আজকের পত্রিকা ডেস্ক
গ্যাবনে সামরিক অভ্যুত্থানের নেতা জেনারেল ব্রিস ওলিগুই এনগেমা প্রেসিডেন্ট নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই নির্বাচনে জয়লাভের ফলে তিনি আরও সাত বছরের জন্য দেশটির মসনদে থাকবেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে প্রায় ৬০ বছরের রাজবংশের শাসনের অবসান ঘটানো গ্যাবনের সামরিক নেতা জেনারেল ব্রিস ওলিগুই এনগেমা প্রেসিডেন্ট নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। শনিবার নির্বাচনের প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা গেছে।
নির্বাচনের আগে সমালোচকেরা অভিযোগ করেছিলেন, নতুন সংবিধান এবং নির্বাচনীবিধি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এনগেমার পক্ষে শীর্ষ পদে পৌঁছানো সহজ হয়। বেশ কয়েকজন প্রভাবশালী বিরোধী নেতা এনগেমার প্রতিদ্বন্দ্বী ছিলেন। কিন্তু তাদের নির্বাচন থেকে বাদ দেওয়া হয়।
এই নির্বাচনে জয়ের মাধ্যমে তিনি তাঁর ক্ষমতার আরও পাকাপোক্ত করলেন। প্রায় দুই বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট আলি বঙ্গোকে ক্ষমতাচ্যুত করা হয়। জেনারেল ব্রিস ওলিগুই এনগেমা ছিলেন এই অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী। প্রেসিডেন্ট আলি বঙ্গো পরিবারের সদস্যরা ১৯৬৭ সাল থেকে গ্যাবনে ক্ষমতায় ছিলেন।
৫০ বছর বয়সী এনগেমার বিরুদ্ধে আরও সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এদের মধ্যে বঙ্গো সরকারের অধীনে দায়িত্ব পালন করা প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যালাইন ক্লড বিলি-বাই-এনজে এবং প্রাক্তন ক্ষমতাসীন পিডিজি পার্টির দুই প্রভাবশালী নেতা স্টেফান জার্মেইন ইলোকো এবং অ্যালাইন সিম্পলিস বুঙ্গুয়েরেস ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রী হারমান ইমংগল্ট ঘোষণা করেন, ‘ব্রিস ক্লোটেয়ার ওলিগুই এনগেমা ৫ লাখ ৭৫ হাজার ২২২ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।’
তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিলি-বাই-এনজে মাত্র ৩ শতাংশ ভোট পেয়েছেন। ৭০ শতাংশের বেশি নিবন্ধিত ভোটার এই নির্বাচনে ভোট দিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এবং কিছু পর্যবেক্ষক এই নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন বলেছে।
তবে, নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগও পাওয়া গেছে। কিছু ভোটকেন্দ্রে ভোটগ্রহণ দেরিতে শুরু হয়, আবার কিছু ভোটার তাদের বুথ খুঁজে পাননি।
বিলি-বাই-এনজে অভিযোগ করেন, কিছু স্থানে ব্যালট পেপার ঠিকভাবে বক্সে ফেলা হয়নি। আবার কিছু বুথে আগে থেকেই ব্যালট বাক্স ভর্তি করা ছিল।
এনগেমার এই বিজয় তাঁকে সাত বছরের জন্য গ্যাবন শাসন করার ক্ষমতা দিয়েছে। অভিজাত রিপাবলিকান গার্ডের সাবেক কমান্ডার এনগেমা অত্যন্ত স্পষ্টভাষী ও রাজতান্ত্রিক শাসনের অবসানের পর জনগণের মধ্যে বেশ জনপ্রিয়। দেশের ভাবমূর্তি কলুষিত হবে— এমন কর্মকাণ্ড থেকে দেশকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তেল ও কাঠ সমৃদ্ধ মধ্য আফ্রিকার এই দেশটিতে মাত্র ২ দশমিক ৫ মিলিয়ন মানুষের বসবাস। দেশটির সম্পদ থাকা সত্ত্বেও, প্রায় ৩৫ শতাংশ মানুষ এখনো প্রতিদিন ২ ডলার (১ দশমিক ৫০ পাউন্ড) এর নিচে জীবনযাপন করে।
গ্যাবনে সামরিক অভ্যুত্থানের নেতা জেনারেল ব্রিস ওলিগুই এনগেমা প্রেসিডেন্ট নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই নির্বাচনে জয়লাভের ফলে তিনি আরও সাত বছরের জন্য দেশটির মসনদে থাকবেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে প্রায় ৬০ বছরের রাজবংশের শাসনের অবসান ঘটানো গ্যাবনের সামরিক নেতা জেনারেল ব্রিস ওলিগুই এনগেমা প্রেসিডেন্ট নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। শনিবার নির্বাচনের প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা গেছে।
নির্বাচনের আগে সমালোচকেরা অভিযোগ করেছিলেন, নতুন সংবিধান এবং নির্বাচনীবিধি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এনগেমার পক্ষে শীর্ষ পদে পৌঁছানো সহজ হয়। বেশ কয়েকজন প্রভাবশালী বিরোধী নেতা এনগেমার প্রতিদ্বন্দ্বী ছিলেন। কিন্তু তাদের নির্বাচন থেকে বাদ দেওয়া হয়।
এই নির্বাচনে জয়ের মাধ্যমে তিনি তাঁর ক্ষমতার আরও পাকাপোক্ত করলেন। প্রায় দুই বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট আলি বঙ্গোকে ক্ষমতাচ্যুত করা হয়। জেনারেল ব্রিস ওলিগুই এনগেমা ছিলেন এই অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী। প্রেসিডেন্ট আলি বঙ্গো পরিবারের সদস্যরা ১৯৬৭ সাল থেকে গ্যাবনে ক্ষমতায় ছিলেন।
৫০ বছর বয়সী এনগেমার বিরুদ্ধে আরও সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এদের মধ্যে বঙ্গো সরকারের অধীনে দায়িত্ব পালন করা প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যালাইন ক্লড বিলি-বাই-এনজে এবং প্রাক্তন ক্ষমতাসীন পিডিজি পার্টির দুই প্রভাবশালী নেতা স্টেফান জার্মেইন ইলোকো এবং অ্যালাইন সিম্পলিস বুঙ্গুয়েরেস ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রী হারমান ইমংগল্ট ঘোষণা করেন, ‘ব্রিস ক্লোটেয়ার ওলিগুই এনগেমা ৫ লাখ ৭৫ হাজার ২২২ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।’
তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিলি-বাই-এনজে মাত্র ৩ শতাংশ ভোট পেয়েছেন। ৭০ শতাংশের বেশি নিবন্ধিত ভোটার এই নির্বাচনে ভোট দিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এবং কিছু পর্যবেক্ষক এই নির্বাচনকে স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন বলেছে।
তবে, নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগও পাওয়া গেছে। কিছু ভোটকেন্দ্রে ভোটগ্রহণ দেরিতে শুরু হয়, আবার কিছু ভোটার তাদের বুথ খুঁজে পাননি।
বিলি-বাই-এনজে অভিযোগ করেন, কিছু স্থানে ব্যালট পেপার ঠিকভাবে বক্সে ফেলা হয়নি। আবার কিছু বুথে আগে থেকেই ব্যালট বাক্স ভর্তি করা ছিল।
এনগেমার এই বিজয় তাঁকে সাত বছরের জন্য গ্যাবন শাসন করার ক্ষমতা দিয়েছে। অভিজাত রিপাবলিকান গার্ডের সাবেক কমান্ডার এনগেমা অত্যন্ত স্পষ্টভাষী ও রাজতান্ত্রিক শাসনের অবসানের পর জনগণের মধ্যে বেশ জনপ্রিয়। দেশের ভাবমূর্তি কলুষিত হবে— এমন কর্মকাণ্ড থেকে দেশকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তেল ও কাঠ সমৃদ্ধ মধ্য আফ্রিকার এই দেশটিতে মাত্র ২ দশমিক ৫ মিলিয়ন মানুষের বসবাস। দেশটির সম্পদ থাকা সত্ত্বেও, প্রায় ৩৫ শতাংশ মানুষ এখনো প্রতিদিন ২ ডলার (১ দশমিক ৫০ পাউন্ড) এর নিচে জীবনযাপন করে।
গত সপ্তাহে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বিরল খনিজ রপ্তানির ওপর নতুন নির্দেশনা জারি করেছে। কিন্তু সেই নথি খোলা যাচ্ছে না মাইক্রোসফট ওয়ার্ড কিংবা অন্য কোনো মার্কিন সফটওয়্যারে। প্রথমবারের মতো মন্ত্রণালয় এমন ফাইল ফরম্যাটে নথি প্রকাশ করেছে, যা কেবলমাত্র চীনের নিজস্ব সফটওয়্যার ‘ডব্লিউপিএস অফিস’—এ খোলা যায়।
৩ ঘণ্টা আগেবিহারের বর্তমান সরকার নিয়ে প্রশান্ত কিশোর বলেন, রাজ্যে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির জোট এনডিএ নিশ্চিতভাবে পরাজিত হতে যাচ্ছে। তাঁর ভাষায়, ‘নিতীশ কুমারের নেতৃত্বে জেডি-ইউ (জনতা দল-ইউনাইটেড) ২৫টি আসনও পাবে না। এনডিএর এবার বিদায় নিশ্চিত, নিতীশ কুমার আর মুখ্যমন্ত্রী হচ্ছেন না।’
৪ ঘণ্টা আগেসুপরিচিত পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ এবং প্রতিরক্ষা কৌশলবিদ অ্যাশলে জে. টেলিসকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। গোপনীয় জাতীয় প্রতিরক্ষা তথ্য বেআইনিভাবে নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় জেলার মার্কিন অ্যাটর্নির কার্যালয় সংবাদমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছে।
৫ ঘণ্টা আগেগাজায় চলমান যুদ্ধবিরতি ও মানবিক পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। হামাস রেডক্রসের হাতে আরও চারজন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। ফলে মোট মৃত জিম্মির সংখ্যা দাঁড়াল ৮-এ। এদিকে গাজায় ভয়াবহ খাদ্য ও চিকিৎসা সংকটের মধ্যে তুরস্ক ৯০০ টন মানবিক সাহায্যের একটি জাহাজ পাঠিয়েছে।
৫ ঘণ্টা আগে