Ajker Patrika

করোনার উৎস সংক্রান্ত ডব্লিউএইচওর প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্রসহ ১৪ দেশের সন্দেহ

আপডেট : ৩১ মার্চ ২০২১, ১৭: ০২
করোনার উৎস সংক্রান্ত ডব্লিউএইচওর প্রতিবেদন নিয়ে যুক্তরাষ্ট্রসহ ১৪ দেশের সন্দেহ

করোনার উৎস নিয়ে গতকাল মঙ্গলবার তদন্ত প্রতিবেদনে প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জাতিসংঘের সংস্থাটি বলছে, বিশেজ্ঞদের অনুমান এটি প্রাণি থেকেই মানবদেহে সংক্রমিত হয়েছে। তবে করোনার উৎস জানতে আরও তদন্ত প্রয়োজন।

কিন্তু এই প্রতিবেদন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ ১৪টি দেশ।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, চীনের ল্যাব থেকে করোনা ছড়ানোর সম্ভাবনা কম এবং সম্ভবত ভাইরাসটি বাদুড় থেকে  মধ্যবর্তী কোনো প্রাণীর মাধ্যমে মানবদেহে সংক্রমিত হয়েছে। 

সংস্থাটির পরিচালক ড. তেদ্রোস আধানম গেব্রেইয়েসুস বলেন, করোনা সংক্রমণের বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

তদন্ত প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রসহ ১৪টি দেশের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতিতে বলা হয়,  সারস-কোভ -২ ভাইরাসের উৎস  নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞের গবেষণাটি উল্লেখযোগ্যভাবে বিলম্বিত হয়েছে। এটির সম্পূর্ণ হওয়ার জন্য প্রকৃত তথ্য, নমুনাও কম ছিল। এ প্রতিবেদনের নির্ভরযোগ্যতা নিয়ে আমরা সবাই সন্দেহ প্রকাশ করছি।

 যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত এই বিবৃতিতে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ইসরায়েল, জাপান, লাটভিয়া, লিথুনিয়া, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, স্লোভেনিয়া এবং যুক্তরাজ্যের স্বাক্ষর রয়েছে।

করোনার উৎস তদন্তে ২০২১ সালের জানুয়ারিতে চীনে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, এ অনুসন্ধান কার্যক্রমের জন্য একেবারে শুরুর দিকের তথ্য তদন্তকারীদের দেয়নি চীনা কর্তৃপক্ষ।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আরও তদন্ত প্রয়োজন এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ ওই ১৪ দেশ। পাশাপাশি আরও দ্রুত স্বচ্ছভাবে তদন্ত চালানোর আহ্বান জানিয়েছেন তারা।

সূত্র: রয়টার্স ও বিবিসি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত