লে. কর্নেল মো. মফিজুল ইসলাম খান শামীম
স্ক্যাবিস হলো ক্ষুদ্র অণুজীবের সংক্রমণে তৈরি হওয়া ছোঁয়াচে চর্মরোগ। এ রোগে আক্রান্ত রোগীর ত্বকে প্রচণ্ড চুলকানি হয়। পরে লাল ফুসকুড়ি ও পানি ফুসকুড়ি দেখা যায়। সাধারণত হাতের আঙুলের ফাঁকে, পুরুষাঙ্গে, অণ্ডকোষে, তলপেটে ও থাইয়ের ওপরের অংশে এ রোগ বেশি দেখা যায়। চুলকানি এত বেশি হয় যে অনেক সময় ত্বকে ক্ষত তৈরি হয়। এ রোগের বৈশিষ্ট্য হলো, রাতে বেশি চুলকায় এবং এতে দ্রুততম সময়ে পরিবারের সবাই আক্রান্ত হয়।
স্ক্যাবিসের দেশব্যাপী প্রাদুর্ভাব
হাসপাতালগুলোর চর্ম বহির্বিভাগে যত রোগী চিকিৎসা নিতে আসে, তাদের ১০ থেকে ১৫ শতাংশ স্ক্যাবিসে আক্রান্ত। এর প্রাদুর্ভাব কয়েক মাস ধরে বেশি পরিলক্ষিত হচ্ছে। ছোঁয়াচে এই রোগে আক্রান্ত হওয়ার পর আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা রাখতে হবে এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হবে। স্ক্যাবিস ঘনবসতিপূর্ণ এলাকায়, অপুষ্টিতে ভোগা জনগোষ্ঠী এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে তুলনামূলক বেশি দেখা যায়।
রোগের প্রতিকার
চিকিৎসার সঠিক ব্যবহারবিধি
পরামর্শ
পরামর্শ: কনসালট্যান্ট, ডার্মাটোলজিস্ট, সিএমএইচ, ঢাকা; সাবেক বিভাগীয় প্রধান, এএফএমসি, ঢাকা; চেম্বার: আলোক হেলথকেয়ার, মিরপুর পল্লবী শাখা
স্ক্যাবিস হলো ক্ষুদ্র অণুজীবের সংক্রমণে তৈরি হওয়া ছোঁয়াচে চর্মরোগ। এ রোগে আক্রান্ত রোগীর ত্বকে প্রচণ্ড চুলকানি হয়। পরে লাল ফুসকুড়ি ও পানি ফুসকুড়ি দেখা যায়। সাধারণত হাতের আঙুলের ফাঁকে, পুরুষাঙ্গে, অণ্ডকোষে, তলপেটে ও থাইয়ের ওপরের অংশে এ রোগ বেশি দেখা যায়। চুলকানি এত বেশি হয় যে অনেক সময় ত্বকে ক্ষত তৈরি হয়। এ রোগের বৈশিষ্ট্য হলো, রাতে বেশি চুলকায় এবং এতে দ্রুততম সময়ে পরিবারের সবাই আক্রান্ত হয়।
স্ক্যাবিসের দেশব্যাপী প্রাদুর্ভাব
হাসপাতালগুলোর চর্ম বহির্বিভাগে যত রোগী চিকিৎসা নিতে আসে, তাদের ১০ থেকে ১৫ শতাংশ স্ক্যাবিসে আক্রান্ত। এর প্রাদুর্ভাব কয়েক মাস ধরে বেশি পরিলক্ষিত হচ্ছে। ছোঁয়াচে এই রোগে আক্রান্ত হওয়ার পর আক্রান্ত ব্যক্তিকে অন্যদের থেকে আলাদা রাখতে হবে এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হবে। স্ক্যাবিস ঘনবসতিপূর্ণ এলাকায়, অপুষ্টিতে ভোগা জনগোষ্ঠী এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে তুলনামূলক বেশি দেখা যায়।
রোগের প্রতিকার
চিকিৎসার সঠিক ব্যবহারবিধি
পরামর্শ
পরামর্শ: কনসালট্যান্ট, ডার্মাটোলজিস্ট, সিএমএইচ, ঢাকা; সাবেক বিভাগীয় প্রধান, এএফএমসি, ঢাকা; চেম্বার: আলোক হেলথকেয়ার, মিরপুর পল্লবী শাখা
ক্যাম্পিউটেড টোমোগ্রাফি। এই খটমটে নামে না চিনলেও ‘সিটি স্ক্যান’ বললে সহজে চিনে ফেলি আমরা। চিকিৎসাক্ষেত্রে রোগ শনাক্ত ও পর্যবেক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা এটি। অনেক সময় জীবন রক্ষাকারী প্রযুক্তি হিসেবে কাজ করে এটি। সাধারণত রোগনির্ণয়ে বা কোনো দুর্ঘটনার শিকার হলে কতটা ক্ষতি হয়েছে...
১ দিন আগেখুবই কমদামি দুটি ওষুধের সমন্বিত ব্যবহার প্রতিরোধ করতে পারে হাজার হাজার স্ট্রোক ও হৃদ্রোগ। সাম্প্রতিক এক গবেষণার বরাত দিয়ে এমনটাই জানিয়েছেন ব্রিটিশ ও সুইডিশ একদল গবেষক। তাঁরা বলেছেন, দুটি সস্তা ওষুধ একসঙ্গে ব্যবহার করলে হাজার হাজার হৃদ্রোগ বা স্ট্রোক প্রতিরোধ করা যেতে পারে এবং বহু মানুষের জীবন...
১ দিন আগেপেটের ফ্লু, যাকে ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিসও বলা হয়, এটি পেটের এক ধরনের সংক্রমণ। এই সমস্যায় বমি ভাব, ডায়রিয়া, পেটব্যথা এবং ক্র্যাম্পের (পেটে মোচড় দেওয়া) মতো লক্ষণ দেখা যায়। এটি সাধারণত ভাইরাস সংক্রমণের কারণে হয়। সাধারণত বেশির ভাগ পেটের ফ্লু–এর জন্য দায়ী নরোভাইরাস।
১ দিন আগেপেস্তাবাদাম। পুরো পৃথিবীতে এই বাদাম বেশ জনপ্রিয়। দুবাইয়ে পেস্তাবাদামের চকলেট বারও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মিষ্টান্ন, আইসক্রিম, বিশেষ ডিশ সাজাতে পেস্তাবাদামের ব্যবহার বেড়েছে। খাবারের সৌন্দর্য আর পুষ্টি—দুটিরই পাওয়ারহাউস এই বাদাম। অল্প খেলেই পাওয়া যায় অনেক পুষ্টি।
৩ দিন আগে