ডা. মো. মাজহারুল হক তানিম
প্রশ্ন: দিন দিন মুটিয়ে যাচ্ছি। অথচ আমার খাওয়ার পরিমাণ খুবই কম। এটা শারীরিক কোনো কারণে হচ্ছে কি না, বুঝতে পারছি না। এক বছর আগে পিল খেতাম। এখন কোনো ওষুধ খাচ্ছি না। কী করণীয়? মালেকা বেগম, চৌদ্দগ্রাম
উত্তর: থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতার কারণে মুটিয়ে যাওয়ার প্রবণতা হতে পারে। এ ছাড়া শারীরিক কাজের তুলনায় অতিরিক্ত ক্যালরি গ্রহণও কারণ হতে পারে। হরমোন বিশেষজ্ঞের পাশাপাশি একজন পুষ্টিবিদের পরামর্শও নিতে পারেন।
প্রশ্ন: থাইরয়েড হরমোনের সঙ্গে গর্ভধারণ করতে পারা বা না পারার কি সম্পর্ক আছে? আমার হাইপার থাইরয়েডিজম আছে। গর্ভধারণ করতে পারছি না। কোন ধরনের চিকিৎসা নিতে হবে? নিলুফার তাসনিম, ঢাকা
উত্তর: হাইপার থাইরয়েডিজম ও হাইপো থাইরয়েডিজম—দুটোর কারণেই গর্ভধারণে সমস্যা হতে পারে। যাঁদের অ্যান্টিবডি পজিটিভ থাকে, তাঁদের থাইরয়েড ফাংশন স্বাভাবিক থাকলেও গর্ভধারণে সমস্যা হতে পারে। যাঁদের থাইরয়েডের সমস্যা থাকে, তাঁদের ভ্রূণ ইমপ্লান্টেশনের সমস্যা হয়, তাই গর্ভধারণ হয় না বা হলেও মিসক্যারেজ হয়ে যায়। শুধু নারীদের নয়, পুরুষের থাইরয়েডের সমস্যা থাকলেও সন্তান নিতে সমস্যা হয়। থাইরয়েডের সমস্যা শুক্রাণুর গুণমান, সংখ্যা ও নড়াচড়ায় বিঘ্ন ঘটায়। হাইপার থাইরয়েডিজম থেকে গর্ভধারণে অসুবিধা হতে পারে। এই রোগে মাসিক অনিয়মিত হয়, প্রোলাক্টিন হরমোন বেড়ে গিয়ে ডিম্বাণু পরিস্ফুটনে সমস্যা করতে পারে।
যথাযথ চিকিৎসায় হরমোনের স্তর স্বাভাবিক হলে সন্তান নেওয়া সম্ভব। আপনি একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।
পরামর্শ দিয়েছেন, ডা. মো. মাজহারুল হক তানিম, হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল
প্রশ্ন: দিন দিন মুটিয়ে যাচ্ছি। অথচ আমার খাওয়ার পরিমাণ খুবই কম। এটা শারীরিক কোনো কারণে হচ্ছে কি না, বুঝতে পারছি না। এক বছর আগে পিল খেতাম। এখন কোনো ওষুধ খাচ্ছি না। কী করণীয়? মালেকা বেগম, চৌদ্দগ্রাম
উত্তর: থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতার কারণে মুটিয়ে যাওয়ার প্রবণতা হতে পারে। এ ছাড়া শারীরিক কাজের তুলনায় অতিরিক্ত ক্যালরি গ্রহণও কারণ হতে পারে। হরমোন বিশেষজ্ঞের পাশাপাশি একজন পুষ্টিবিদের পরামর্শও নিতে পারেন।
প্রশ্ন: থাইরয়েড হরমোনের সঙ্গে গর্ভধারণ করতে পারা বা না পারার কি সম্পর্ক আছে? আমার হাইপার থাইরয়েডিজম আছে। গর্ভধারণ করতে পারছি না। কোন ধরনের চিকিৎসা নিতে হবে? নিলুফার তাসনিম, ঢাকা
উত্তর: হাইপার থাইরয়েডিজম ও হাইপো থাইরয়েডিজম—দুটোর কারণেই গর্ভধারণে সমস্যা হতে পারে। যাঁদের অ্যান্টিবডি পজিটিভ থাকে, তাঁদের থাইরয়েড ফাংশন স্বাভাবিক থাকলেও গর্ভধারণে সমস্যা হতে পারে। যাঁদের থাইরয়েডের সমস্যা থাকে, তাঁদের ভ্রূণ ইমপ্লান্টেশনের সমস্যা হয়, তাই গর্ভধারণ হয় না বা হলেও মিসক্যারেজ হয়ে যায়। শুধু নারীদের নয়, পুরুষের থাইরয়েডের সমস্যা থাকলেও সন্তান নিতে সমস্যা হয়। থাইরয়েডের সমস্যা শুক্রাণুর গুণমান, সংখ্যা ও নড়াচড়ায় বিঘ্ন ঘটায়। হাইপার থাইরয়েডিজম থেকে গর্ভধারণে অসুবিধা হতে পারে। এই রোগে মাসিক অনিয়মিত হয়, প্রোলাক্টিন হরমোন বেড়ে গিয়ে ডিম্বাণু পরিস্ফুটনে সমস্যা করতে পারে।
যথাযথ চিকিৎসায় হরমোনের স্তর স্বাভাবিক হলে সন্তান নেওয়া সম্ভব। আপনি একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।
পরামর্শ দিয়েছেন, ডা. মো. মাজহারুল হক তানিম, হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল
নানা কারণে ঘুম নেই, মেজাজ খিটখিটে, অতিরিক্ত রাগ আর কোনো কিছুতেই প্রশান্তি নেই। এসব কারণে ইদানীং মানসিক সমস্যার প্রকোপ দেখা যাচ্ছে। মানসিক সমস্যা মানুষেরই হয়। বিশেষ করে যুবসমাজ এ সমস্যায় ভুগছে মারাত্মকভাবে। যে কারণেই হোক না কেন, মানসিক সমস্যা রোগী নিজে বুঝতে পারে না। তাকে বলাও যায় না...
১২ ঘণ্টা আগেঅফিসে বারবার ঘুম পেলে তা কাজের ওপর বড় প্রভাব ফেলে। ডেডলাইন মিস করা, কাজ জমে যাওয়া, এমনকি চাকরিও ঝুঁকিতে পড়তে পারে। ঘুমের সমস্যা থাকলে চিকিৎসা জরুরি। তবে কিছু বিষয় মেনে চললে কাজের সময় ঘুম পাওয়া থেকে রেহাই পেতে পারেন।
১২ ঘণ্টা আগেবাতরোগ সাধারণত প্রাপ্তবয়স্কদের সমস্যা বলে বিবেচিত। কিন্তু শিশুরাও এতে আক্রান্ত হতে পারে। অনেক সময় অভিভাবকেরা ভাবেন, এই বয়সে এমন ব্যথা বা অস্বস্তি সাময়িক। কিন্তু বাস্তবতা হচ্ছে, অনেক শিশু দীর্ঘস্থায়ী বাতরোগে ভোগে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই রোগকে বলা হয় জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রারাইটিস...
১২ ঘণ্টা আগেশরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে জ্বর বলা হয়। জ্বর আসলে কোনো রোগ নয়, রোগের উপসর্গ। ফলে জ্বর হওয়াকে শরীরের ভেতরের কোনো রোগের সতর্কবার্তা বলা যেতে পারে।
১২ ঘণ্টা আগে