করোনার উৎস নিয়ে গতকাল মঙ্গলবার তদন্ত প্রতিবেদনে প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জাতিসংঘের সংস্থাটি বলছে, বিশেজ্ঞদের অনুমান এটি প্রাণি থেকেই মানবদেহে সংক্রমিত হয়েছে। তবে করোনার উৎস জানতে আরও তদন্ত প্রয়োজন।
কিন্তু এই প্রতিবেদন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ ১৪টি দেশ।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, চীনের ল্যাব থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা কম এবং সম্ভবত ভাইরাসটি বাদুড় থেকে মধ্যবর্তী কোনো প্রাণীর মাধ্যমে মানবদেহে সংক্রমিত হয়েছে।
সংস্থাটির পরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, করোনা সংক্রমণের বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
তদন্ত প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রসহ ১৪টি দেশের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতিতে বলা হয়, সারস-কোভ -২ ভাইরাসের উৎস নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞের গবেষণাটি উল্লেখযোগ্যভাবে বিলম্বিত হয়েছে। এটির সম্পূর্ণ হওয়ার জন্য প্রকৃত তথ্য, নমুনাও কম ছিল। এ প্রতিবেদনের নির্ভরযোগ্যতা নিয়ে আমরা সবাই সন্দেহ প্রকাশ করছি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত এই বিবৃতিতে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ইসরায়েল, জাপান, লাটভিয়া, লিথুনিয়া, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, স্লোভেনিয়া এবং যুক্তরাজ্যের স্বাক্ষর রয়েছে।
করোনার উৎস তদন্তে ২০২১ সালের জানুয়ারিতে চীনে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, এ অনুসন্ধান কার্যক্রমের জন্য একেবারে শুরুর দিকের তথ্য তদন্তকারীদের দেয়নি চীনা কর্তৃপক্ষ।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরও তদন্ত প্রয়োজন এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ ওই ১৪ দেশ। পাশাপাশি আরও দ্রুত স্বচ্ছভাবে তদন্ত চালানোর আহ্বান জানিয়েছেন তারা।
সূত্র: রয়টার্স ও বিবিসি
করোনার উৎস নিয়ে গতকাল মঙ্গলবার তদন্ত প্রতিবেদনে প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জাতিসংঘের সংস্থাটি বলছে, বিশেজ্ঞদের অনুমান এটি প্রাণি থেকেই মানবদেহে সংক্রমিত হয়েছে। তবে করোনার উৎস জানতে আরও তদন্ত প্রয়োজন।
কিন্তু এই প্রতিবেদন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ ১৪টি দেশ।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, চীনের ল্যাব থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা কম এবং সম্ভবত ভাইরাসটি বাদুড় থেকে মধ্যবর্তী কোনো প্রাণীর মাধ্যমে মানবদেহে সংক্রমিত হয়েছে।
সংস্থাটির পরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, করোনা সংক্রমণের বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।
তদন্ত প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রসহ ১৪টি দেশের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতিতে বলা হয়, সারস-কোভ -২ ভাইরাসের উৎস নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞের গবেষণাটি উল্লেখযোগ্যভাবে বিলম্বিত হয়েছে। এটির সম্পূর্ণ হওয়ার জন্য প্রকৃত তথ্য, নমুনাও কম ছিল। এ প্রতিবেদনের নির্ভরযোগ্যতা নিয়ে আমরা সবাই সন্দেহ প্রকাশ করছি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত এই বিবৃতিতে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ইসরায়েল, জাপান, লাটভিয়া, লিথুনিয়া, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, স্লোভেনিয়া এবং যুক্তরাজ্যের স্বাক্ষর রয়েছে।
করোনার উৎস তদন্তে ২০২১ সালের জানুয়ারিতে চীনে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, এ অনুসন্ধান কার্যক্রমের জন্য একেবারে শুরুর দিকের তথ্য তদন্তকারীদের দেয়নি চীনা কর্তৃপক্ষ।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরও তদন্ত প্রয়োজন এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ ওই ১৪ দেশ। পাশাপাশি আরও দ্রুত স্বচ্ছভাবে তদন্ত চালানোর আহ্বান জানিয়েছেন তারা।
সূত্র: রয়টার্স ও বিবিসি
২০১৩ সালে, ৩৪ বছর বয়সে থর পেডারসেন এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি শুধু ব্যতিক্রম নয়, এক কঠিন সংকল্পও বটে। কারণ তিনি কোনো উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ ঘুরে দেখার পণ করেন। প্রায় এক দশকের ব্যবধানে এভাবেই পৃথিবীর ২০৩টি দেশ ঘুরে ফেলেছেন পেডারসেন।
১৩ মিনিট আগেপেরুর আদি জাতি কুকামা সম্প্রদায়ের কাছে মারানিওন নদী শুধু পানির উৎস নয়, বরং এক পবিত্র আত্মিক সত্তা। প্রায় ৯০০ মাইল বা ১ হাজার ৪৫০ কিলোমিটার দীর্ঘ এই নদী আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আমাজনে মিশেছে। কিন্তু গত কয়েক দশক ধরে এটি মারাত্মকভাবে তেল দূষণের শিকার হয়েছে।
১ ঘণ্টা আগেচকলেটপ্রেমীদের জন্য ২০২৫ সাল নিয়ে এসেছে এক দুঃসংবাদ। চকলেটের প্রধান উপাদান কোকো’র ঘাটতি ও দাম বেড়ে যাওয়ার কারণে এবার চকলেট বার, ইস্টার এগ, এমনকি কোকো পাউডারের দামও আকাশছোঁয়া। গত এক বছরে কোকোর দাম প্রায় ৩০০ শতাংশ বেড়েছে।
১ ঘণ্টা আগেপোপ ফ্রান্সিসের পোপ হিসেবে পথচলা ছিল অনন্য। দুর্নীতি দমন, শিশুদের ওপর যৌন নিপীড়ন প্রতিরোধ এবং চার্চের আইন আধুনিকীকরণের যে চেষ্টা তিনি করেছিলেন, তা সব সময় সফল না হলেও কোটি কোটি ক্যাথলিকের হৃদয় জিতে নিয়েছে।
২ ঘণ্টা আগে