Ajker Patrika

এবার ইসরায়েল থেকে সব কূটনীতিক প্রত্যাহারের ঘোষণা দিল দক্ষিণ আফ্রিকা

এবার ইসরায়েল থেকে সব কূটনীতিক প্রত্যাহারের ঘোষণা দিল দক্ষিণ আফ্রিকা

গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে সব কূটনীতিককে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ সোমবার গাজার পরিস্থিতি নিয়ে দক্ষিণ আফ্রিকার উদ্বেগ ইসরায়েলকে জানান দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।  

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট কার্যালয়ের একজন মন্ত্রী খুম্বুদজো এনতশাভেনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, তেল আবিবে নিযুক্ত সব কূটনীতিককে পরামর্শের জন্য প্রিটোরিয়ায় ফিরে যেতে বলা হবে। তবে তিনি এ বিষয়ে আর কোনো বিশদ বিবরণ দেননি। 

অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডর পরে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা...ফিলিস্তিনি অঞ্চলে শিশু ও নিরপরাধ বেসামরিকদের অব্যাহত হত্যাকাণ্ডে অত্যন্ত উদ্বিগ্ন। ইসরায়েলের প্রতিক্রিয়া নির্বিচারে সবাইকে শাস্তি দিচ্ছে।’ 

প্যান্ডর আরও বলেন, গাজায় সংঘাতের সমাপ্তির আহ্বান চালিয়ে যাওয়ার মধ্যে দক্ষিণ আফ্রিকার উদ্বেগের ইঙ্গিত দেওয়া তারা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। 

গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে অভূতপূর্ব আক্রমণ করার পর থেকে গাজা উপত্যকায় প্রায় এক মাস ধরে যুদ্ধ চলছে। হামলায় ইসরায়েলে এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। 

সেই সঙ্গে হামাস ২৪০ জনেরও বেশি ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে গেছে। হামাসের হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল নির্বিচারে গাজায় বোমাবর্ষণ করছে এবং স্থল সেনা পাঠিয়েছে। 

হামাস শাসিত ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছে। 

প্রিটোরিয়া দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি ইস্যুর সোচ্চার সমর্থক। দেশটির ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) পার্টি প্রায়ই ইস্যুটিকে বর্ণবাদের বিরুদ্ধে তাঁদের সংগ্রামের অংশ বলে মনে করে। 

কূটনীতিকদের প্রত্যাহার করা ‘স্বাভাবিক অনুশীলন’ উল্লেখ করে নালেদি প্যান্ডর বলেছেন, ‘রাষ্ট্রদূতেরা সরকারকে পরিস্থিতি সম্পর্কে একটি ‘সম্পূর্ণ ব্রিফিং’ দেবেন। তারপর তাঁরা সিদ্ধান্ত নেবেন, সহায়তা করা যায় কি না অথবা নিরবিচ্ছিন্ন সম্পর্ক আসলে টিকিয়ে রাখা যায় কি না।’

এদিকে এর আগে ন্যাটো সদস্যভুক্ত দেশ তুরস্ক, আরব দেশ বাহরাইন, জর্ডান, দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া, চিলি, হন্ডুরাস ও কলম্বিয়া ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত