাছ থেকে ইরানের এই গোলাবারুদগুলো জব্দ করে। পরে মার্কিন বিচার বিভাগ গোলাবারুদগুলোর মালিকানা যুক্তরাষ্ট্র বলে ঘোষণা করলে দেশটি সেগুলো ইউক্রেনকে দেওয়ার ঘোষণা দেয়। 
 
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড স্থানীয় সময় গতকাল বুধবার এ বিষয়ে বলেন, ‘এই অস্ত্র হস্তান্তরের আদেশ দিয়ে মার্কিন বিচার বিভাগ একটি কর্তৃত্ববাদী দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, পাশাপাশি আরেক কর্তৃত্ববাদী দেশের বিরুদ্ধে ইউক্রেনের জনগণের ন্যায্য লড়াইকে সমর্থন দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসনের লড়াইয়ে ইউক্রেনকে সমর্থন করার জন্য আমাদের প্রতিটি আইনি উপায় ব্যবহার চালিয়ে যাব।’ 

যুক্তরাষ্ট্রের জব্দ করা সেই গোলাবারুদের মধ্যে বিপুল পরিমাণ অস্ত্রও ছিল। যেমন—৯ হাজার অ্যাসল্ট রাইফেল, ২৮৪টি মেশিনগান, ১৯৪টি রকেট লঞ্চার এবং ৭০টিরও বেশি অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল ছিল সেই গোলাবারুদের মধ্যে। 

যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিন নৌবাহিনীর একটি জাহাজ ২০২২ সালের ৯ ডিসেম্বর অস্ত্র-গোলাবারুদগুলো ইয়েমেনের দিকে নেওয়ার সময় নাম-পরিচয়বিহীন একটি জাহাজকে আটক করে। জাহাজটিতে উল্লিখিত অস্ত্র ছাড়াও ১১ লাখ রাউন্ড ৭ দশমিক ৬২ মিলিমিটার গোলা ছিল। পরে চলতি বছরের মার্চে মার্কিন বিচার বিভাগ অস্ত্র ও গোলাবারুদগুলো যুক্তরাষ্ট্রের বলে ঘোষণা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত