Ajker Patrika

সুদানে বিবিসির ৩ সাংবাদিক গ্রেপ্তার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ০২
সুদানে বিবিসির ৩ সাংবাদিক গ্রেপ্তার

সুদানে সেনা অভ্যুত্থানবিরোধী আন্দোলনের খবর সংগ্রহের সময় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তিন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার তাঁদের গ্রেপ্তার করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে যে, আরবি পরিষেবায় কাজ করা সাংবাদিকদের খার্তুমের একটি অজানা স্থানে নিয়ে যাওয়া হয়। কর্তৃপক্ষ সোমবার গভীর রাতেই তিন সাংবাদিককে মুক্তি দেয়। 

এ নিয়ে সুদান সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

গতকাল সোমবার হাজার হাজার গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা খার্তুম ও ওমদুরমানসহ পুরো দেশে মিছিল করেছে। 

মানবাধিকারকর্মী নাজিম সিরাগ বলেন, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাইভ গোলাবারুদ, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করছে। 

সিরাগ বলেন, প্রায় ২০০ আন্দোলনকারী আহত হয়েছেন। তবে মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

গত ২৫ অক্টোবর প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোককে উৎখাত করে ক্ষমতা নেয় দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে সেনা অভ্যুত্থানবিরোধী আন্দোলন চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত