Ajker Patrika

বিরোধীদের দমাতে টিকটক নিষিদ্ধ করল সেনেগাল সরকার 

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ২০: ৩০
বিরোধীদের দমাতে টিকটক নিষিদ্ধ করল সেনেগাল সরকার 

ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পশ্চিম আফ্রিকার দেশ সেনেগাল। রাজনৈতিক অস্থিতিশীলতার দায়ে আজ বুধবার দেশটির যোগাযোগমন্ত্রী এ নিষেধাজ্ঞা দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

দেশটির যোগাযোগমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, টিকটকের বিভিন্ন কন্টেন্ট বাজে উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। এসব ভিডিওর ঘৃণামূলক বক্তব্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। তাই এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ টিকটক স্থগিত থাকবে।

এদিকে সরকার বিরোধীদের বিক্ষোভ ঠেকাতে গত সোমবার থেকে মোবাইল ইন্টারনেটের ব্যবহার সীমিত রেখেছে। এরপর আজ বুধবার টিকটক নিষিদ্ধের সিদ্ধান্ত নিল দেশটির সরকার।

দেশটির বিরোধীদলীয় নেতা উসমানে সোনকোর বিরুদ্ধে বিদ্রোহ, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অন্যান্য অপরাধের অভিযোগ আনার পর এসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিরোধী দলীয় এই নেতার বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকে দেশটিতে তার কর্মী-সমর্থকরা তীব্র বিক্ষোভ করেছেন।

চলতি বছরের প্রায় পুরো সময়জুড়েই সেনেগালে বিক্ষিপ্তভাবে সহিংস বিক্ষোভ-প্রতিবাদ দেখা গেছে। আগামী নির্বাচনে সোনকোকে অযোগ্য ঘোষণা করার জন্য রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে বলে দাবি তাঁর সমর্থকদের। 

তারা বলেছেন, বর্তমান প্রেসিডেন্ট ম্যাকি সল নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দি সরাতে এসব বানোয়াট অভিযোগ এনেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত