Ajker Patrika

পানিবাহিত রোগের উপকারী খাবার

ইতি খন্দকার
আপডেট : ১১ জুন ২০২২, ১১: ২৮
Thumbnail image

গরমে পানি ও খাবারের বিষয়ে আমাদের সবাইকে সতর্ক হতে হবে। এ সময় পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে যায়। ইতিমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাব এক দফা শেষ হয়েছে। ছোট-বড় , বয়স্ক সবারই পানিবাহিত রোগ দেখা দিতে পারে। পানিবাহিত রোগ নিরাময়ে আমাদের সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ।

পানিবাহিত রোগ দেখা দিলে চিকিৎসকের কাছে যেতে হবে খুব দ্রুত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে হবে। পাশাপাশি খাবারের মধ্যেও কিছু বৈচিত্র্য আনতে হবে। একজন পানিবাহিত রোগে আক্রান্ত ব্যক্তি সব ধরনের খাবার খেতে পারবে না। খাবার স্যালাইনের পাশাপাশি খাদ্যতালিকায় তরলজাতীয় খাবার, সহজে হজম হবে সে ধরনের খাবার রাখতে হব।

  • বিশুদ্ধ পানি দিয়ে খাবার স্যালাইন তৈরি করতে হবে এবং ঘন ঘন সেটি খেতে হবে।
  • জাউ ভাত, ভাতের মাড়, চিকেন ও ডিমের স্যুপ।
  • কাঁচ কলা, কাঁচা পেঁপে এবং করলা ভর্তা ও তরকারি খাওয়া যাবে হালকা মসলা দিয়ে।
  • ভেজানো চিড়ার সাথে সামান্য গুড় দিয়ে খাওয়া যেতে পারে।
  • ডাবের পানি, আঙুর, বেদানা, আখ, মালটা, লেবু ইত্যাদির জুস খাওয়া যাবে, তবে প্রথম দিকে নয়।
  • নরম ভাতের সঙ্গে এক চিমটি হলুদ, খুবই অল্প পরিমাণে সরিষার তেল ও একটু লবণ মেখে খাওয়া যাবে।
  • সুজির খিচুড়ি খাওয়া যাবে।

খেয়াল রাখতে হবে যে বিষয়গুলো

  • খাবারের পানি বিশুদ্ধ হতে হবে, টয়লেটের পর বারবার হাত ধুয়ে নিতে হবে সাবান দিয়ে, সেনিটাইজার ব্যবহার করতে হবে।
  • মসলাদার খাবার, তেলজাতীয় খাবার খাওয়া যাবে না।
  • ফাস্টফুড, রাস্তার পাশের খাবার, ট্রান্স ফ্যাট জাতীয় খাবার ইত্যাদি খাওয়া বাদ দিতে হবে।
  • বাইরে থেকে না কিনে বাসা থেকে পানি নিয়ে গিয়ে খেতে হবে।
  • পানি ফুটিয়ে ফিল্টার করে নিয়ে খেতে হবে।
  • পরিবারের পরিণত সদস্যদের সচেতন হতে হবে এবং সবার পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে চলতে হবে, বিশেষ করে শিশুদের।

লেখক: পুষ্টিবিদ, লেজার ট্রিট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত