Ajker Patrika

ব্রাজিলে জি-২০ সম্মেলনে যোগ দিলেও গ্রেপ্তার হবেন না পুতিন: লুলা 

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ১৪
ব্রাজিলে জি-২০ সম্মেলনে যোগ দিলেও গ্রেপ্তার হবেন না পুতিন: লুলা 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ দিলে তাঁকে গ্রেপ্তার করা হবে না। আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা এই কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর পরবর্তী সভাপতি ব্রাজিল। আজ জোটের বিদায়ী সভাপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন। সেই ধারাবাহিকতায় জি-২০ জোটের পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলে। এরই মধ্যে সম্মেলনের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে রিও ডি জেনিরোকে।

ফার্স্টপোস্টকে দেওয়া সাক্ষাৎকারে লুলা জানান, পুতিনকে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। তিনি জানান, মূল সম্মেলন অনুষ্ঠিত হওয়ার আগে তিনি জোটের উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে রাশিয়ায় একটি সম্মেলন করবেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘আমি বিশ্বাস করি, পুতিন চাইলে খুব সহজেই ব্রাজিলে যেতে পারবেন।’ তিনি ফার্স্টপোস্টে সাংবাদিককে বলেন, ‘আমি আপনাকে বলছি যে, আমি যদি তখনো ব্রাজিলের প্রেসিডেন্ট থাকি, তবে তিনি ব্রাজিলে আসতে পারবেন এবং কেউই তাঁকে গ্রেপ্তার করতে পারবে না।’

এর আগে চলতি বছরের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইউক্রেনের শিশুদের জোর করে ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়ায় পাচার করার অভিযোগ আনা হয় পুতিনের বিরুদ্ধে। সেই অভিযোগ আমলে নিয়ে আইসিসি তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে রাশিয়া শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে এসেছে।

আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকেই তিনি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণ করা থেকে বিরত রয়েছেন। চলতি বছর তিনি পরপর দুটি শীর্ষ সম্মেলন—ব্রিকস ও জি-২০-এ যোগ দেননি। শীর্ষ সম্মেলন দুটি যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও ভারতে অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকা আইসিসির সদস্য দেশ হলেও ভারত সদস্য নয়। তাই ভারতের জন্য আইসিসির নির্দেশ অনুসরণ করা বাধ্যতামূলক নয়।

উল্লেখ্য, ব্রাজিল আইসিসির প্রতিষ্ঠাতার লক্ষ্যে স্বাক্ষরিত রোম চুক্তি স্বাক্ষরকারী দেশ। তাই চুক্তি অনুসারে ব্রাজিলের জন্য আইসিসির নির্দেশ অনুসরণ করা বাধ্যতামূলক। আইসিসি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত