Ajker Patrika

স্ট্রোকের জন্য ফিজিওথেরাপি চিকিৎসা

ডা. ফারজানা রহমান 
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কোনো কারণে মস্তিষ্কের রক্তসঞ্চালন বাধাগ্রস্ত হয়ে স্নায়ুকোষ নষ্ট হলে স্ট্রোক হয়। সাধারণত দুটি কারণে স্ট্রোক হয়—মস্তিষ্কে রক্তপ্রবাহ ব্যাহত হলে এবং রক্তক্ষরণ ঘটলে।

স্ট্রোকের ঝুঁকিতে যাঁরা

যেকোনো বয়সে স্ট্রোক হতে পারে। স্ট্রোক হয় সাধারণত বয়স ৫০-এর ওপরে হলে, পরিবারে স্ট্রোকের রোগী থাকলে, উচ্চ রক্তচাপ থাকলে, রক্তে কোলেস্টেরল বেশি থাকলে, ধূমপায়ী হলে, ডায়াবেটিস থাকলে, ইতিপূর্বে একবার স্ট্রোক হলে, অ্যালকোহলিক হলে এবং রক্তনালিতে কোনো সমস্যা থাকলে।

স্ট্রোকের প্রাথমিক উপসর্গ

» হঠাৎ অতিরিক্ত মাথাব্যথা।

» হঠাৎ মুখ, হাত ও পা অবশ হয়ে যাওয়া।

» হঠাৎ কথা বলতে ও বুঝতে সমস্যা হওয়া।

» হঠাৎ এক চোখে অথবা দুই চোখে দেখতে সমস্যা হওয়া।

» হঠাৎ দেহের ভারসাম্য বজায় রাখতে সমস্যা বা সোজা হয়ে বসা ও দাঁড়াতে সমস্যা হওয়া।

» মাথা ঘোরানো এবং হাঁটতে সমস্যা হওয়া।

স্ট্রোক-পরবর্তী সমস্যা

» শরীরের এক পাশ অথবা উভয় পাশ অবশ হয়ে যায়।

» মাংসপেশির টান প্রাথমিক পর্যায়ে কমে যায়।

» হাত ও পায়ে ব্যথা থাকতে পারে।

» হাত ও পায়ের নড়াচড়া সম্পূর্ণ অথবা আংশিকভাবে কমতে পারে।

» মাংসপেশি শুকিয়ে অথবা শক্ত হতে পারে।

» হাঁটাচলা, ওঠাবসা ও বিছানায় নড়াচড়া কমতে পারে। নড়াচড়া কমার ফলে চাপজনিত ঘা দেখা দিতে পারে।

» শোল্ডার বা ঘাড়ের জয়েন্ট সরে যেতে পারে।

স্ট্রোক প্রতিরোধের উপায়

» উচ্চ রক্তচাপ সম্পর্কে জানা ও নিয়ন্ত্রণ করা।

» রক্তনালির কোনো সমস্যা থাকলে তার চিকিৎসা করা।

» ধূমপান বন্ধ করা, কোলেস্টেরল, সোডিয়াম ও ফ্যাট নিয়ন্ত্রণে রাখা।

» চর্বি ও শর্করা কম খাওয়া।

» অ্যালকোহল সেবন থেকে বিরত থাকা।

» ডায়াবেটিসের সঠিক চিকিৎসা করা।

» নিয়মিত ৪৫ মিনিট হাঁটা বা ব্যায়াম করা।

» অতিরিক্ত ওষুধ সেবন না করা।

স্ট্রোকের ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা

ফিজিওথেরাপি চিকিৎসা স্ট্রোকের ক্ষেত্রে বেশ উপকারী। রোগীর অবস্থা অনুযায়ী ফিজিক্যাল এক্সামিনেশনসহ বিভিন্ন রেডিওলজিক্যাল ও প্যাথলজিক্যাল টেস্টের মাধ্যমে কী ধরনের স্ট্রোক হয়েছে এবং শারীরিক সমস্যা নির্ণয় করা হয়। এরপর চিকিৎসক রোগীর সমস্যা অনুযায়ী চিকিৎসার পরিকল্পনা বা চিকিৎসা করেন এবং সে অনুযায়ী ফিজিওথেরাপি দিয়ে থাকেন।

রোগীর শারীরিক সমস্যা দূর করে কার্যক্ষমতা ফিরিয়ে আনতে ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা অপরিসীম। ফিজিওথেরাপির নামে শুধু মেশিন ব্যবহার করে যে অপচিকিৎসা দেওয়া হয়, তা থেকে বেঁচে থাকা ভালো। ভুল চিকিৎসায় রোগীর ভালোর পরিবর্তে খারাপ হওয়ার আশঙ্কা বেশি।

সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিন, সুস্থ থাকুন।

পরামর্শ দিয়েছেন: কনসালট্যান্ট, আউটডোর ইনচার্জ, ফিজিওথেরাপি বিভাগ, সিআরপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত