Ajker Patrika

বুকার পুরস্কার পেল আইরিশ লেখক লিঞ্চের ‘প্রফেট সং’

বুকার পুরস্কার পেল আইরিশ লেখক লিঞ্চের ‘প্রফেট সং’

চলতি বছর আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন আয়ারল্যান্ডের লেখক পল লিঞ্চ। ‘প্রফেট সং’ উপন্যাসের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। বইটি লিঞ্চের পঞ্চম উপন্যাস। ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এই উপন্যাসে তিনি ভবিষ্যতের এক কাল্পনিক টোলাটেরিয়ান বা সর্বগ্রাসী সমাজের ভয়ংকর অবিচারের ছবি সামনে এনেছেন। সেই সমাজে এক নারী তার পরিবারকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। এরপর গৃহযুদ্ধ শুরু হয়। ওই নারী তাঁর পরিবারকে নিয়ে বিদেশে পালিয়ে যান।

৪৬ বছর বয়সী ওই লেখক চার বছর ধরে এই উপন্যাস লিখেছেন। তার মাথায় ঘুরেছে সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধ এবং তা নিয়ে পশ্চিমা দেশগুলোর উদাসীনতা।

বুকারের ওয়েবসাইটে লিঞ্চ লিখেছেন, ‘আমি আধুনিক সময়ের বিশৃঙ্খলাকে দেখতে চেয়েছি। পশ্চিমা দেশগুলোর গণতান্ত্রিক ব্যবস্থায় অস্থিরতা, সিরিয়ার সমস্যা, গোটা দেশের বিস্ফোরক অবস্থা, অভিবাসন সমস্যা এবং পশ্চিমা দেশগুলোর উদাসীন মনোভাব.... আমি বইয়ের শেষে পাঠকদের এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে তাঁরা শুধু সমস্যাটা জানবেই না, অনুভব করতে পারবে।’

কানাডার সাহিত্যিক ও বুকারের বিচারকদের প্যানেলের সদস্য এসি এডুজেন বলেছেন, ‘আবেগসমৃদ্ধ গল্প বলার রীতিই জয়ী হয়েছে। লিঞ্চ এই রীতিতে অসাধারণ সাফল্য পেয়েছেন।’

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে দিন কয়েক আগেই অতি-দক্ষিণপন্থিদের তাণ্ডব হয়েছে। এডুজেন বলেছেন, ‘সাম্প্রতিক এই ঘটনা নিয়েও বুকার কমিটিতে আলোচনা হয়েছে। তবে বইটি এই কারণে বুকার জেতেনি।’

তাঁর বক্তব্য, ‘লিঞ্চের বই বর্তমান সময়ের সামাজিক ও রাজনৈতিক উৎকন্ঠাকে ধরতে পেরেছে। সেই সঙ্গে বইতে আছে একটি কালজয়ী থিম।’

তিনি আরও জানিয়েছেন, ‘লিঞ্চকে পুরস্কার দেওয়া নিয়ে সকলেই একমত ছিলেন এমন নয়। ছয় ঘণ্টা ধরে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত